ETV Bharat / bharat

Alleged Murder of Minor Girl: বেগুসরাইতে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের অভিযোগ - POCSO

বেগুসরাইয়ের বীরপুরে নাবালিকাকে যৌন নির্যাতনের পর খুনের অভিযোগ ৷ এমনকি ঘটনাটিকে আত্মহত্যা প্রমাণ করতে নাবালিকার দেহ সিলিং থেকে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছে মৃতার পরিবার ৷ পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

Minor Girl Allege Murder in Bihar ETV BHARAT
Minor Girl Allege Murder in Bihar
author img

By

Published : Apr 8, 2023, 9:26 PM IST

বেগুসরাই, 8 এপ্রিল: বিহারের বেগুসরাইতে এক নাবালিকাকে যৌন নির্যাতনের পর খুনের অভিযোগ উঠল ৷ শনিবার এই ঘটনা সামনে এসেছে ৷ ঘটনায় বেগুসরাইয়ের বীরপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃত নাবালিকার পরিবার ৷ ঘটনায় কোনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি ৷ যার জেরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে ৷ জানা গিয়েছে, বিষয়টিকে আত্মহত্যার রূপ দিতে ওই নাবালিকাকে খুনের পর, তার বাড়ির সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয় ৷ পুলিশ নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় ওই নাবালিকা বাড়িতে একাই ছিল ৷ নাবালিকার মা সেই সময় বাইরে গম পিষিয়ে আনতে গিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন ৷ সেই সুযোগে কেউ বা কারা বাড়িতে ঢুকে তাঁর মেয়ের উপর অত্যাচার চালায় বলে অভিযোগ ৷ এরপর প্রমাণ লোপাট করতে নাবালিককে শ্বাসরোধ করে খুন করা হয় ৷ বিষয়টিকে আত্মহত্যার রূপ দিতে দেহ ঘরের সিলিং থেকে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন মৃত নাবালিকার মা ৷ তিনি বাড়িতে ফিরে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান ৷

পুলিশকে পরিবারের সদস্যরা জানিয়েছেন, মেয়ের দেহ দেখে সন্দেহ হয় তাঁদের ৷ পুলিশে অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে পকসো আইনে যৌন নির্যাতন এবং খুনের মামলা রুজু করেছে ৷ নাবালিকার দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ৷ সেই রিপোর্ট এলেই যৌন নির্যাতন এবং খুনের বিষয়টি পরিষ্কার হবে ৷ ঘটনায় স্থানীয় ও নাবালিকার প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ ওই বাড়িতে বা আশেপাশে ঘটনার সময় বা পরে সন্দেহভাজন কাউকে দেখা গিয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে ৷

আরও পড়ুন: ক্লাসরুমেই ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার তিন অভিযুক্ত

অন্যদিকে, নাবালিকার মৃত্যুর এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার না করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে ৷ কিন্তু , পুলিশ ঘটনাটি সংবেদনশীল বলে, এখনই কোনও পদক্ষেপ নিতে নারাজ ৷ তাঁরা মেডিক্যাল রিপোর্টের জন্য অপেক্ষা করছে ৷ এ নিয়ে বেগুসরাই সদরের ডিএসপি অমিত কুমার জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট না এলে তাঁরা কোনও কিছুই নিশ্চিত করে বলতে পারবেন না ৷ তবে, প্রাথমিক তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে ৷ লোকজনকে জিজ্ঞাসাবাদ চলছে ৷

বেগুসরাই, 8 এপ্রিল: বিহারের বেগুসরাইতে এক নাবালিকাকে যৌন নির্যাতনের পর খুনের অভিযোগ উঠল ৷ শনিবার এই ঘটনা সামনে এসেছে ৷ ঘটনায় বেগুসরাইয়ের বীরপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃত নাবালিকার পরিবার ৷ ঘটনায় কোনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি ৷ যার জেরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে ৷ জানা গিয়েছে, বিষয়টিকে আত্মহত্যার রূপ দিতে ওই নাবালিকাকে খুনের পর, তার বাড়ির সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয় ৷ পুলিশ নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় ওই নাবালিকা বাড়িতে একাই ছিল ৷ নাবালিকার মা সেই সময় বাইরে গম পিষিয়ে আনতে গিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন ৷ সেই সুযোগে কেউ বা কারা বাড়িতে ঢুকে তাঁর মেয়ের উপর অত্যাচার চালায় বলে অভিযোগ ৷ এরপর প্রমাণ লোপাট করতে নাবালিককে শ্বাসরোধ করে খুন করা হয় ৷ বিষয়টিকে আত্মহত্যার রূপ দিতে দেহ ঘরের সিলিং থেকে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন মৃত নাবালিকার মা ৷ তিনি বাড়িতে ফিরে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান ৷

পুলিশকে পরিবারের সদস্যরা জানিয়েছেন, মেয়ের দেহ দেখে সন্দেহ হয় তাঁদের ৷ পুলিশে অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে পকসো আইনে যৌন নির্যাতন এবং খুনের মামলা রুজু করেছে ৷ নাবালিকার দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ৷ সেই রিপোর্ট এলেই যৌন নির্যাতন এবং খুনের বিষয়টি পরিষ্কার হবে ৷ ঘটনায় স্থানীয় ও নাবালিকার প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ ওই বাড়িতে বা আশেপাশে ঘটনার সময় বা পরে সন্দেহভাজন কাউকে দেখা গিয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে ৷

আরও পড়ুন: ক্লাসরুমেই ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার তিন অভিযুক্ত

অন্যদিকে, নাবালিকার মৃত্যুর এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার না করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে ৷ কিন্তু , পুলিশ ঘটনাটি সংবেদনশীল বলে, এখনই কোনও পদক্ষেপ নিতে নারাজ ৷ তাঁরা মেডিক্যাল রিপোর্টের জন্য অপেক্ষা করছে ৷ এ নিয়ে বেগুসরাই সদরের ডিএসপি অমিত কুমার জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট না এলে তাঁরা কোনও কিছুই নিশ্চিত করে বলতে পারবেন না ৷ তবে, প্রাথমিক তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে ৷ লোকজনকে জিজ্ঞাসাবাদ চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.