ETV Bharat / bharat

Minor Boy Dies: ফ্লাইওভারে নির্মাণ কাজের সময় মাথায় লোহার টুকরো পড়ে মর্মান্তিক মৃত্যু নাবালকের - নাবালকের মৃত্যু

ফ্লাইওভারের নির্মাণ কাজের সময় মাথায় লোহার টুকরো পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক নাবালকের (Minor Boy Dies)৷ রবিবার দিল্লিতে ঘটে এই দুর্ঘটনা ৷

Minor boy dies in Delhi after iron piece from flyover construction site falls on his head
ফ্লাইওভারের নির্মাণ কাজের সময় মাথায় লোহার টুকরো পড়ে মর্মান্তিক মৃত্যু নাবালকের
author img

By

Published : Dec 11, 2022, 8:00 PM IST

নয়াদিল্লি, 11 ডিসেম্বর: নির্মাণস্থল থেকে একটি ভারী লোহার টুকরো মাথায় পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক নাবালকের (Minor Boy Dies)৷ পুলিশ রবিবার দিল্লির এই ঘটনার কথা জানিয়েছে (Delhi News)।

রবিবার সকালে পুস্তা রোডের 18 নম্বর ঠোকারের কাছে ফ্লাইওভারের নিচে দুর্ঘটনাটি ঘটেছে । দিল্লি-দেরাদুন ফ্লাইওভারে নির্মাণের কাজ চলছিল ৷ তার থেকে লোহার একটি টুকরো খুলে ফেলা হচ্ছিল ৷ সেই সময়ই আচমকা লোহার টুকরোটি ছিটকে পড়ে এবং ওই নাবালকের মাথায় এসে পড়ে । সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে ৷

আরও পড়ুন: বরফের চাদরে ঢাকল ভূস্বর্গ, দেখুন ভিডিয়ো...

নাবালকের দেহ মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) এবং ময়নাতদন্তের জন্য এসডিএন হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে পুলিশ ৷ জানানো হয়েছে, সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার ঠিকাদারের বিরুদ্ধে আইপিসি ধারা 304 (এ)-এর অধীনে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷

নয়াদিল্লি, 11 ডিসেম্বর: নির্মাণস্থল থেকে একটি ভারী লোহার টুকরো মাথায় পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক নাবালকের (Minor Boy Dies)৷ পুলিশ রবিবার দিল্লির এই ঘটনার কথা জানিয়েছে (Delhi News)।

রবিবার সকালে পুস্তা রোডের 18 নম্বর ঠোকারের কাছে ফ্লাইওভারের নিচে দুর্ঘটনাটি ঘটেছে । দিল্লি-দেরাদুন ফ্লাইওভারে নির্মাণের কাজ চলছিল ৷ তার থেকে লোহার একটি টুকরো খুলে ফেলা হচ্ছিল ৷ সেই সময়ই আচমকা লোহার টুকরোটি ছিটকে পড়ে এবং ওই নাবালকের মাথায় এসে পড়ে । সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে ৷

আরও পড়ুন: বরফের চাদরে ঢাকল ভূস্বর্গ, দেখুন ভিডিয়ো...

নাবালকের দেহ মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) এবং ময়নাতদন্তের জন্য এসডিএন হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে পুলিশ ৷ জানানো হয়েছে, সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার ঠিকাদারের বিরুদ্ধে আইপিসি ধারা 304 (এ)-এর অধীনে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.