ETV Bharat / bharat

Prashant Kishor : মুম্বইয়ে শরদ পাওয়ারের সঙ্গে পিকে-র বৈঠক, উস্কে দিল 'মিশন 2024' জল্পনা - শাহরুখ খানের সঙ্গে প্রশান্ত কিশোরের মধ্যাহ্নভোজ

শুক্রবার মুম্বইয়ে শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গে মধ্যাহ্নভোজের মোড়কে 4 ঘণ্টার বৈঠক সেরেছেন প্রশান্ত কিশোর (Prashant Kishor) ৷ 'অবসর' নেওয়ার কথা বললেও শুক্রবার তাঁর সারাদিনে কর্মসূচি তাঁর 'মিশন 2024' নিয়ে গুঞ্জন তৈরি করেছে ৷ তারপরই সন্ধ্যায় যান শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে দেখা করতে ৷ প্রশান্তের ঘনিষ্টমহল সূত্রে জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং এমকে স্ট্যালিনকে (M. K. Stalin) সমর্থন করা প্রতিটি নেতার সঙ্গেই সাক্ষাৎ করবেন তিনি ৷

শরদ পাওয়ারের সঙ্গে পিকে-র বৈঠক উস্কে দিল 'মিশন 2024' জল্পনা
শরদ পাওয়ারের সঙ্গে পিকে-র বৈঠক উস্কে দিল 'মিশন 2024' জল্পনা
author img

By

Published : Jun 12, 2021, 8:43 AM IST

Updated : Jun 12, 2021, 10:48 AM IST

মুম্বই, 12 জুন : শুক্রবার মুম্বইয়ে শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গে মধ্যাহ্নভোজ সেরেছেন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর (Prashant Kishor) ৷ যদিও সম্প্রতি তিনি সংবাদমাধ্যমে দেওয়া ইন্টারভিউয়ে রাজনৈতিক কৌশলী হিসাবে অবসর নেওয়ার কথা জানিয়েছেন, তারপরও এনসিপি প্রধানের বাড়িতে চার ঘণ্টার এই বৈঠক তাঁর 'মিশন 2024' নিয়ে গুঞ্জন তৈরি করেছে ৷

গতকালই সন্ধ্যায় আবার তিনি শাহরুখ খানের (Shah Rukh Khan) বাড়ি মান্নাতে পৌঁছান ৷ তাঁর ঘনিষ্টমহল সূত্রে খবর, এই সাক্ষাৎকে 'সৌজন্য সাক্ষাৎ' বলে প্রশান্ত জানিয়েছেন, শাহরুখের সঙ্গে প্রশান্তের আলাপ করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এবং কিং খান বছর তিনেকের বেশি সময়ের বন্ধু ৷ এরকম দেখা-সাক্ষাৎ তাঁদের প্রায়ই হয় ৷ তবে শাহরুখের রাজনীতিতে আসার গুজব উড়িয়ে দিয়েছেন তিনি ৷ পাশাপাশি তাঁকে নিয়ে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা সিনেমা তৈরি করবে বলে যে কানাঘুষো শোনা যাচ্ছিল তাও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে প্রশান্তের ঘনিষ্টমহলের তরফে ৷

তবে যেটা জানা গিয়েছে তা হল, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে নির্বাচনের পর প্রশান্তের শুক্রবারের সূচি ছিল অনেকটা ধন্যবাদ জ্ঞাপন সাক্ষাৎ ৷ সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজয়ী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং এমকে স্ট্যালিনকে (M. K. Stalin) সমর্থন করা নেতাদের সঙ্গে দেখা করবেন প্রশান্ত ৷ এটা তারই অঙ্গ ৷ এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এরপর কী প্রশান্ত অখিলেশ যাদব, সঞ্জয় রাউতদের সঙ্গেও দেখা করবেন ? তা হয়তো ক্রমশ প্রকাশ্য ৷

তবে অনুমান করা হচ্ছে, আগামী 24-র নির্বাচনে নরেন্দ্র মোদির বিরোধী শিবির প্রস্তুতি নিয়ে নিয়েছে ৷ মোদিকে চ্যালেঞ্জ জানাতে একটি যৌথ বিরোধী প্রার্থীর কথা ভাবা হচ্ছে ৷ শুক্রবারে প্রশান্তের এই বৈঠক সেই সম্পর্কিত হওয়ার সম্ভাবনাই প্রবল ৷

এ প্রসঙ্গেই রাজ্যে তৃতীয়বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর 2024-এ তাঁর প্রধানমন্ত্রী প্রার্থী হওয়া না হওয়া নিয়ে মমতা বলেছিলেন, "আমার মনে হয় আমরা সবাই মিলে 2024-এর লড়াইটা লড়তে পারি ৷ কিন্তু এখন কোভিডের বিরুদ্ধে লড়াই-ই প্রধান ৷"

আরও পড়ুন : মমতার হাতে মুকুলের রাজনৈতিক ভাগ্য...

