ETV Bharat / bharat

Baramulla : নিশানায় ছিল স্থানীয় দোকানি, বারামুল্লায় জঙ্গিকে নিকেশ করল পুলিশ

author img

By

Published : Oct 28, 2021, 10:28 AM IST

Updated : Oct 28, 2021, 11:08 AM IST

বারামুল্লায় পুলিশের গুলিতে খতম জঙ্গি জাভেদ আহমেদ ওয়ানি ৷ 17 অক্টোবর কাশ্মীরের ওয়ানপোতে বিহারের 2 জন শ্রমিককে খুন করে জঙ্গিরা ৷ সেই হামলায় লস্কর-ই-তৈবার কম্যান্ডার গুলজার আহমদ রেশিকে সহযোগিতা করেছিল জাভেদ ৷ আজ তাকেও শেষ করল কাশ্মীর পুলিশ ৷

জঙ্গি খতম
জঙ্গি খতম

বারামুল্লা, 28 অক্টোবর : আরও এক জঙ্গি নিকেশ হল জম্মু ও কাশ্মীর পুলিশের গুলিতে ৷ নিহত জঙ্গির দলটি উত্তর কাশ্মীরের বারামুল্লায় সেনাবাহিনীর 'এরিয়া ডমিনেশন প্যাট্রল'-এ (Area Domination Patrol, ADP) গুলি চালায় ৷ এরপর পাল্টা গুলির লড়াইয়ে মারা যায় জঙ্গিটি, জানিয়েছে কাশ্মীর পুলিশ ৷ মৃত জঙ্গি বিহারের দুই শ্রমিক খুনে জড়িত ছিল ৷

নিহত জঙ্গির পরিচয় জানিয়ে টুইট করেছে কাশ্মীর পুলিশ (Kashmir Zone Police) ৷ সেখানে জানানো হয়েছে, "নিহত হাইব্রিড জঙ্গির নাম জাভেদ আহমেদ ওয়ানি ৷ সে কুলগাম জেলার বাসিন্দা ৷ 20 অক্টোবর গুলজারকে নামে এক জঙ্গিকে বিহার থেকে আসা 2 জন শ্রমিককে খুন করতে সহযোগিতা করেছিল জাভেদ ৷ ওই শ্রমিকদের ওয়ানপোতে মারা হয় ৷ জঙ্গিটি এবার বারামুল্লায় একজন দোকানদারকে নিশানা বানিয়েছিল ৷" কিছুদিন আগেই পুলিশের গুলিতে মৃত্যু হয় গুলজারের ৷

আরও পড়ুন : J & K Terrorists : পরিযায়ী শ্রমিক হত্যায় জড়িত জঙ্গিদের খতম করল কাশ্মীর পুলিশ

তার কাছ থেকে একটি পিস্তল, বুলেট ভর্তি একটি ম্যাগাজিন এবং পাকিস্তানে তৈরি একটি গ্রেনেড পাওয়া গিয়েছে ৷ জঙ্গির দলটি বারামুল্লায় সেনাবাহিনী ও চেরদারি (Cherdari) পুলিশের উপর চালাতে শুরু করে ৷ সচেতন নিরাপত্তাবাহিনী সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালিয়ে জবাব দেয় ৷ তাতেই মারা গিয়েছে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার বাসিন্দা জাভেদ আহমেদ ওয়ানি (Javed Ahmed Wani) ৷

17 অক্টোবর জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় বিহার থেকে আসা দুই শ্রমিক রাজা রেশি দেব এবং যোগিন্দর রেশি দেবের ৷ আহত হন আরও একজন শ্রমিক চুনচুন রেশি দেব ৷ হামলায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ 21 অক্টোবর একটি টুইটে এই ঘটনায় জড়িত লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba, LeT) জঙ্গি কম্যান্ডার গুলজার আহমদ রেশিকে খতম করার কথা জানায় কাশ্মীরের আইজিপি বিজয় কুমার ৷ তিনি লেখেন, "পুলিশ এবং সেনাবাহিনী কুলগামের এলইটি কম্যান্ডার গুলজার আহমদ রেশিকে খতম করেছে ৷ 17 অক্টোবর ওয়ানপোহতে বিহার থেকে আসা দু'জন গরিব শ্রমিককে মেরে ফেলার ঘটনায় জড়িত আরও একজনকে শেষ করা হয়েছে ৷"

