ETV Bharat / bharat

Himachal Pradesh Landslide :হিমাচলে ভয়াবহ ভূমিধস, মৃত্যুর কয়েক মুহূর্ত আগেই ছবি পোস্ট ডাক্তারের - হিমাচল প্রদেশে ভূমিধসের খবর

হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধসের (Himachal Pradesh Landslide) প্রাণ গিয়েছে 9 পর্যটকের ৷ তাঁদের মধ্যে ছিলেন এক মহিলা ডাক্তার (Doctor Died) ৷ মৃত্যুর কয়েক মুহূর্ত আগে টুইটারে ছবি পোস্ট করেছিলেন তিনি ৷ সেই ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷

Minutes Before She Died In Himachal Pradesh Landslide, Doctor Tweeted This Photo
হিমাচলে ভয়াবহ ভূমিধস, মৃত্যুর কয়েক মুহূর্ত আগেই ছবি পোস্ট ডাক্তারের
author img

By

Published : Jul 26, 2021, 3:37 PM IST

জয়পুর, 26 জুলাই: দিব্যি ভ্রমণে বেড়িয়েছিলেন ৷ কাঁধে ব্যাগ আর গলায় ক্যামেরা নিয়ে ঘুরছিলেন হিমাচলপ্রদেশের পাহাড়ি রাস্তায় ৷ তারই মাঝে সুযোগ পেলেই ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় স্টেটাস আপডেট ৷ পেশাগত ব্যস্ততা ভুলে এক অদ্ভুত আনন্দে বুঁদ হয়েছিলেন জয়পুরের মহিলা ডাক্তার (Doctor Died) দীপা শর্মা ৷ কিন্তু সেই সুখ কপালে সইল না ৷ তাঁর জীবনে নেমে এল চরম বিপর্যয় ৷ কিন্নড় জেলার পাহাড়ে ভয়াবহ ভূমিধসে (Himachal Pradesh Landslide) মুহূর্তে শেষ হয়ে যায় 9 পর্যটকের প্রাণ ৷ তাঁদেরই মধ্যে ছিলেন সেই ডাক্তার সাহেবাও ৷

Minutes Before She Died In Himachal Pradesh Landslide, Doctor Tweeted This Photo
হিমাচলে ভয়াবহ ভূমিধস, মৃত্যুর কয়েক মুহূর্ত আগেই ছবি পোস্ট ডাক্তারের

এই খবরটি যখন এল, তখন সোশ্যাল মিডিয়ায় জ্বলজ্বল করছে তাঁর শেষ পোস্ট ৷ টুইটারে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশন তিনি লিখেছেন, "... হিমাচলের এই শেষ পয়েন্ট পর্যন্ত ভারতে সাধারণ নাগরিকদের যাতায়াতের জন্য অনুমতি রয়েছে ৷ সেখানেই দাঁড়িয়ে আছি ৷" মর্মান্তিক দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগে তোলা সেই ছবি ৷

34 বছরের ডা. দীপা শর্মার টুইটার অ্যাকাউন্টে চোখ রাখলে পরপর ধরা পড়বে তাঁর হিমাচল প্রদেশ সফরের নানা ছবি ৷ 25 জুলাই বেলা একটা নাগাদ তিনি নাগাস্টি আইটিবিপি চেকপোস্টে তোলা সেই ছবিটি পোস্ট করেন ৷ আর বাস্তেরির কাছে সাংলা-চিৎকুল এলাকায় বেলা 1.25-এ হয় প্রবল ভূমিধস ৷ ধসের জেরে একটি সেতুও ভেঙে পড়ে ৷ ক্ষতিগ্রস্ত হয় বহু গাড়ি ৷

  • OMG. Can’t believe that Deepa is no more. I have been told that she died in a landslide today. Till 8hrs ago she was sending photos from Himalayas. Such a lively, aware person. Have no words. May God give her family strength. Prayers. ॐ शांति। https://t.co/M0hoeNVuYP

    — Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) July 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কৃষি আইনের প্রতিবাদে দিল্লির রাস্তায় ট্র্যাক্টর চালালেন রাহুল

এই ঘটনার আগের দিনের পোস্টেই দীপা ক্যাপশনে লিখেছিলেন, "প্রকৃতি মাকে ছাড়া জীবন কিছুই নয় ৷" সেই প্রকৃতির রোষে পড়ে তারই কোলে মাথা রেখে চিরবিশ্রামে চলে গেলেন ডাক্তার শর্মা ৷

  • हे ईश्वर😢🙏हिमाचल के भूस्खलन में तुम्हारी मृत्यु के समाचार पर भरोसा ही नहीं कर पा रहा हूँ @kvKutir में औषधीय पेड़ों को लगाने का तुम्हारा आग्रह रह-रहकर याद आ रहा है।जयपुर में तुम्हारे परिवार के साथ मुलाक़ात का वादा पूरा करना था मुझे कि तुम ने राह बदल ली।तुम्हें शांति मिले दीपा🙏 https://t.co/NnIoNSu0PW

    — Dr Kumar Vishvas (@DrKumarVishwas) July 25, 2021 \" class="align-text-top noRightClick twitterSection" data=" \"> \

মৃত্যু সবসময়েই হৃদয়বিদারক ৷ তবে এমন প্রাণবন্ত একটা মেয়ের এ ভাবে চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না নেট নাগরিকরা ৷ সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন অনেকেই ৷

