কোটা, 2 মে: পাঁচমাস আগে কোটার এক নাবালিকাকে অপহরণ করে বিক্রি করে দেওয়া হয়েছিল ৷ একবার নয় দু'বার তাকে বিক্রি করা হয় ৷ অবশেষে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ মঙ্গলবার রাজস্থানের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তরফে জানান হয়েছে, 17 বছর বয়সি ওই কিশোরী দশম শ্রেণির পরীক্ষা শেষে ঘুরতে গিয়েছিল, সেখান থেকেই সে নিখোঁজ হয়ে যায় ৷ পরে তাকে খুঁজে পায় রেল পুলিশ ৷ এমনকি বন্দি অবস্থায় ওই কিশোরী একবার আত্মহত্যার চেষ্টা করে বলেও জানিয়েছেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন কনিজ ফতিমা ৷
ঘটনাক্রম যা জানা গিয়েছে তা হল, মধ্যপ্রদেশের কাটনিতে বাড়ি ওই নাবালিকার ৷ 5 মাস আগে দশম শ্রেণির পরীক্ষা শেষ হওয়ার পর সে ঘুরতে বেরিয়েছিল ৷ যখন সে কাটনি রেল স্টেশনে অপেক্ষা করছিল, তখন কয়েকজন যুবক এসে তার সঙ্গে ভাব জমায় ৷ কিশোরী তাদের সঙ্গে পাশের একটি পার্কে চলে যায়, সেখানে তাকে খাবার ও পানীয় দেওয়া হয় ৷ কিশোরী জানিয়েছে, সেই পানীয় খেয়ে সে অজ্ঞান হয়ে যায় ৷ এরপর জ্ঞান ফিরলে সে দেখতে পায় তাকে একটি হোটেলের ঘরে বন্দি করে রাখা হয়েছে ৷ উজ্জয়িনীর সেই হোটেলে তার সঙ্গে দুই পুরুষ ও এক মহিলাও ছিল ৷
কিশোরী জানিয়েছে, ওই তিন পুরুষ ও মহিলা মিলে তাকে ধমকায় 27 বছরের এক যুবকের সঙ্গে তার জোর করে বিয়ে দিয়ে দেয় ৷ কিশোরীর দাবি, ওই যুবক তাকে জানিয়েছিল, সে তাকে 2 লক্ষ টাকা দিয়ে কিনেছে ৷ তবে বিয়ের 4 মাস পর কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় ওই যুবক ৷ অভিযোগ, এরপর ওই যুবকের পরিবারের সদস্যরা তাকে কোটার কানওয়াস এলাকার আরেক যুবকের কাছে বিয়ের জন্য বিক্রি করে দেয় ৷ 3 লাখ দিয়ে তাকে দ্বিতীয়বার বিক্রি করা হয় ৷ এরপর ওই কিশোরী আত্মহত্যার চেষ্টাও করে ৷ কিন্তু তাতে সফল না হয়ে সে ওই ব্যক্তির বাড়ি ছেড়ে পালিয়ে যায় ৷
চাইল্ড ওয়েলফেয়ার কমিশনের চেয়ারপার্সন জানিয়েছেন, এরপর পালিয়ে ওই কিশোরী একটি রেল স্টেশনে যায় ও ট্রেনে চেপে কোটার উদ্দেশ্যে রওনা হয়ে যায় ৷ ওই কিশোরীকে রেল স্টেশনে বিধ্বস্ত অবস্থায় দেখে সন্দেহ হয় রেল পুলিশের ৷ সোমবার সকালে তাকে উদ্ধার করে রেল পুলিশ ৷ খবর চেওয়া হয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে ৷ এরপর কমিটির তরফে নাবালিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, অনেক খুঁজেও মেয়ের সন্ধান না পেয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ এতদিন পর তার সন্ধান মিলল ৷
আরও পড়ুন: রাজস্থান সীমান্তে অভিযান, বিএসএফ-এর গুলিতে মৃত 2 পাক অনুপ্রবেশকারী