নয়াদিল্লি, 5 জানুয়ারি: ওড়িশায় সম্প্রতি একে একে তিন রুশ নাগরিকের মৃত্যু হয়েছে (Three Russian Death) ৷ স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে চর্চা শুরু হয়েছে নানা মহলে ৷ অনেকেই তিনটি মৃত্যুর ঘটনাকে এক সূত্রে বাঁধার চেষ্টা করছেন ৷ অনেকেরই মনে হচ্ছে, এসবের পিছনে গভীর রহস্য রয়েছে ৷ কিন্তু, এখনই এই বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে নারাজ কেন্দ্রীয় সরকার ৷ বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs) পক্ষ থেকে সরকারের এই অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে ৷ সরকারের বক্তব্য, সবক'টি ঘটনারই তদন্ত চলছে ৷ সেই কাজ শেষ হলেই এই তিনটি মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ৷
এদিন আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে এ নিয়ে মুখ খোলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (Arindam Bagchi) ৷ তিনি বলেন, "ওড়িশায় যে রুশ নাগরিকদের মৃত্যু হয়েছে, ইতিমধ্যেই সেই ঘটনাগুলির তদন্ত শুরু করা হয়েছে ৷ আমরা জানি, ওড়িশা উপকূল লাগোয়া আন্তর্জাতিক জলভাগ থেকে এক রুশ নাবিকের দেহ উদ্ধার করা হয়েছে ৷ যাবতীয় নিয়ম-কানুন পালনের জন্য তাঁর দেহ পারাদ্বীপে নিয়ে যাওয়া হয়েছে ৷ আমি এই ঘটনাগুলিকে একসঙ্গে জুড়ে দেখতে রাজি নই ৷"
আরও পড়ুন: এবার পুরীতে নিখোঁজ পুতিনবিরোধী রুশ নাগরিক !
যদিও এই তিনটি মৃত্যুর ঘটনা সংশ্লিষ্ট মহলের একাংশের কাছে সন্দেহজনক ও অদ্ভূত বলে মনে হয়েছে ! এদিন তা নিয়েও প্রশ্ন করা হয় অরিন্দম বাগচিকে ৷ জবাবে তিনি বলেন, তাঁর অন্তত এই ঘটনাগুলির মধ্যে কোনও যোগসূত্র চোখে পড়েনি ৷ কারণ, ভারত একটি বিরাট দেশ ৷ সেখানে প্রতিদিন প্রচুর বিদেশি বেড়াতে আসেন ৷ তাই তাঁদের মধ্যে তিনজনের আকস্মিক মৃত্যু খুব অস্বাভাবিক নয় বলেই মনে করছে কেন্দ্র ৷ অরিন্দম অন্তত সরকারের তরফে এমনই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন ৷
প্রসঙ্গত, আগেই ওড়িশার রায়গড়ের হোটেলে দুই পর্যটকের মৃত্যু হয় ৷ তাঁদের মধ্যে একজন আবার রাশিয়ার প্রভাবশালী একজন ব্যক্তি এবং তিনি কট্টর পুতিনবিরোধী বলেও পরিচিত ৷ সেই ব্যক্তি একটি হোটেলের ছাদ থেকে পড়ে গিয়ে মারা যান ৷ এই ঘটনার কয়েকদিন আগে তাঁর এক সফরসঙ্গী একই হোটেলের ঘরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৷ আর এবার উদ্ধার হল এক রুশ নাবিকের দেহ ৷ একটি বাণিজ্যতরীতে চিফ ইঞ্জিনিয়র হিসাবে কর্মরত ছিলেন তিনি ৷