দেশে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পর প্রশান্ত সংবাদমাধ্যামকে জানিয়েছেন, তিনি রাজনৈতিক কৌশলী হিসাবে অবসর নেবেন ৷ তিনি বলেন, "আমি যা করছি তা চালিয়ে যেতে চাই না । যথেষ্ট কাজ করেছি । এবার কিছুটা বিরতি নেওয়া প্রয়োজন ৷ জীবনে অন্যান্য কিছুও করার আছে । এই জায়গাটা এবার ছাড়তে চাই ৷" নীতীশ কুমারের সঙ্গে তিক্ততার পর তিনি আবার রাজনীতিতে যোগ দেওয়া না দেওয়ার প্রশ্নে বলেছিলেন, "আমি একজন ব্যর্থ রাজনীতিক । এবার আমাকে দেখতে হবে আমাকে কী করতে হবে ৷"

আরও পড়ুন : আজ 44তম জিএসটি বৈঠক করবেন নির্মলা সীতারমন

মুম্বই, 12 জুন : শুক্রবার মুম্বইয়ে শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গে মধ্যাহ্নভোজ সেরেছেন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর (Prashant Kishor) ৷ যদিও সম্প্রতি তিনি সংবাদমাধ্যমে দেওয়া ইন্টারভিউয়ে রাজনৈতিক কৌশলী হিসাবে অবসর নেওয়ার কথা জানিয়েছেন, তারপরও এনসিপি প্রধানের বাড়িতে চার ঘণ্টার এই বৈঠক তাঁর 'মিশন 2024' নিয়ে গুঞ্জন তৈরি করেছে ৷

গতকালই সন্ধ্যায় আবার তিনি শাহরুখ খানের (Shah Rukh Khan) বাড়ি মান্নাতে পৌঁছান ৷ তাঁর ঘনিষ্টমহল সূত্রে খবর, এই সাক্ষাৎকে 'সৌজন্য সাক্ষাৎ' বলে প্রশান্ত জানিয়েছেন, শাহরুখের সঙ্গে প্রশান্তের আলাপ করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এবং কিং খান বছর তিনেকের বেশি সময়ের বন্ধু ৷ এরকম দেখা-সাক্ষাৎ তাঁদের প্রায়ই হয় ৷ তবে শাহরুখের রাজনীতিতে আসার গুজব উড়িয়ে দিয়েছেন তিনি ৷ পাশাপাশি তাঁকে নিয়ে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা সিনেমা তৈরি করবে বলে যে কানাঘুষো শোনা যাচ্ছিল তাও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে প্রশান্তের ঘনিষ্টমহলের তরফে ৷

তবে যেটা জানা গিয়েছে তা হল, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে নির্বাচনের পর প্রশান্তের শুক্রবারের সূচি ছিল অনেকটা ধন্যবাদ জ্ঞাপন সাক্ষাৎ ৷ সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজয়ী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং এমকে স্ট্যালিনকে (M. K. Stalin) সমর্থন করা নেতাদের সঙ্গে দেখা করবেন প্রশান্ত ৷ এটা তারই অঙ্গ ৷ এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এরপর কী প্রশান্ত অখিলেশ যাদব, সঞ্জয় রাউতদের সঙ্গেও দেখা করবেন ? তা হয়তো ক্রমশ প্রকাশ্য ৷

তবে অনুমান করা হচ্ছে, আগামী 24-র নির্বাচনে নরেন্দ্র মোদির বিরোধী শিবির প্রস্তুতি নিয়ে নিয়েছে ৷ মোদিকে চ্যালেঞ্জ জানাতে একটি যৌথ বিরোধী প্রার্থীর কথা ভাবা হচ্ছে ৷ শুক্রবারে প্রশান্তের এই বৈঠক সেই সম্পর্কিত হওয়ার সম্ভাবনাই প্রবল ৷

এ প্রসঙ্গেই রাজ্যে তৃতীয়বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর 2024-এ তাঁর প্রধানমন্ত্রী প্রার্থী হওয়া না হওয়া নিয়ে মমতা বলেছিলেন, "আমার মনে হয় আমরা সবাই মিলে 2024-এর লড়াইটা লড়তে পারি ৷ কিন্তু এখন কোভিডের বিরুদ্ধে লড়াই-ই প্রধান ৷"

আরও পড়ুন : মমতার হাতে মুকুলের রাজনৈতিক ভাগ্য...

দেশে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পর প্রশান্ত সংবাদমাধ্যামকে জানিয়েছেন, তিনি রাজনৈতিক কৌশলী হিসাবে অবসর নেবেন ৷ তিনি বলেন, "আমি যা করছি তা চালিয়ে যেতে চাই না । যথেষ্ট কাজ করেছি । এবার কিছুটা বিরতি নেওয়া প্রয়োজন ৷ জীবনে অন্যান্য কিছুও করার আছে । এই জায়গাটা এবার ছাড়তে চাই ৷" নীতীশ কুমারের সঙ্গে তিক্ততার পর তিনি আবার রাজনীতিতে যোগ দেওয়া না দেওয়ার প্রশ্নে বলেছিলেন, "আমি একজন ব্যর্থ রাজনীতিক । এবার আমাকে দেখতে হবে আমাকে কী করতে হবে ৷"

আরও পড়ুন : আজ 44তম জিএসটি বৈঠক করবেন নির্মলা সীতারমন

Last Updated : Jun 12, 2021, 10:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.