ETV Bharat / bharat

Odisha Minor Rape: স্কুলে গণধর্ষণের চেষ্টা ! রেহাই পেতে ছাদ থেকে ঝাঁপ নাবালিকার - Minor girl critically injured as she jumps off roof

মর্মান্তিক ঘটনাটি ওড়িশার জাজপুরের ৷ বৃষ্টিতে নাবালিকাকে স্কুলে রাতটা কাটিয়ে যেতে বলেছিল কয়েকজন ৷ এই সুযোগে তাকে ধর্ষণের চেষ্টা করে পাঁচ অভিযুক্ত ৷ শেষ পর্যন্ত রেহাই পেতে ছাদ থেকে ঝাঁপ দেয় নাবালিকা (Minor girl jumps off roof to escape gang-rape) ।

odisha minor school gang rape
নাবালিকা ধর্ষণ
author img

By

Published : Jul 19, 2022, 9:39 AM IST

Updated : Jul 19, 2022, 12:31 PM IST

জাজপুর, 19 জুলাই: গণধর্ষণের হাত থেকে বাঁচতে ছাদ থেকে ঝাঁপ দিল নাবালিকা ৷ সোমবার ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুর জেলার একটি স্কুলে (Minor girl critically injured as she jumps off roof to escape gang rape in Jajpur Odisha) ৷ মর্মান্তিক এই ঘটনার পর নাবালিকাকে কলিঙ্গ নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তার শারীরিক অবস্থা সংকটজনক, জানিয়েছে পুলিশ ৷ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল বলে তাকে এবং তার ভাইকে স্কুলে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছিল অভিযুক্ত পাঁচ জন ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকা কেওনঝাড়ের বাসিন্দা ৷ রবিবার রাতে সে তার ভাইকে নিয়ে বোনের বাড়ি সুকিন্দা ক্রোমিত ভ্যালিতে (Sukinda Chromite Valley) যাচ্ছিল ৷ তারা বাস থেকে নামার সময় প্রবল বৃষ্টি হচ্ছিল ৷ সেই সময় একদল লোক তাদের সেই রাতে বৃষ্টি না-থামা পর্যন্ত স্কুলে থেকে যেতে বলে ৷

আরও পড়ুন: ছ'মাসের গর্ভবতী নাবালিকা, ঐতিহাসিক রায়ে অস্ত্রোপচারের নির্দেশ কেরল হাইকোর্টের

তারা সেইমতো রবিবার রাতে স্কুলেই আশ্রয় নেয় ৷ গভীর রাতে অভিযুক্ত পাঁচজন সেখানে এসে ভাইকে বেধড়ক মারধর করে এবং স্কুল থেকে পালিয়ে যেতে বাধ্য করে ৷ এরপর নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করলে সে ছুটে স্কুলের ছাদে চলে যায় এবং সেখান থেকে ঝাঁপ দেয় ৷ এতে সে মারাত্মক ভাবে জখম হয়েছে, জানিয়েছে পুলিশ ৷

এদিকে ভাইয়ের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছয় এবং পুলিশকে সব জানায় ৷ গ্রামে পৌঁছে পুলিশ তাদের উদ্ধার করে নাবালিকাকে হাসপাতালে ভর্তি করে ৷ ভাইয়ের বয়ান অনুযায়ী 5 জনকে আটক করেছে পুলিশ ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জানিয়েছেন কলিঙ্গ নগর পুলিশ স্টেশনের আইআইসি পি বি রাউত ৷

জাজপুর, 19 জুলাই: গণধর্ষণের হাত থেকে বাঁচতে ছাদ থেকে ঝাঁপ দিল নাবালিকা ৷ সোমবার ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুর জেলার একটি স্কুলে (Minor girl critically injured as she jumps off roof to escape gang rape in Jajpur Odisha) ৷ মর্মান্তিক এই ঘটনার পর নাবালিকাকে কলিঙ্গ নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তার শারীরিক অবস্থা সংকটজনক, জানিয়েছে পুলিশ ৷ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল বলে তাকে এবং তার ভাইকে স্কুলে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছিল অভিযুক্ত পাঁচ জন ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকা কেওনঝাড়ের বাসিন্দা ৷ রবিবার রাতে সে তার ভাইকে নিয়ে বোনের বাড়ি সুকিন্দা ক্রোমিত ভ্যালিতে (Sukinda Chromite Valley) যাচ্ছিল ৷ তারা বাস থেকে নামার সময় প্রবল বৃষ্টি হচ্ছিল ৷ সেই সময় একদল লোক তাদের সেই রাতে বৃষ্টি না-থামা পর্যন্ত স্কুলে থেকে যেতে বলে ৷

আরও পড়ুন: ছ'মাসের গর্ভবতী নাবালিকা, ঐতিহাসিক রায়ে অস্ত্রোপচারের নির্দেশ কেরল হাইকোর্টের

তারা সেইমতো রবিবার রাতে স্কুলেই আশ্রয় নেয় ৷ গভীর রাতে অভিযুক্ত পাঁচজন সেখানে এসে ভাইকে বেধড়ক মারধর করে এবং স্কুল থেকে পালিয়ে যেতে বাধ্য করে ৷ এরপর নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করলে সে ছুটে স্কুলের ছাদে চলে যায় এবং সেখান থেকে ঝাঁপ দেয় ৷ এতে সে মারাত্মক ভাবে জখম হয়েছে, জানিয়েছে পুলিশ ৷

এদিকে ভাইয়ের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছয় এবং পুলিশকে সব জানায় ৷ গ্রামে পৌঁছে পুলিশ তাদের উদ্ধার করে নাবালিকাকে হাসপাতালে ভর্তি করে ৷ ভাইয়ের বয়ান অনুযায়ী 5 জনকে আটক করেছে পুলিশ ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জানিয়েছেন কলিঙ্গ নগর পুলিশ স্টেশনের আইআইসি পি বি রাউত ৷

Last Updated : Jul 19, 2022, 12:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.