নয়াদিল্লি, 11 ডিসেম্বর: নির্মাণস্থল থেকে একটি ভারী লোহার টুকরো মাথায় পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক নাবালকের (Minor Boy Dies)৷ পুলিশ রবিবার দিল্লির এই ঘটনার কথা জানিয়েছে (Delhi News)।
রবিবার সকালে পুস্তা রোডের 18 নম্বর ঠোকারের কাছে ফ্লাইওভারের নিচে দুর্ঘটনাটি ঘটেছে । দিল্লি-দেরাদুন ফ্লাইওভারে নির্মাণের কাজ চলছিল ৷ তার থেকে লোহার একটি টুকরো খুলে ফেলা হচ্ছিল ৷ সেই সময়ই আচমকা লোহার টুকরোটি ছিটকে পড়ে এবং ওই নাবালকের মাথায় এসে পড়ে । সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে ৷
আরও পড়ুন: বরফের চাদরে ঢাকল ভূস্বর্গ, দেখুন ভিডিয়ো...
নাবালকের দেহ মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) এবং ময়নাতদন্তের জন্য এসডিএন হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে পুলিশ ৷ জানানো হয়েছে, সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার ঠিকাদারের বিরুদ্ধে আইপিসি ধারা 304 (এ)-এর অধীনে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