ETV Bharat / bharat

Migrants Shot in Shopian: সোপিয়ানে গ্রেনেড হামলায় নিহত দুই পরিযায়ী শ্রমিক - bomb attack on non locals in jk

সম্প্রতি কাশ্মীরি পণ্ডিত খুন হয়েছেন জঙ্গিদের হাতে ৷ এবার পরিযায়ী শ্রমিকরা টার্গেট ৷ সোপিয়ানে এলইটি জঙ্গির গুলিতে প্রাণ হারালেন উত্তরপ্রদেশের দুই শ্রমিক (Migrants Labourer shot dead Shopian) ৷

Kashmir
ETV Bharat
author img

By

Published : Oct 18, 2022, 10:15 AM IST

শ্রীনগর, 18 অক্টোবর: জঙ্গিহানায় মৃত দুই পরিযায়ী শ্রমিক ৷ মঙ্গলবার ভোরের দিকে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে জঙ্গিরা ওই শ্রমিকদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে, জানিয়েছে পুলিশ ৷ এরপরই তল্লাশি অভিযানে নামে নিরাপত্তাবাহিনী (Migrant Laborer killed in Jammu Kashmir)৷ এই ঘটনায় স্থানীয় এক 'হাইব্রিড জঙ্গি'কে (hybrid terrorist) গ্রেফতার করা হয়েছে ৷ সে লস্কর-ই-তইবার (Lashkar-e-Taiba, LeT) সদস্য ৷ ক'দিন আগেই জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে কাশ্মীর পণ্ডিত খুন হন (Kashmir terrorist attack) ৷ তারপরই দুই ভিন রাজ্যের শ্রমিককে নিশানা করল জঙ্গিরা ৷

কিছু জঙ্গিরা হামলা চালিয়ে আবার তাদের রোজের জীবনে ফিরে যায় ৷ তারা প্রায়শই অপরাধের কোনও চিহ্ন রেখে যায় না ৷ উগ্রপন্থীদের তালিকায় এদের নাম থাকে না ৷ এদের 'হাইব্রিড টেররিস্ট' বলা হয় (Grenade attack in Jammu Kashmir) ৷

আরও পড়ুন: Kashmiri Pandit Shot Dead: সোপিয়ানে কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে খুনের অভিযোগ

সোপিয়ানের হারমেন এলাকায় দু'জন পরিযায়ী শ্রমিক মণীশ কুমার ও রাম সাগর মারা গিয়েছেন ৷ তাঁরা দু'জন উত্তরপ্রদেশের কনৌজের বাসিন্দা ৷ তাঁদের হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁরা প্রয়াত হন, জানিয়েছে কাশ্মীর জ়োন পুলিশ (Kashmir Zone Police) ৷ পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে ৷ হামলাকারীদের সন্ধানে তল্লাশি চলছে (Bomb attack on Non locals in JK) ৷

কাশ্মীরের পুলিশের অতিরিক্ত ডিজি বিজয় কুমার একটি টুইটে লেখেন, এই অপারেশন চলাকালীন এক লস্কর-ই-তইবার এক এলইটি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে ৷ সে হারমেনের বাসিন্দা ৷ তার নাম ইমরান বশির গানিয়ে ৷ তদন্ত এবং তল্লাশি চলছে, জানিয়েছেন এডিজিপি ৷

শ্রীনগর, 18 অক্টোবর: জঙ্গিহানায় মৃত দুই পরিযায়ী শ্রমিক ৷ মঙ্গলবার ভোরের দিকে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে জঙ্গিরা ওই শ্রমিকদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে, জানিয়েছে পুলিশ ৷ এরপরই তল্লাশি অভিযানে নামে নিরাপত্তাবাহিনী (Migrant Laborer killed in Jammu Kashmir)৷ এই ঘটনায় স্থানীয় এক 'হাইব্রিড জঙ্গি'কে (hybrid terrorist) গ্রেফতার করা হয়েছে ৷ সে লস্কর-ই-তইবার (Lashkar-e-Taiba, LeT) সদস্য ৷ ক'দিন আগেই জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে কাশ্মীর পণ্ডিত খুন হন (Kashmir terrorist attack) ৷ তারপরই দুই ভিন রাজ্যের শ্রমিককে নিশানা করল জঙ্গিরা ৷

কিছু জঙ্গিরা হামলা চালিয়ে আবার তাদের রোজের জীবনে ফিরে যায় ৷ তারা প্রায়শই অপরাধের কোনও চিহ্ন রেখে যায় না ৷ উগ্রপন্থীদের তালিকায় এদের নাম থাকে না ৷ এদের 'হাইব্রিড টেররিস্ট' বলা হয় (Grenade attack in Jammu Kashmir) ৷

আরও পড়ুন: Kashmiri Pandit Shot Dead: সোপিয়ানে কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে খুনের অভিযোগ

সোপিয়ানের হারমেন এলাকায় দু'জন পরিযায়ী শ্রমিক মণীশ কুমার ও রাম সাগর মারা গিয়েছেন ৷ তাঁরা দু'জন উত্তরপ্রদেশের কনৌজের বাসিন্দা ৷ তাঁদের হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁরা প্রয়াত হন, জানিয়েছে কাশ্মীর জ়োন পুলিশ (Kashmir Zone Police) ৷ পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে ৷ হামলাকারীদের সন্ধানে তল্লাশি চলছে (Bomb attack on Non locals in JK) ৷

কাশ্মীরের পুলিশের অতিরিক্ত ডিজি বিজয় কুমার একটি টুইটে লেখেন, এই অপারেশন চলাকালীন এক লস্কর-ই-তইবার এক এলইটি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে ৷ সে হারমেনের বাসিন্দা ৷ তার নাম ইমরান বশির গানিয়ে ৷ তদন্ত এবং তল্লাশি চলছে, জানিয়েছেন এডিজিপি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.