ETV Bharat / bharat

Adani meets Raj Thackeray: রাজ ঠাকরের সঙ্গে সাক্ষাৎ আদানির, বৈঠক শেষ হতেই ফড়নবীশের কাছে এমএনএস প্রধান - রাজ ঠাকরের সঙ্গে সাক্ষাৎ আদানির

মঙ্গলবার মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সভাপতি রাজ ঠাকরের (MNS Chief Raj Thackeray) সঙ্গে দেখা করলেন শিল্পপতি গৌতম আদানি (Industrialist Gautam Adani) ৷ সেই সাক্ষাৎ শেষ হতেই রাজ গেলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের (Maharashtra Deputy CM Devendra Fadnavis) কাছে ৷ সেখানে এই দুই নেতার মধ্যে দীর্ঘ বৈঠক হয় ৷

Adani meets Raj Thackeray
Adani meets Raj Thackeray
author img

By

Published : Jan 11, 2023, 1:29 PM IST

মুম্বই (মহারাষ্ট্র), 11 জানুয়ারি: একই দিনে দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সভাপতি রাজ ঠাকরে (MNS Chief Raj Thackeray) ৷ মঙ্গলবার মহারাষ্ট্রের (Maharashtra) দাদরে রাজ ঠাকরের বাড়ি শিবতীর্থতে তাঁর সঙ্গে দেখা করেন শিল্পপতি গৌতম আদানি (Industrialist Gautam Adani) ৷ তার পরই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশের (Maharashtra Deputy CM Devendra Fadnavis) সরকারি বাসভবন সাগর বাংলোতে যান রাজ ঠাকরে ৷ দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে বৈঠক হয় ৷

একই দিনে রাজ ঠাকরের সঙ্গে এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষাৎ ঘিরে হইচই পড়ে গিয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে ৷ বিশেষ করে আদানির সঙ্গে তাঁর বৈঠক নিয়েই চর্চা বেশি হচ্ছে ৷ আদানি হঠাৎ করে কেন তাঁর সঙ্গে দেখা করলেন, তা নিয়ে আলোচনা চলছে ৷ প্রশ্ন উঠছে যে তাহলে কি এই বৈঠকের প্রভাব মহারাষ্ট্রের রাজনীতিতে পড়বে ?

তবে শিল্পপতি গৌতম আদানি গত কয়েকদিনে মহারাষ্ট্রের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ৷ সেই তালিকায় রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Maharashtra CM Eknath Shinde), শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে (Shiv Sena chief Uddhav Thackeray) এবং বিজেপি (BJP) নেতা আশিস শেলার ৷ প্রত্যেকের বাসভবনে গিয়ে তিনি সাক্ষাৎ করেন ৷ তার পরই তিনি মঙ্গলবার রাজ ঠাকরের বাড়িতে যান ৷

Adani meets Raj Thackeray
এমএনএস প্রধান রাজ ঠাকরের সঙ্গে শিল্পপতি গৌতম আদানি

স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, আদানি কেন মহারাষ্ট্রের রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করছেন ? তাৎপর্যপূর্ণ ভাবে তাঁর সঙ্গে বৈঠক সেরেই রাজ দেবেন্দ্র ফড়নবীশের বাসভবনে চলে যান ৷ আর সেখান থেকেই গোটা বিষয়টির মধ্যে কোনও নতুন রাজনৈতিক অঙ্ক রয়েছে কি না, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷

অন্যদিকে রাজনৈতিক মহলের একটা অংশ বলছে যে ফড়নবীশের সঙ্গে রাজ ঠাকরের বৈঠক মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিতে পারে ৷ সামনেই বৃহন্মুম্বই পৌরনিগমের ভোট (BMC Elections) রয়েছে৷ সেই ভোটে বিজেপি ও শিন্ডে সেনার সঙ্গে রাজের দলের জোট হতে পারে বলেও মনে করা হচ্ছে ৷ সেই নিয়েই রাজ-দেবেন্দ্রর বৈঠক বলে মহারাষ্ট্রের রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন ৷

