ETV Bharat / bharat

Died by Suicide: 'মেয়েদের প্রেমে পড়লে পস্তাবেন', ভিডিয়োয় দাবি করে আত্মঘাতী নাবালক

প্রেমের ব্যাপারে কি ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠছে যুবসমাজ ? প্রশ্নটা আরও একবার উঠল। নাবালিকা প্রেমিকা বিয়েতে রাজি না হওয়ায় নিজেকে শেষ করে দিল ঝাড়খণ্ডের নাবালক! তড়িঘড়ি দেহ দাহ করল পরিবার ৷ ঘটনার তদন্তে পুলিশ ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jul 27, 2023, 9:52 AM IST

Updated : Jul 27, 2023, 10:01 AM IST

পালামৌ (ঝাড়খণ্ড),27 জুলাই: কোনও মেয়ের প্রেমে পড়লে পস্তাবেন ৷ সোশাল মিডিয়ার বন্ধুদের এমনই উপদেশ দিল এক নাবালক ৷ শুধু তাই নয়, রীতীমতো ভিডিয়ো কল করে প্রেমে পড়া নিয়ে বন্ধুদের সতর্কও করল ! আশ্চর্যের বিষয়, এই ঘটনার দু'দিন পর 16 বছরের ওই নাবালক আত্মহত্যা করেছে ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পলামৌর উন্টারি রোড থানার লাহার বানজারি গ্রামে ৷

পুলিশ সূত্রে খবর, একটি মেয়ের সঙ্গে নাবালকের প্রেমের সম্পর্ক ছিল ৷ তাকে বিয়ের জন্যও অনুরোধ করেছিল নাবালক ৷ কিন্তু মেয়েটি জানিয়েছিল সে বিয়ের জন্য প্রস্তুত নয় ৷ এরপর ছেলেটি পুরো বিষয়টি তার বন্ধু ও অন্যান্যদের বলেছিল ৷ মেয়েটি এরপরও তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় মানসিক চাপে দিন কাটাচ্ছিল নাবালক ৷ শেষমেশ নিজেকে শেষ করে দিল নাবালক। মেয়েটির বাড়ি পলামুর চৌনপুরে ৷

আরও পড়ুন : মোবাইলে সেলফি মোডে রেখে আত্মঘাতী কলেজ ছাত্রী

জানা গিয়েছে, মঙ্গলবার আত্মহত্যার চেষ্টা করে ওই নাবালক ৷ এরপর গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে গাড়োয়ার মানঝিয়ান হাসপাতালে ভর্তি করে ৷ নাবালকের অবস্থা আশঙ্কাজনক দেখে সেখানকার চিকিৎসকরা তাকে গাড়োয়া সদর হাসপাতালে রেফার করেন ৷ কিন্তু তাতেও শেষরক্ষা হল না। বুধবার চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয় ৷ এরপর আত্মীয়-পরিজনরা তড়িঘড়ি নাবালকের শেষকৃত্য সম্পন্ন করে দেন ৷

খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, এই লাহার বানজারি গ্রাম ও তার আশপাশের এলাকায় গত দেড় মাসের মধ্যে প্রেমের সম্পর্কের জেরে প্রায় আধডজন ছেলেমেয়ে আত্মহত্যা করেছে ৷ এদের মধ্যে প্রেমিক যুগলও রয়েছে ৷ এই আধডজন আত্মহত্যাকারীদের মধ্যে তিনজন আত্মহত্যার আগে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিল ৷ এই ঘটনাগুলির মধ্যে কোনও যোগাযোগ আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন : সোশাল মিডিয়ায় ভিডিয়ো কলিংয়ের ফাঁদে পড়ে আত্মঘাতী যুবক

পালামৌ (ঝাড়খণ্ড),27 জুলাই: কোনও মেয়ের প্রেমে পড়লে পস্তাবেন ৷ সোশাল মিডিয়ার বন্ধুদের এমনই উপদেশ দিল এক নাবালক ৷ শুধু তাই নয়, রীতীমতো ভিডিয়ো কল করে প্রেমে পড়া নিয়ে বন্ধুদের সতর্কও করল ! আশ্চর্যের বিষয়, এই ঘটনার দু'দিন পর 16 বছরের ওই নাবালক আত্মহত্যা করেছে ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পলামৌর উন্টারি রোড থানার লাহার বানজারি গ্রামে ৷

পুলিশ সূত্রে খবর, একটি মেয়ের সঙ্গে নাবালকের প্রেমের সম্পর্ক ছিল ৷ তাকে বিয়ের জন্যও অনুরোধ করেছিল নাবালক ৷ কিন্তু মেয়েটি জানিয়েছিল সে বিয়ের জন্য প্রস্তুত নয় ৷ এরপর ছেলেটি পুরো বিষয়টি তার বন্ধু ও অন্যান্যদের বলেছিল ৷ মেয়েটি এরপরও তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় মানসিক চাপে দিন কাটাচ্ছিল নাবালক ৷ শেষমেশ নিজেকে শেষ করে দিল নাবালক। মেয়েটির বাড়ি পলামুর চৌনপুরে ৷

আরও পড়ুন : মোবাইলে সেলফি মোডে রেখে আত্মঘাতী কলেজ ছাত্রী

জানা গিয়েছে, মঙ্গলবার আত্মহত্যার চেষ্টা করে ওই নাবালক ৷ এরপর গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে গাড়োয়ার মানঝিয়ান হাসপাতালে ভর্তি করে ৷ নাবালকের অবস্থা আশঙ্কাজনক দেখে সেখানকার চিকিৎসকরা তাকে গাড়োয়া সদর হাসপাতালে রেফার করেন ৷ কিন্তু তাতেও শেষরক্ষা হল না। বুধবার চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয় ৷ এরপর আত্মীয়-পরিজনরা তড়িঘড়ি নাবালকের শেষকৃত্য সম্পন্ন করে দেন ৷

খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, এই লাহার বানজারি গ্রাম ও তার আশপাশের এলাকায় গত দেড় মাসের মধ্যে প্রেমের সম্পর্কের জেরে প্রায় আধডজন ছেলেমেয়ে আত্মহত্যা করেছে ৷ এদের মধ্যে প্রেমিক যুগলও রয়েছে ৷ এই আধডজন আত্মহত্যাকারীদের মধ্যে তিনজন আত্মহত্যার আগে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিল ৷ এই ঘটনাগুলির মধ্যে কোনও যোগাযোগ আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন : সোশাল মিডিয়ায় ভিডিয়ো কলিংয়ের ফাঁদে পড়ে আত্মঘাতী যুবক

Last Updated : Jul 27, 2023, 10:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.