ETV Bharat / bharat

Minor Gangraped in Patna: পটনায় নাবালিকাকে 'গণধর্ষণ', গ্রেফতার তিন অভিযুক্ত - গণধর্ষণ

ফের পটনায় গণধর্ষণের অভিযোগ ৷ এবার এক অটো চালক তার বন্ধুদের সঙ্গে মিলে এইমস থেকে বাড়ি ফেরার পথে এক নাবালিকাকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ (Patna Minor Gangrape case) ।

Minor Gangraped
পটনায় নাবালিকাকে গণধর্ষণ
author img

By

Published : Mar 22, 2023, 11:23 AM IST

পটনা, 22 মার্চ: পটনায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ (Minor Gangraped in Patna)। এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনাটি ঘটেছে শহরের জানিপুর থানা এলাকায় । পটনা এইমস থেকে আত্মীয়ের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ।

অটোচালক জড়িত ঘটনায়: জানা গিয়েছে, নাবালিকা এইমস পটনা থেকে অটোয় ওঠে ৷ সেই অটোয় আরও দুই যুবক ছিল তার সঙ্গে ৷ তারা ভুসৌলা দানাপুরে নেমে গিয়েছিল । এরপর মেয়েটি একা পড়ে যায় । এরপর অটোচালক তাকে বাঘা টোলায় এক হোটেলের কাছে নিয়ে যায় ৷ তাকে অটোচালক বলে, তার মা অসুস্থ এবং হোটেলের ঘরে আছে ৷ এই বলে অটোচালক উপরে হোটেলের ঘরে উঠে যেতে শুরু করে ৷ তারপর নাবালিকাকেও নীচে না বসে উপরে আসতে বলে ৷ নাবালিকা যখন ওই ঘরে নিয়ে যাওয়া হয় সেখানে আগে থেকেই তিন যুবক উপস্থিত ছিল । এরপর ঘর বন্ধ করে সবাই পালাক্রমে নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ ।

সারা রাত রুমে আটকে রেখেছিল: শুধু তাই নয়, সারা রাত একই ঘরে আটকে রেখে নাবালিকাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ । পরের দিন সুযোগ দেখে পালিয়ে যায় নাবালিকা । এই ঘটনায় নির্যাতিতা বাড়ি গিয়ে তার দিদিকে বিষয়টি জানায় ৷ এরপর তার দিদি তাকে নিয়ে জানিপুর থানায় অভিযোগ জানাতে যান । চারজন তাকে গণধর্ষণ করেছে বলে নির্যাতিতা অভিযোগ জানায় । ঘটনাটি 18 মার্চ ঘটে ৷ নির্যাতিতা নাবালিকা লিখিত অভিযোগ করলে 20 মার্চ জানিপুর থানায় একটি মামলা দায়ের করা হয় । পকসো আইনের ধারায় মামলাটি জারি করা হয়েছে । সূত্রের খবর, নাবালিকায় বয়ানের উপর ভিত্তি করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে পুলিশ ৷ এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আরও একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে ৷ মামলার তদন্ত করছে পুলিশ ৷

আরও পড়ুন: 5 বছর ধরে বাবার লালসার শিকার কিশোরী, অপরাধে সহযোগিতা সৎ মায়ের !

পটনা, 22 মার্চ: পটনায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ (Minor Gangraped in Patna)। এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনাটি ঘটেছে শহরের জানিপুর থানা এলাকায় । পটনা এইমস থেকে আত্মীয়ের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ।

অটোচালক জড়িত ঘটনায়: জানা গিয়েছে, নাবালিকা এইমস পটনা থেকে অটোয় ওঠে ৷ সেই অটোয় আরও দুই যুবক ছিল তার সঙ্গে ৷ তারা ভুসৌলা দানাপুরে নেমে গিয়েছিল । এরপর মেয়েটি একা পড়ে যায় । এরপর অটোচালক তাকে বাঘা টোলায় এক হোটেলের কাছে নিয়ে যায় ৷ তাকে অটোচালক বলে, তার মা অসুস্থ এবং হোটেলের ঘরে আছে ৷ এই বলে অটোচালক উপরে হোটেলের ঘরে উঠে যেতে শুরু করে ৷ তারপর নাবালিকাকেও নীচে না বসে উপরে আসতে বলে ৷ নাবালিকা যখন ওই ঘরে নিয়ে যাওয়া হয় সেখানে আগে থেকেই তিন যুবক উপস্থিত ছিল । এরপর ঘর বন্ধ করে সবাই পালাক্রমে নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ ।

সারা রাত রুমে আটকে রেখেছিল: শুধু তাই নয়, সারা রাত একই ঘরে আটকে রেখে নাবালিকাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ । পরের দিন সুযোগ দেখে পালিয়ে যায় নাবালিকা । এই ঘটনায় নির্যাতিতা বাড়ি গিয়ে তার দিদিকে বিষয়টি জানায় ৷ এরপর তার দিদি তাকে নিয়ে জানিপুর থানায় অভিযোগ জানাতে যান । চারজন তাকে গণধর্ষণ করেছে বলে নির্যাতিতা অভিযোগ জানায় । ঘটনাটি 18 মার্চ ঘটে ৷ নির্যাতিতা নাবালিকা লিখিত অভিযোগ করলে 20 মার্চ জানিপুর থানায় একটি মামলা দায়ের করা হয় । পকসো আইনের ধারায় মামলাটি জারি করা হয়েছে । সূত্রের খবর, নাবালিকায় বয়ানের উপর ভিত্তি করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে পুলিশ ৷ এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আরও একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে ৷ মামলার তদন্ত করছে পুলিশ ৷

আরও পড়ুন: 5 বছর ধরে বাবার লালসার শিকার কিশোরী, অপরাধে সহযোগিতা সৎ মায়ের !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.