ETV Bharat / bharat

Brahma Mishra Dies : মুম্বইয়ের আবাসনে মিলল ‘মির্জাপুর’-খ্যাত অভিনেতার মৃতদেহ - Brahma Mishra Dies in Mumbai home

মুম্বইয়ের আবাসন থেকে উদ্ধার হল ‘মির্জাপুর’ ওয়েব সিরিজের অভিনেতা ব্রহ্ম মিশ্রের মৃতদেহ (Brahma Mishra died in Mumbai) ৷ আজ ভারসোভায় তাঁর ফ্ল্যাট থেকে তাঁর অর্ধগলিত দেহ উদ্ধার করে পুলিশ । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কুপার হাসপাতালে ৷ মাঞ্জি: দ্য মাউন্টেন ম্যান, কেশরির মতো সিনেমাতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে ৷

Actor Brahma Mishra Death
অভিনেতা ব্রহ্মস্বরূপ মিশ্রের মৃত্যু
author img

By

Published : Dec 2, 2021, 6:50 PM IST

মুম্বই, 2 ডিসেম্বর : মুম্বইয়ের আবাসন থেকে উদ্ধার হল ‘মির্জাপুর’ ওয়েব সিরিজের অভিনেতা ব্রহ্মস্বরূপ মিশ্রের মৃতদেহ (Brahma Mishra Dies in Mumbai home) ৷ আজ ভারসোভায় তাঁর ফ্ল্যাট থেকে তাঁর অর্ধগলিত দেহ উদ্ধার করে পুলিশ । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কুপার হাসপাতালে ৷ মাঞ্জি: দ্য মাউন্টেন ম্যান, কেশরির মতো সিনেমাতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে ৷

অভিনেতা দিব্যেন্দু ইনস্টাগ্রামে প্রথম এই ঘটনার কথা প্রত্যেককে জানান ৷ তিনি লিখেছেন, ‘‘RIP ব্রহ্ম মিশ্র । আমাদের ললিত আর নেই । আসুন সবাই ওর জন্য প্রার্থনা করি ৷’’ ‘সুপার 30’, ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’র মতো সিনেমায় অভিনয় করলেও মির্জাপুর ওয়েব সিরিজে ললিতের চরিত্রই তাঁকে জনপ্রিয়তা এনে দেয় ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউডে ৷

মুম্বই, 2 ডিসেম্বর : মুম্বইয়ের আবাসন থেকে উদ্ধার হল ‘মির্জাপুর’ ওয়েব সিরিজের অভিনেতা ব্রহ্মস্বরূপ মিশ্রের মৃতদেহ (Brahma Mishra Dies in Mumbai home) ৷ আজ ভারসোভায় তাঁর ফ্ল্যাট থেকে তাঁর অর্ধগলিত দেহ উদ্ধার করে পুলিশ । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কুপার হাসপাতালে ৷ মাঞ্জি: দ্য মাউন্টেন ম্যান, কেশরির মতো সিনেমাতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে ৷

অভিনেতা দিব্যেন্দু ইনস্টাগ্রামে প্রথম এই ঘটনার কথা প্রত্যেককে জানান ৷ তিনি লিখেছেন, ‘‘RIP ব্রহ্ম মিশ্র । আমাদের ললিত আর নেই । আসুন সবাই ওর জন্য প্রার্থনা করি ৷’’ ‘সুপার 30’, ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’র মতো সিনেমায় অভিনয় করলেও মির্জাপুর ওয়েব সিরিজে ললিতের চরিত্রই তাঁকে জনপ্রিয়তা এনে দেয় ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউডে ৷

Actor Brahma Mishra Death
এক ফ্রেমে মুন্না-ললিত

আরও পড়ুন : Shantau Maitra on covid dead : কোভিডে হারানো স্বজনদের শ্রদ্ধা জানাতে গোমুখ থেকে গঙ্গাসাগর সাইকেল যাত্রা শান্তনু মৈত্রর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.