ETV Bharat / bharat

Medical Oxygen Supply: ভোল বদলে ফিরছে করোনা ! অক্সিজেন সরবরাহ অটুট রাখার নির্দেশ কেন্দ্রের - স্বাস্থ্য মন্ত্রক

আবার ভয় দেখাচ্ছে করোনা (Corona) ৷ এই প্রেক্ষাপটে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠিয়ে অক্সিজেনের সরবরাহ (Medical Oxygen Supply) অটুট রাখার নির্দেশ দিল কেন্দ্র (Center) ৷ চিঠিতে বেশ কিছু নির্দেশ দিল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare) ৷

Ministry of Health and Family Welfare writes letter to all states and Union Territories to ensure Medical Oxygen Supply
ফাইল ছবি ৷
author img

By

Published : Dec 24, 2022, 4:34 PM IST

নয়াদিল্লি, 24 ডিসেম্বর: বিশ্বের অন্যান্য দেশে ফের একবার করোনার (Corona) দাপট শুরু হতেই সতর্ক ভারত ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় দেশজুড়ে অক্সিজেনের আকাল হয়েছিল ৷ বহু রোগীর প্রাণ গিয়েছিল শুধুমাত্র অক্সিজেনের অভাবে ৷ সেই পরিস্থিতিতে যাতে আবার তৈরি না-হয়, তা নিশ্চিত করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠাল কেন্দ্র (Center) ৷ শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয় ৷ তাতে বলা হয়েছে, হাসপাতালগুলিতে যাতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহে (Medical Oxygen Supply) কোনও সমস্যা না-হয়, তা এখন থেকেই নিশ্চিত করতে হবে ৷ প্রস্তুত থাকতে হবে যে কোনও আপদকালীন পরিস্থিতির জন্য ৷

প্রতিবেশী চিনে ইতিমধ্য়েই আবারও চড়চড়িয়ে বাড়ছে করোনার সংক্রমণ ৷ সেই তুলনায় ভারতের পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে ৷ কিন্তু, ছবিটা যে হঠাৎ করে বদলে যাবে না, এমন নিশ্চয়তা কারও পক্ষেই দেওয়া সম্ভব নয় ৷ আর সেই কারণেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্বাস্থ্য পরিকাঠামো এখন থেকেই অতিমারি মোকাবিলার উপযোগী করে রাখতে বদ্ধপরিকর কেন্দ্র ৷

আরও পড়ুন: চিন, জাপান-সহ পাঁচটি দেশ-ফেরৎ বিমানযাত্রীদের আরটি-পিসিআর বাধ্যতামূলক, জানাল স্বাস্থ্যমন্ত্রক

স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ, অক্সিজেন উৎপাদনকারী পিএসএ কেন্দ্রগুলিকে (Pressure Swing Adsorption Oxygen Generating Plants) সম্পর্ণভাবে সচল রাখতে হবে ৷ এই কেন্দ্রগুলির কর্মক্ষমতা যাচাই করতে নিয়মিত 'মক ড্রিল' করতে হবে ৷ সমস্ত ধরনের চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে যাতে 'লিকুইড মেডিক্যাল অক্সিজেন' সরবরাহ অব্যাহত থাকে, চিঠিতে তাও নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সরকার ও প্রশাসনকে ৷

অতিমারির বাড়বাড়ন্তের সময় অক্সিজেন সরবরাহ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সারতে বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছিল ৷ সেগুলিকে অবিলম্বে ফের চালু করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ সব মিলিয়ে বছর শেষের এবং নতুন বছরের উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই ফের একবার বেড়েছে কোভিড তৎপরতা ৷ যেমন, ইতিমধ্যেই চিন-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে ভারতে আসা বিমানযাত্রীদের ক্ষেত্রে আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে ৷ এইসব দেশ থেকে আসা যাত্রীদের সকলকেই পূরণ করতে হচ্ছে 'এয়ার সুবিধা' ফর্ম ৷

নয়াদিল্লি, 24 ডিসেম্বর: বিশ্বের অন্যান্য দেশে ফের একবার করোনার (Corona) দাপট শুরু হতেই সতর্ক ভারত ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় দেশজুড়ে অক্সিজেনের আকাল হয়েছিল ৷ বহু রোগীর প্রাণ গিয়েছিল শুধুমাত্র অক্সিজেনের অভাবে ৷ সেই পরিস্থিতিতে যাতে আবার তৈরি না-হয়, তা নিশ্চিত করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠাল কেন্দ্র (Center) ৷ শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয় ৷ তাতে বলা হয়েছে, হাসপাতালগুলিতে যাতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহে (Medical Oxygen Supply) কোনও সমস্যা না-হয়, তা এখন থেকেই নিশ্চিত করতে হবে ৷ প্রস্তুত থাকতে হবে যে কোনও আপদকালীন পরিস্থিতির জন্য ৷

প্রতিবেশী চিনে ইতিমধ্য়েই আবারও চড়চড়িয়ে বাড়ছে করোনার সংক্রমণ ৷ সেই তুলনায় ভারতের পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে ৷ কিন্তু, ছবিটা যে হঠাৎ করে বদলে যাবে না, এমন নিশ্চয়তা কারও পক্ষেই দেওয়া সম্ভব নয় ৷ আর সেই কারণেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্বাস্থ্য পরিকাঠামো এখন থেকেই অতিমারি মোকাবিলার উপযোগী করে রাখতে বদ্ধপরিকর কেন্দ্র ৷

আরও পড়ুন: চিন, জাপান-সহ পাঁচটি দেশ-ফেরৎ বিমানযাত্রীদের আরটি-পিসিআর বাধ্যতামূলক, জানাল স্বাস্থ্যমন্ত্রক

স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ, অক্সিজেন উৎপাদনকারী পিএসএ কেন্দ্রগুলিকে (Pressure Swing Adsorption Oxygen Generating Plants) সম্পর্ণভাবে সচল রাখতে হবে ৷ এই কেন্দ্রগুলির কর্মক্ষমতা যাচাই করতে নিয়মিত 'মক ড্রিল' করতে হবে ৷ সমস্ত ধরনের চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে যাতে 'লিকুইড মেডিক্যাল অক্সিজেন' সরবরাহ অব্যাহত থাকে, চিঠিতে তাও নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সরকার ও প্রশাসনকে ৷

অতিমারির বাড়বাড়ন্তের সময় অক্সিজেন সরবরাহ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সারতে বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছিল ৷ সেগুলিকে অবিলম্বে ফের চালু করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ সব মিলিয়ে বছর শেষের এবং নতুন বছরের উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই ফের একবার বেড়েছে কোভিড তৎপরতা ৷ যেমন, ইতিমধ্যেই চিন-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে ভারতে আসা বিমানযাত্রীদের ক্ষেত্রে আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে ৷ এইসব দেশ থেকে আসা যাত্রীদের সকলকেই পূরণ করতে হচ্ছে 'এয়ার সুবিধা' ফর্ম ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.