ETV Bharat / bharat

Minor Girl Body Recovers in Bihar: বিহারে শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ

শিশুকে যৌন নির্যাতনের পর খুনের অভিযোগ উঠল বিহারের সহরসা জেলায় (Minor Girl Body Recovers in Bihar) ৷ ঘটনায় প্রতিবেশীর জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছে মৃত শিশুর পরিবার ৷

Minor Girl Body Recovers in Bihar ETV BHARAT
Minor Girl Body Recovers in Bihar
author img

By

Published : Mar 19, 2023, 11:24 AM IST

সহরসা (বিহার), 19 মার্চ: বিহারের সহরসায় 6 বছরের এক শিশুর দেহ উদ্ধার করল পুলিশ ৷ সালখুয়া থানার পুলিশ ভুট্টা ক্ষেতের ভিতর থেকে শিশুটির দেহ উদ্ধার করেছে ৷ অভিযোগ উঠেছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে (Minor Girl Rapes and Murdered in Saharsa) ৷ ঘটনায় এক প্রতিবেশীর জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ এনেছে মৃত শিশুর পরিবার ৷ জানা গিয়েছে, গত 16 মার্চ শিশুটিকে চকলেট খাওয়ানো নাম করে বাড়ি থেকে বাইরে নিয়ে গিয়েছিল অভিযুক্ত ৷ তারপর থেকেই নিখোঁজ ছিল নাবালিকা ৷ শেশমেশ শনিবার রাতে পুলিশ তার দেহ উদ্ধার করেছে ৷ তবে পরিবারের তরফে এখনও এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

সূত্রের খবর, গত 16 মার্চ বৃহস্পতিবার অভিযুক্ত শিশুটির বাড়িতে আসে ৷ সেখানেই খাওয়া-দাওয়া করে ৷ এরপর বছর 6’র ওই শিশুটিকে চকলেট খাওয়ানোর নাম করে বাড়ি থেকে নিয়ে যা. ৷ কিন্তু, তারপর থেকে নিখোঁজ হয়ে যায় ওই শিশুটি ৷ গত 2 দিন ধরে শিশুটির খোঁজ করছিলেন পরিবারের সদস্যরা ৷ তাঁরা সলখুয়া থানায় নিখোঁজ হওয়ার একটি অভিযোগও দায়ের করেছিল ৷ কিন্তু, শিশুটির কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ এরই মধ্যে শনিবার গ্রামের একটি ভু্ট্টা ক্ষেতে কাজ করা মহিলা শিশুর দেহ পড়ে থাকতে দেখেন ৷

ওই মহিলাই স্থানীয়দের বিষয়টি জানালে খবর দেওয়া হয় পুলিশে ৷ শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ কিন্তু, পুলিশের তরফে দাবি করা হয়েছে মৃত শিশুর পরিবারের তরফে কোনও ধর্ষণ বা খুনের মামলা রুজু করানো হয়নি ৷ ফলে থানায় লিখিত অভিযোগ দায়ের হলেই ঘটনায় পরবর্তী তদন্ত করা হবে বলে জানিয়েছেন সলখুয়া থানার আধিকারিক ৷ মৃত শিশুর পরিবারের তরফে যৌন নির্যাতনের পর খুনের অভিযোগ তোলা হয়েছে প্রতিবেশীর জামাইয়ের বিরুদ্ধে ৷

আরও পড়ুন: নাবালিকাকে যৌন নির্যাতন, 12 ঘণ্টার মধ্যে গ্রেফতার অভিযুক্ত যুবক

পরিবারের তরফে অভিযোগ দায়ের না হওয়া ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও চর্চা হচ্ছে । একটি শিশুর অস্বাভাবাকি মৃত্যুর ঘটনায় পুলিশ কেন স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করছে না ? এমনকী পরিবারের সদস্যদের অভিযোগ দায়ের করানোর কথাও বা কেন বলা হয়নি পুলিশের তরফে ? অভিযুক্ত ব্যক্তির খোঁজ মিলছে না।

সহরসা (বিহার), 19 মার্চ: বিহারের সহরসায় 6 বছরের এক শিশুর দেহ উদ্ধার করল পুলিশ ৷ সালখুয়া থানার পুলিশ ভুট্টা ক্ষেতের ভিতর থেকে শিশুটির দেহ উদ্ধার করেছে ৷ অভিযোগ উঠেছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে (Minor Girl Rapes and Murdered in Saharsa) ৷ ঘটনায় এক প্রতিবেশীর জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ এনেছে মৃত শিশুর পরিবার ৷ জানা গিয়েছে, গত 16 মার্চ শিশুটিকে চকলেট খাওয়ানো নাম করে বাড়ি থেকে বাইরে নিয়ে গিয়েছিল অভিযুক্ত ৷ তারপর থেকেই নিখোঁজ ছিল নাবালিকা ৷ শেশমেশ শনিবার রাতে পুলিশ তার দেহ উদ্ধার করেছে ৷ তবে পরিবারের তরফে এখনও এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

সূত্রের খবর, গত 16 মার্চ বৃহস্পতিবার অভিযুক্ত শিশুটির বাড়িতে আসে ৷ সেখানেই খাওয়া-দাওয়া করে ৷ এরপর বছর 6’র ওই শিশুটিকে চকলেট খাওয়ানোর নাম করে বাড়ি থেকে নিয়ে যা. ৷ কিন্তু, তারপর থেকে নিখোঁজ হয়ে যায় ওই শিশুটি ৷ গত 2 দিন ধরে শিশুটির খোঁজ করছিলেন পরিবারের সদস্যরা ৷ তাঁরা সলখুয়া থানায় নিখোঁজ হওয়ার একটি অভিযোগও দায়ের করেছিল ৷ কিন্তু, শিশুটির কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ এরই মধ্যে শনিবার গ্রামের একটি ভু্ট্টা ক্ষেতে কাজ করা মহিলা শিশুর দেহ পড়ে থাকতে দেখেন ৷

ওই মহিলাই স্থানীয়দের বিষয়টি জানালে খবর দেওয়া হয় পুলিশে ৷ শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ কিন্তু, পুলিশের তরফে দাবি করা হয়েছে মৃত শিশুর পরিবারের তরফে কোনও ধর্ষণ বা খুনের মামলা রুজু করানো হয়নি ৷ ফলে থানায় লিখিত অভিযোগ দায়ের হলেই ঘটনায় পরবর্তী তদন্ত করা হবে বলে জানিয়েছেন সলখুয়া থানার আধিকারিক ৷ মৃত শিশুর পরিবারের তরফে যৌন নির্যাতনের পর খুনের অভিযোগ তোলা হয়েছে প্রতিবেশীর জামাইয়ের বিরুদ্ধে ৷

আরও পড়ুন: নাবালিকাকে যৌন নির্যাতন, 12 ঘণ্টার মধ্যে গ্রেফতার অভিযুক্ত যুবক

পরিবারের তরফে অভিযোগ দায়ের না হওয়া ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও চর্চা হচ্ছে । একটি শিশুর অস্বাভাবাকি মৃত্যুর ঘটনায় পুলিশ কেন স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করছে না ? এমনকী পরিবারের সদস্যদের অভিযোগ দায়ের করানোর কথাও বা কেন বলা হয়নি পুলিশের তরফে ? অভিযুক্ত ব্যক্তির খোঁজ মিলছে না।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.