আগ্রা (উত্তরপ্রদেশ), 25 এপ্রিল: আগ্রায় নিখোঁজ দুই শিশু উদ্ধার হল কুলারের মধ্যে থেকে ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রার ইরাদত নগর থানা এলাকায় ৷ পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় 7 ও 9 বছরের দুই শিশু ইরাদত নগর এলাকায় খারি নদীর পাড়ে খেলছিল ৷ সেখান থেকেই তারা নিখোঁজ হয়ে যায় ৷ পরিবারের লোকজন পুলিশে খবর দেয় ৷ পুলিশ এই ঘটনায় একাধিক দল গঠন করে শিশু দু’টির খোঁজ শুরু করে ৷ তল্লাশিতেই শিশু দু’টিকে একটি খোলা কুলারের কাঠামোর ভিতরে ঘুমন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ ৷
জানা গিয়েছে, শিশু দু’টি বিকেলে বাড়ির পাশেই নদীর পাড়ে খেলছিল ৷ সন্ধ্যে হয়ে যাওয়ায় বাড়ির লোকজন তাদের ডাকতে যায় ৷ কিন্তু, সেখানে গিয়ে শিশু দু’টির কোনও হদিশ পাননি অভিভাবকরা ৷ এই ঘটনায় প্রথমে বাড়ি লোকজন এবং প্রতিবেশীরা আশেপাশে খোঁজ খবর শুরু করে ৷ কিন্তু, কোথাও তাদের পাওয়া যায়নি ৷ আতঙ্কিত অভিভাবকরা দ্রুত পুলিশে খবর দেয় ৷ দুই শিশুর বাড়ির সামনে থেকে আচমকা নিখোঁজ হওয়ার খবর দেয়ে ইরাদত থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে ৷ একাধিক দল গঠন করে শিশু দু’টির খোঁজ শুরু করে পুলিশ ৷
আরও পড়ুন: টাকা ও সোনা নিয়ে অন্য মহিলার সঙ্গে নিখোঁজ স্বামী, 6 মাস ধরে খুঁজছেন স্ত্রী
সন্ধ্যে থেকে রাত পর্যন্ত চলে তল্লাশি অভিযান ৷ রাতে একটি মিলে তল্লাশি চালানোর সময় পুলিশ একটি পরিত্যক্ত কুলার দেখতে পায় সেখানে ৷ তবে, কুলারটি খোলা ছিল ৷ আর তার বাইরের কাঠামোর ভিতরে শিশু দু’টিকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায় ৷ জানা গিয়েছে, বাচ্চা দু’টি খেলতে খেলতে কিছুটা দূরে চলে এসেছিল ৷ তারা ওই মিলের পাশের রাখা কুলারের ভিতরে ঢুকে খেলছিল ৷ কিন্তু, ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে শিশু দু’টি ৷ পুলিশ তাদের উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিয়েছে ৷ পুলিশের এই তৎপরতায় খুশি ইরাদত নগরের মানুষজন ৷ সকলেই পুলিশের এই তৎপর ভূমিকার প্রশংসা করেছে ৷