তবে এই প্রথম নয়, এর আগেও ফড়নবীশের সঙ্গে রাজের বৈঠক হয়েছে ৷ গত বছরের অক্টোবরে ওই বৈঠক হয় ৷ ওই মাসে এই দুই রাজনৈতিক নেতা দু’বার বৈঠক করেছিলেন ৷ তাছাড়া ওই অক্টোবরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গেও রাজের বৈঠক হয় ৷ সেই বৈঠকেও ফড়নবীশ উপস্থিত ছিলেন ৷

আরও পড়ুন: শিল্প সম্মেলনে কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে ‘মোদির বন্ধু’ আদানি

মুম্বই (মহারাষ্ট্র), 11 জানুয়ারি: একই দিনে দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সভাপতি রাজ ঠাকরে (MNS Chief Raj Thackeray) ৷ মঙ্গলবার মহারাষ্ট্রের (Maharashtra) দাদরে রাজ ঠাকরের বাড়ি শিবতীর্থতে তাঁর সঙ্গে দেখা করেন শিল্পপতি গৌতম আদানি (Industrialist Gautam Adani) ৷ তার পরই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশের (Maharashtra Deputy CM Devendra Fadnavis) সরকারি বাসভবন সাগর বাংলোতে যান রাজ ঠাকরে ৷ দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে বৈঠক হয় ৷

একই দিনে রাজ ঠাকরের সঙ্গে এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষাৎ ঘিরে হইচই পড়ে গিয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে ৷ বিশেষ করে আদানির সঙ্গে তাঁর বৈঠক নিয়েই চর্চা বেশি হচ্ছে ৷ আদানি হঠাৎ করে কেন তাঁর সঙ্গে দেখা করলেন, তা নিয়ে আলোচনা চলছে ৷ প্রশ্ন উঠছে যে তাহলে কি এই বৈঠকের প্রভাব মহারাষ্ট্রের রাজনীতিতে পড়বে ?

তবে শিল্পপতি গৌতম আদানি গত কয়েকদিনে মহারাষ্ট্রের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ৷ সেই তালিকায় রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Maharashtra CM Eknath Shinde), শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে (Shiv Sena chief Uddhav Thackeray) এবং বিজেপি (BJP) নেতা আশিস শেলার ৷ প্রত্যেকের বাসভবনে গিয়ে তিনি সাক্ষাৎ করেন ৷ তার পরই তিনি মঙ্গলবার রাজ ঠাকরের বাড়িতে যান ৷

Adani meets Raj Thackeray
এমএনএস প্রধান রাজ ঠাকরের সঙ্গে শিল্পপতি গৌতম আদানি

স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, আদানি কেন মহারাষ্ট্রের রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করছেন ? তাৎপর্যপূর্ণ ভাবে তাঁর সঙ্গে বৈঠক সেরেই রাজ দেবেন্দ্র ফড়নবীশের বাসভবনে চলে যান ৷ আর সেখান থেকেই গোটা বিষয়টির মধ্যে কোনও নতুন রাজনৈতিক অঙ্ক রয়েছে কি না, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷

অন্যদিকে রাজনৈতিক মহলের একটা অংশ বলছে যে ফড়নবীশের সঙ্গে রাজ ঠাকরের বৈঠক মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিতে পারে ৷ সামনেই বৃহন্মুম্বই পৌরনিগমের ভোট (BMC Elections) রয়েছে৷ সেই ভোটে বিজেপি ও শিন্ডে সেনার সঙ্গে রাজের দলের জোট হতে পারে বলেও মনে করা হচ্ছে ৷ সেই নিয়েই রাজ-দেবেন্দ্রর বৈঠক বলে মহারাষ্ট্রের রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন ৷

তবে এই প্রথম নয়, এর আগেও ফড়নবীশের সঙ্গে রাজের বৈঠক হয়েছে ৷ গত বছরের অক্টোবরে ওই বৈঠক হয় ৷ ওই মাসে এই দুই রাজনৈতিক নেতা দু’বার বৈঠক করেছিলেন ৷ তাছাড়া ওই অক্টোবরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গেও রাজের বৈঠক হয় ৷ সেই বৈঠকেও ফড়নবীশ উপস্থিত ছিলেন ৷

আরও পড়ুন: শিল্প সম্মেলনে কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে ‘মোদির বন্ধু’ আদানি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.