ETV Bharat / bharat

Migrant Labourer killed at Kashmir: পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে খুন উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিক

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সোমবার জঙ্গিদের গুলিতে খুন হয়েছেন মুকেশ নামে এক পরিযায়ী শ্রমিক ৷ জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 6:17 PM IST

শ্রীনগর, 30 অক্টোবর: ফের জম্মু-কাশ্মীরে জঙ্গিদের নিশানায় এক পরিযায়ী শ্রমিক ৷ সোমবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে খুন হয়েছেন মুকেশ নামে এক পরিযায়ী শ্রমিক ৷ ওই ব্যক্তি আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ একদিন আগেই শ্রীনগরে জঙ্গিদেরগুলিতে প্রাণ হারিয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের এক ইন্সপেক্টর ৷

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুলওয়ামার নওপাড়ার তামচি এলাকায় এদিন ওই পরিযায়ী শ্রমিককে গুলি করা হয় ৷ পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয় ৷ কাশ্মীর জোন পুলিশের তরফে এদিন সোশাল মিডিয়ায় পোস্ট এই খবর জানানো হয়েছে ৷ একদিন আগেই অজ্ঞাত পরিচয় জঙ্গিদের গুলিতে শ্রীনগরে প্রাণ হারিয়েছিলেন মাসুর আহমেদ নামে এক পুলিশ আধিকারিক ৷ শ্রীনগরের ঈদগাহ এলাকায় তাঁকে খুন করা হয় ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি পিস্তল থেকে গুলি করে খুন করা হয় ওই পুলিশ আধিকারিককে ৷

অন্যদিকে, সোমবার জম্মু-কাশ্মীরেই জঙ্গি অনুপ্রবেশের একটি চেষ্টা ব্যর্থ করেছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ৷ জানা গিয়েছে, এদিন উত্তর কাশ্মীরের কুপওয়াড়াতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এপারে প্রবেশের চেষ্টা করে এক জঙ্গি ৷ নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর ৷ চারদিন আগেই, এরকম একটি অনুপ্রবেশের চেষ্টার ঘটনায় এই জেলাতেই 5 জঙ্গির মৃত্যু হয়েছিল ৷

আরও পড়ুন: কাশ্মীরে হামসের কায়দায় হামলা চালাতে পারে পাক-জঙ্গিরা!

কাশ্মীরে পরিযায়ী শ্রমিকদের গুলি করে খুনের ঘটনা এই প্রথম নয় ৷ চলতি বছরেই একাধিকবার এই ঘটনা ঘটেছে ৷ জঙ্গিরা বেছে বেছে ভিনরাজ্য থেকে উপত্যকায় কাজ করতে আসা গরিব শ্রমিকদের নিশানা আগেও করেছে ৷ বিষয়টি নিয়ে উদ্বেগও ছড়িয়েছে ৷ জঙ্গি অনুপ্রবেশের চেষ্টার ঘটনাও সম্প্রতি সময়ে বেড়েছে ৷ 2019 সালের 5 অগস্ট জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী 370 ধারা বাতিল করে কেন্দ্র ৷ তারপর থেকে উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশ থেকে হামলার ঘটনা আরও বেড়েছে ৷ নিরাপত্তা বাহিনীও জঙ্গি দমন অভিযান চালিয়ে যাচ্ছে ৷

শ্রীনগর, 30 অক্টোবর: ফের জম্মু-কাশ্মীরে জঙ্গিদের নিশানায় এক পরিযায়ী শ্রমিক ৷ সোমবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে খুন হয়েছেন মুকেশ নামে এক পরিযায়ী শ্রমিক ৷ ওই ব্যক্তি আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ একদিন আগেই শ্রীনগরে জঙ্গিদেরগুলিতে প্রাণ হারিয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের এক ইন্সপেক্টর ৷

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুলওয়ামার নওপাড়ার তামচি এলাকায় এদিন ওই পরিযায়ী শ্রমিককে গুলি করা হয় ৷ পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয় ৷ কাশ্মীর জোন পুলিশের তরফে এদিন সোশাল মিডিয়ায় পোস্ট এই খবর জানানো হয়েছে ৷ একদিন আগেই অজ্ঞাত পরিচয় জঙ্গিদের গুলিতে শ্রীনগরে প্রাণ হারিয়েছিলেন মাসুর আহমেদ নামে এক পুলিশ আধিকারিক ৷ শ্রীনগরের ঈদগাহ এলাকায় তাঁকে খুন করা হয় ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি পিস্তল থেকে গুলি করে খুন করা হয় ওই পুলিশ আধিকারিককে ৷

অন্যদিকে, সোমবার জম্মু-কাশ্মীরেই জঙ্গি অনুপ্রবেশের একটি চেষ্টা ব্যর্থ করেছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ৷ জানা গিয়েছে, এদিন উত্তর কাশ্মীরের কুপওয়াড়াতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এপারে প্রবেশের চেষ্টা করে এক জঙ্গি ৷ নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর ৷ চারদিন আগেই, এরকম একটি অনুপ্রবেশের চেষ্টার ঘটনায় এই জেলাতেই 5 জঙ্গির মৃত্যু হয়েছিল ৷

আরও পড়ুন: কাশ্মীরে হামসের কায়দায় হামলা চালাতে পারে পাক-জঙ্গিরা!

কাশ্মীরে পরিযায়ী শ্রমিকদের গুলি করে খুনের ঘটনা এই প্রথম নয় ৷ চলতি বছরেই একাধিকবার এই ঘটনা ঘটেছে ৷ জঙ্গিরা বেছে বেছে ভিনরাজ্য থেকে উপত্যকায় কাজ করতে আসা গরিব শ্রমিকদের নিশানা আগেও করেছে ৷ বিষয়টি নিয়ে উদ্বেগও ছড়িয়েছে ৷ জঙ্গি অনুপ্রবেশের চেষ্টার ঘটনাও সম্প্রতি সময়ে বেড়েছে ৷ 2019 সালের 5 অগস্ট জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী 370 ধারা বাতিল করে কেন্দ্র ৷ তারপর থেকে উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশ থেকে হামলার ঘটনা আরও বেড়েছে ৷ নিরাপত্তা বাহিনীও জঙ্গি দমন অভিযান চালিয়ে যাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.