বারামুল্লা, 28 অক্টোবর : আরও এক জঙ্গি নিকেশ হল জম্মু ও কাশ্মীর পুলিশের গুলিতে ৷ নিহত জঙ্গির দলটি উত্তর কাশ্মীরের বারামুল্লায় সেনাবাহিনীর 'এরিয়া ডমিনেশন প্যাট্রল'-এ (Area Domination Patrol, ADP) গুলি চালায় ৷ এরপর পাল্টা গুলির লড়াইয়ে মারা যায় জঙ্গিটি, জানিয়েছে কাশ্মীর পুলিশ ৷ মৃত জঙ্গি বিহারের দুই শ্রমিক খুনে জড়িত ছিল ৷

নিহত জঙ্গির পরিচয় জানিয়ে টুইট করেছে কাশ্মীর পুলিশ (Kashmir Zone Police) ৷ সেখানে জানানো হয়েছে, "নিহত হাইব্রিড জঙ্গির নাম জাভেদ আহমেদ ওয়ানি ৷ সে কুলগাম জেলার বাসিন্দা ৷ 20 অক্টোবর গুলজারকে নামে এক জঙ্গিকে বিহার থেকে আসা 2 জন শ্রমিককে খুন করতে সহযোগিতা করেছিল জাভেদ ৷ ওই শ্রমিকদের ওয়ানপোতে মারা হয় ৷ জঙ্গিটি এবার বারামুল্লায় একজন দোকানদারকে নিশানা বানিয়েছিল ৷" কিছুদিন আগেই পুলিশের গুলিতে মৃত্যু হয় গুলজারের ৷

আরও পড়ুন : J & K Terrorists : পরিযায়ী শ্রমিক হত্যায় জড়িত জঙ্গিদের খতম করল কাশ্মীর পুলিশ

তার কাছ থেকে একটি পিস্তল, বুলেট ভর্তি একটি ম্যাগাজিন এবং পাকিস্তানে তৈরি একটি গ্রেনেড পাওয়া গিয়েছে ৷ জঙ্গির দলটি বারামুল্লায় সেনাবাহিনী ও চেরদারি (Cherdari) পুলিশের উপর চালাতে শুরু করে ৷ সচেতন নিরাপত্তাবাহিনী সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালিয়ে জবাব দেয় ৷ তাতেই মারা গিয়েছে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার বাসিন্দা জাভেদ আহমেদ ওয়ানি (Javed Ahmed Wani) ৷

17 অক্টোবর জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় বিহার থেকে আসা দুই শ্রমিক রাজা রেশি দেব এবং যোগিন্দর রেশি দেবের ৷ আহত হন আরও একজন শ্রমিক চুনচুন রেশি দেব ৷ হামলায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ 21 অক্টোবর একটি টুইটে এই ঘটনায় জড়িত লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba, LeT) জঙ্গি কম্যান্ডার গুলজার আহমদ রেশিকে খতম করার কথা জানায় কাশ্মীরের আইজিপি বিজয় কুমার ৷ তিনি লেখেন, "পুলিশ এবং সেনাবাহিনী কুলগামের এলইটি কম্যান্ডার গুলজার আহমদ রেশিকে খতম করেছে ৷ 17 অক্টোবর ওয়ানপোহতে বিহার থেকে আসা দু'জন গরিব শ্রমিককে মেরে ফেলার ঘটনায় জড়িত আরও একজনকে শেষ করা হয়েছে ৷"

Last Updated : Oct 28, 2021, 11:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.