আরও পড়ুন: কঠিনতম যুদ্ধের স্মৃতি রোমন্থন কার্গিলের শহিদের গর্বিত বাবার

ভয়াবহ সেই ভূমিধস যাঁরা প্রত্যক্ষ করেছেন, তাঁদের আতঙ্ক এখনও কাটছে না ৷ তাঁদের কথায়, পাহাড় ভেঙে বিরাট বিরাট বোল্ডার গড়িয়ে নিচের দিকে নেমে আসে ৷ তারই ধাক্কায় সেতুর একটি অংশ নদীতে গিয়ে পড়ে ৷ ধসের জেরে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ৷ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু 2 লাখ টাকা ও জখমদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷

জয়পুর, 26 জুলাই: দিব্যি ভ্রমণে বেড়িয়েছিলেন ৷ কাঁধে ব্যাগ আর গলায় ক্যামেরা নিয়ে ঘুরছিলেন হিমাচলপ্রদেশের পাহাড়ি রাস্তায় ৷ তারই মাঝে সুযোগ পেলেই ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় স্টেটাস আপডেট ৷ পেশাগত ব্যস্ততা ভুলে এক অদ্ভুত আনন্দে বুঁদ হয়েছিলেন জয়পুরের মহিলা ডাক্তার (Doctor Died) দীপা শর্মা ৷ কিন্তু সেই সুখ কপালে সইল না ৷ তাঁর জীবনে নেমে এল চরম বিপর্যয় ৷ কিন্নড় জেলার পাহাড়ে ভয়াবহ ভূমিধসে (Himachal Pradesh Landslide) মুহূর্তে শেষ হয়ে যায় 9 পর্যটকের প্রাণ ৷ তাঁদেরই মধ্যে ছিলেন সেই ডাক্তার সাহেবাও ৷

Minutes Before She Died In Himachal Pradesh Landslide, Doctor Tweeted This Photo
হিমাচলে ভয়াবহ ভূমিধস, মৃত্যুর কয়েক মুহূর্ত আগেই ছবি পোস্ট ডাক্তারের

এই খবরটি যখন এল, তখন সোশ্যাল মিডিয়ায় জ্বলজ্বল করছে তাঁর শেষ পোস্ট ৷ টুইটারে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশন তিনি লিখেছেন, "... হিমাচলের এই শেষ পয়েন্ট পর্যন্ত ভারতে সাধারণ নাগরিকদের যাতায়াতের জন্য অনুমতি রয়েছে ৷ সেখানেই দাঁড়িয়ে আছি ৷" মর্মান্তিক দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগে তোলা সেই ছবি ৷

34 বছরের ডা. দীপা শর্মার টুইটার অ্যাকাউন্টে চোখ রাখলে পরপর ধরা পড়বে তাঁর হিমাচল প্রদেশ সফরের নানা ছবি ৷ 25 জুলাই বেলা একটা নাগাদ তিনি নাগাস্টি আইটিবিপি চেকপোস্টে তোলা সেই ছবিটি পোস্ট করেন ৷ আর বাস্তেরির কাছে সাংলা-চিৎকুল এলাকায় বেলা 1.25-এ হয় প্রবল ভূমিধস ৷ ধসের জেরে একটি সেতুও ভেঙে পড়ে ৷ ক্ষতিগ্রস্ত হয় বহু গাড়ি ৷

  • OMG. Can’t believe that Deepa is no more. I have been told that she died in a landslide today. Till 8hrs ago she was sending photos from Himalayas. Such a lively, aware person. Have no words. May God give her family strength. Prayers. ॐ शांति। https://t.co/M0hoeNVuYP

    — Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) July 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কৃষি আইনের প্রতিবাদে দিল্লির রাস্তায় ট্র্যাক্টর চালালেন রাহুল

এই ঘটনার আগের দিনের পোস্টেই দীপা ক্যাপশনে লিখেছিলেন, "প্রকৃতি মাকে ছাড়া জীবন কিছুই নয় ৷" সেই প্রকৃতির রোষে পড়ে তারই কোলে মাথা রেখে চিরবিশ্রামে চলে গেলেন ডাক্তার শর্মা ৷

  • हे ईश्वर😢🙏हिमाचल के भूस्खलन में तुम्हारी मृत्यु के समाचार पर भरोसा ही नहीं कर पा रहा हूँ @kvKutir में औषधीय पेड़ों को लगाने का तुम्हारा आग्रह रह-रहकर याद आ रहा है।जयपुर में तुम्हारे परिवार के साथ मुलाक़ात का वादा पूरा करना था मुझे कि तुम ने राह बदल ली।तुम्हें शांति मिले दीपा🙏 https://t.co/NnIoNSu0PW

    — Dr Kumar Vishvas (@DrKumarVishwas) July 25, 2021 \" class="align-text-top noRightClick twitterSection" data=" \"> \

মৃত্যু সবসময়েই হৃদয়বিদারক ৷ তবে এমন প্রাণবন্ত একটা মেয়ের এ ভাবে চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না নেট নাগরিকরা ৷ সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন অনেকেই ৷

আরও পড়ুন: কঠিনতম যুদ্ধের স্মৃতি রোমন্থন কার্গিলের শহিদের গর্বিত বাবার

ভয়াবহ সেই ভূমিধস যাঁরা প্রত্যক্ষ করেছেন, তাঁদের আতঙ্ক এখনও কাটছে না ৷ তাঁদের কথায়, পাহাড় ভেঙে বিরাট বিরাট বোল্ডার গড়িয়ে নিচের দিকে নেমে আসে ৷ তারই ধাক্কায় সেতুর একটি অংশ নদীতে গিয়ে পড়ে ৷ ধসের জেরে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ৷ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু 2 লাখ টাকা ও জখমদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.