জয়পুর, 26 জুলাই: দিব্যি ভ্রমণে বেড়িয়েছিলেন ৷ কাঁধে ব্যাগ আর গলায় ক্যামেরা নিয়ে ঘুরছিলেন হিমাচলপ্রদেশের পাহাড়ি রাস্তায় ৷ তারই মাঝে সুযোগ পেলেই ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় স্টেটাস আপডেট ৷ পেশাগত ব্যস্ততা ভুলে এক অদ্ভুত আনন্দে বুঁদ হয়েছিলেন জয়পুরের মহিলা ডাক্তার (Doctor Died) দীপা শর্মা ৷ কিন্তু সেই সুখ কপালে সইল না ৷ তাঁর জীবনে নেমে এল চরম বিপর্যয় ৷ কিন্নড় জেলার পাহাড়ে ভয়াবহ ভূমিধসে (Himachal Pradesh Landslide) মুহূর্তে শেষ হয়ে যায় 9 পর্যটকের প্রাণ ৷ তাঁদেরই মধ্যে ছিলেন সেই ডাক্তার সাহেবাও ৷
এই খবরটি যখন এল, তখন সোশ্যাল মিডিয়ায় জ্বলজ্বল করছে তাঁর শেষ পোস্ট ৷ টুইটারে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশন তিনি লিখেছেন, "... হিমাচলের এই শেষ পয়েন্ট পর্যন্ত ভারতে সাধারণ নাগরিকদের যাতায়াতের জন্য অনুমতি রয়েছে ৷ সেখানেই দাঁড়িয়ে আছি ৷" মর্মান্তিক দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগে তোলা সেই ছবি ৷
-
Life is nothing without mother nature. ❤️ pic.twitter.com/5URLVYJ6oJ
— Dr.Deepa Sharma (@deepadoc) July 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Life is nothing without mother nature. ❤️ pic.twitter.com/5URLVYJ6oJ
— Dr.Deepa Sharma (@deepadoc) July 24, 2021Life is nothing without mother nature. ❤️ pic.twitter.com/5URLVYJ6oJ
— Dr.Deepa Sharma (@deepadoc) July 24, 2021
34 বছরের ডা. দীপা শর্মার টুইটার অ্যাকাউন্টে চোখ রাখলে পরপর ধরা পড়বে তাঁর হিমাচল প্রদেশ সফরের নানা ছবি ৷ 25 জুলাই বেলা একটা নাগাদ তিনি নাগাস্টি আইটিবিপি চেকপোস্টে তোলা সেই ছবিটি পোস্ট করেন ৷ আর বাস্তেরির কাছে সাংলা-চিৎকুল এলাকায় বেলা 1.25-এ হয় প্রবল ভূমিধস ৷ ধসের জেরে একটি সেতুও ভেঙে পড়ে ৷ ক্ষতিগ্রস্ত হয় বহু গাড়ি ৷
-
OMG. Can’t believe that Deepa is no more. I have been told that she died in a landslide today. Till 8hrs ago she was sending photos from Himalayas. Such a lively, aware person. Have no words. May God give her family strength. Prayers. ॐ शांति। https://t.co/M0hoeNVuYP
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) July 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">OMG. Can’t believe that Deepa is no more. I have been told that she died in a landslide today. Till 8hrs ago she was sending photos from Himalayas. Such a lively, aware person. Have no words. May God give her family strength. Prayers. ॐ शांति। https://t.co/M0hoeNVuYP
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) July 25, 2021OMG. Can’t believe that Deepa is no more. I have been told that she died in a landslide today. Till 8hrs ago she was sending photos from Himalayas. Such a lively, aware person. Have no words. May God give her family strength. Prayers. ॐ शांति। https://t.co/M0hoeNVuYP
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) July 25, 2021
আরও পড়ুন: কৃষি আইনের প্রতিবাদে দিল্লির রাস্তায় ট্র্যাক্টর চালালেন রাহুল
এই ঘটনার আগের দিনের পোস্টেই দীপা ক্যাপশনে লিখেছিলেন, "প্রকৃতি মাকে ছাড়া জীবন কিছুই নয় ৷" সেই প্রকৃতির রোষে পড়ে তারই কোলে মাথা রেখে চিরবিশ্রামে চলে গেলেন ডাক্তার শর্মা ৷
-
हे ईश्वर😢🙏हिमाचल के भूस्खलन में तुम्हारी मृत्यु के समाचार पर भरोसा ही नहीं कर पा रहा हूँ @kvKutir में औषधीय पेड़ों को लगाने का तुम्हारा आग्रह रह-रहकर याद आ रहा है।जयपुर में तुम्हारे परिवार के साथ मुलाक़ात का वादा पूरा करना था मुझे कि तुम ने राह बदल ली।तुम्हें शांति मिले दीपा🙏 https://t.co/NnIoNSu0PW
— Dr Kumar Vishvas (@DrKumarVishwas) July 25, 2021 \" class="align-text-top noRightClick twitterSection" data="
\">हे ईश्वर😢🙏हिमाचल के भूस्खलन में तुम्हारी मृत्यु के समाचार पर भरोसा ही नहीं कर पा रहा हूँ @kvKutir में औषधीय पेड़ों को लगाने का तुम्हारा आग्रह रह-रहकर याद आ रहा है।जयपुर में तुम्हारे परिवार के साथ मुलाक़ात का वादा पूरा करना था मुझे कि तुम ने राह बदल ली।तुम्हें शांति मिले दीपा🙏 https://t.co/NnIoNSu0PW
— Dr Kumar Vishvas (@DrKumarVishwas) July 25, 2021
\हे ईश्वर😢🙏हिमाचल के भूस्खलन में तुम्हारी मृत्यु के समाचार पर भरोसा ही नहीं कर पा रहा हूँ @kvKutir में औषधीय पेड़ों को लगाने का तुम्हारा आग्रह रह-रहकर याद आ रहा है।जयपुर में तुम्हारे परिवार के साथ मुलाक़ात का वादा पूरा करना था मुझे कि तुम ने राह बदल ली।तुम्हें शांति मिले दीपा🙏 https://t.co/NnIoNSu0PW
— Dr Kumar Vishvas (@DrKumarVishwas) July 25, 2021
মৃত্যু সবসময়েই হৃদয়বিদারক ৷ তবে এমন প্রাণবন্ত একটা মেয়ের এ ভাবে চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না নেট নাগরিকরা ৷ সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন অনেকেই ৷
আরও পড়ুন: কঠিনতম যুদ্ধের স্মৃতি রোমন্থন কার্গিলের শহিদের গর্বিত বাবার
ভয়াবহ সেই ভূমিধস যাঁরা প্রত্যক্ষ করেছেন, তাঁদের আতঙ্ক এখনও কাটছে না ৷ তাঁদের কথায়, পাহাড় ভেঙে বিরাট বিরাট বোল্ডার গড়িয়ে নিচের দিকে নেমে আসে ৷ তারই ধাক্কায় সেতুর একটি অংশ নদীতে গিয়ে পড়ে ৷ ধসের জেরে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ৷ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু 2 লাখ টাকা ও জখমদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