ETV Bharat / bharat

Ladakh Nomadic Festival: যাযাবর উৎসবে বিদেশি পর্যটকদের লাদাখের ঐতিহাসিক গ্রামে সফরের অনুমতি স্বরাষ্ট্রমন্ত্রকের - লাদাখ যাযাবর উৎসব

যাযাবর উৎসবে বিদেশি পর্যটকদের লাদাখের চাংথাং এলাকার হ্যানলে এলাকায় যেতে এবং সেখানে থাকার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ 15-16 জুলাই হতে চলেছে লাদাখ যাযাবর উৎসব ৷

Ladakh Nomadic Festival
Ladakh Nomadic Festival
author img

By

Published : Jul 13, 2023, 7:37 PM IST

শ্রীনগর, 13 জুলাই: 15-16 জুলাই 'লাদাখ যাযাবর উৎসব'-এর আয়োজন করেছে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন ৷ সেই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক লাদাখের চাংথাং এলাকার হ্যানলে এলাকায় যেতে এবং সেখানে থাকার অনুমতি দিয়েছে বিদেশি পর্যটকদের ৷

একটি বিবৃতিতে 'যাযাবর উৎসব'-এর জন্য বিদেশি পর্যটকদের হ্যানলে যাওয়ার অনুমতি দেওয়ায় লাদাখের লেফটেন্যান্ট গভর্নর ব্রিগেডিয়ার (ড.) বিডি মিশ্র এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এলএএইচডিসি চেয়ারম্যান অ্যাডভোকেট তাশি গয়ালসন । তিনি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের উপদেষ্টা ড. পবন কোতওয়াল এবং সাংসদ জামিয়াং সেরিং নামগিয়ালের প্রতি তাঁদের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।

'যাযাবর উত্সব'-এর গুরুত্বের কথা বলার সময়, গয়ালসন বলেন যে, 'দীর্ঘকালের অমীমাংসিত দাবি' মেনে বিদেশি পর্যটকদের লাদাখের পূর্ব সীমান্তে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানান । অদূর ভবিষ্যতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিদেশি পর্যটকদের হ্যানলে এবং চাংথাং-এর অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে বিধিনিষেধ ছাড়াই ভ্রমণ করতে এবং থাকতে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি ।

আরও পড়ুন: 'আমার পাশে দাঁড়ান, লাদাখ বাঁচান !' বলছেন 'ফুংসুখ ওয়াংড়ু'

হ্যানলে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক লাদাখি গ্রাম । এটি 1700 শতাব্দীর তিব্বতীয় বৌদ্ধধর্মের হ্যানলে মঠের (গোম্পা) দ্রুকপা কাগ্যু শাখার আবাসস্থল । ভারতের প্রথম অন্ধকার-আকাশের অভয়ারণ্যে অবস্থিত বিশ্বের দশম-সর্বোচ্চ অপটিক্যাল টেলিস্কোপ হ্যানলের কাছে অবস্থিত । চাংথাং মালভূমি লাদাখের অতি উচ্চতার বন্যপ্রাণী অভয়ারণ্যের জন্য বিখ্যাত । এটি তাৎপর্যপূর্ণ কারণ এটি ভারতের কয়েকটি স্থানের মধ্যে অন্যতম, যেখানে বিরল কালো ঘাড়ের সারস (লাদাখের জাতীয় পাখি) এবং কিয়াং বা তিব্বতীয় বন্য গাধা দেখতে পাওয়া যায় ৷

প্রসঙ্গত, বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর লাদাখে ছিলেন ৷ তিনি লোরজোক মহকুমায় সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেন এবং জিরো বর্ডার পোস্ট-চামোর পরিদর্শন করেন । তিনি জিরো বর্ডার লিংকে অবস্থিত গ্রামটিও পরিদর্শন করেন । ভারত-চিন সীমান্তের কাছে লাদাখের চুমুর এলাকাও পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী । তাঁর সঙ্গে ছিলেন সাংসদ জামিয়াং সেরিং নামগিয়াল এবং জেলা ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

শ্রীনগর, 13 জুলাই: 15-16 জুলাই 'লাদাখ যাযাবর উৎসব'-এর আয়োজন করেছে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন ৷ সেই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক লাদাখের চাংথাং এলাকার হ্যানলে এলাকায় যেতে এবং সেখানে থাকার অনুমতি দিয়েছে বিদেশি পর্যটকদের ৷

একটি বিবৃতিতে 'যাযাবর উৎসব'-এর জন্য বিদেশি পর্যটকদের হ্যানলে যাওয়ার অনুমতি দেওয়ায় লাদাখের লেফটেন্যান্ট গভর্নর ব্রিগেডিয়ার (ড.) বিডি মিশ্র এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এলএএইচডিসি চেয়ারম্যান অ্যাডভোকেট তাশি গয়ালসন । তিনি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের উপদেষ্টা ড. পবন কোতওয়াল এবং সাংসদ জামিয়াং সেরিং নামগিয়ালের প্রতি তাঁদের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।

'যাযাবর উত্সব'-এর গুরুত্বের কথা বলার সময়, গয়ালসন বলেন যে, 'দীর্ঘকালের অমীমাংসিত দাবি' মেনে বিদেশি পর্যটকদের লাদাখের পূর্ব সীমান্তে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানান । অদূর ভবিষ্যতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিদেশি পর্যটকদের হ্যানলে এবং চাংথাং-এর অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে বিধিনিষেধ ছাড়াই ভ্রমণ করতে এবং থাকতে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি ।

আরও পড়ুন: 'আমার পাশে দাঁড়ান, লাদাখ বাঁচান !' বলছেন 'ফুংসুখ ওয়াংড়ু'

হ্যানলে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক লাদাখি গ্রাম । এটি 1700 শতাব্দীর তিব্বতীয় বৌদ্ধধর্মের হ্যানলে মঠের (গোম্পা) দ্রুকপা কাগ্যু শাখার আবাসস্থল । ভারতের প্রথম অন্ধকার-আকাশের অভয়ারণ্যে অবস্থিত বিশ্বের দশম-সর্বোচ্চ অপটিক্যাল টেলিস্কোপ হ্যানলের কাছে অবস্থিত । চাংথাং মালভূমি লাদাখের অতি উচ্চতার বন্যপ্রাণী অভয়ারণ্যের জন্য বিখ্যাত । এটি তাৎপর্যপূর্ণ কারণ এটি ভারতের কয়েকটি স্থানের মধ্যে অন্যতম, যেখানে বিরল কালো ঘাড়ের সারস (লাদাখের জাতীয় পাখি) এবং কিয়াং বা তিব্বতীয় বন্য গাধা দেখতে পাওয়া যায় ৷

প্রসঙ্গত, বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর লাদাখে ছিলেন ৷ তিনি লোরজোক মহকুমায় সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেন এবং জিরো বর্ডার পোস্ট-চামোর পরিদর্শন করেন । তিনি জিরো বর্ডার লিংকে অবস্থিত গ্রামটিও পরিদর্শন করেন । ভারত-চিন সীমান্তের কাছে লাদাখের চুমুর এলাকাও পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী । তাঁর সঙ্গে ছিলেন সাংসদ জামিয়াং সেরিং নামগিয়াল এবং জেলা ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.