ETV Bharat / bharat

ব্য়বসায়ী হিরেন মনসুখের মৃত্য়ুর তদন্তভার নিল এআইএ - স্বরাষ্ট্রমন্ত্রক

ব্য়বসায়ী হিরেন মনসুখের মৃত্য়ুরহস্যের তদন্তভার এআইএ-র হাতে তুলে দিল স্বরাষ্ট্র মন্ত্রক ৷ এতদিন মহারাষ্ট্রের এটিএস (অ্যান্টি টেরোরিজম স্কোয়াড) এই মামলার তদন্ত করছিল ৷ সম্প্রতি মুকেশ আম্বানির বাড়ির কাছে যে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধার হয়, সেই গাড়িটির অন্দরসজ্জা করেছিলেন এই হিরেন ৷ পরে রহস্যজনকভাবে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷

MHA hands over Mansukh Hiran death case to NIA
ব্য়বসায়ী হিরেন মনসুখের মৃত্য়ুর তদন্তভার নিল এআইএ
author img

By

Published : Mar 20, 2021, 8:02 PM IST

মুম্বই, 20 মার্চ : ব্য়বসায়ী হিরেন মনসুখের মৃত্য়ুরহস্যের তদন্তভার হাতে নিল এনআইএ (জাতীয় তদন্তকারী সংস্থা) ৷ মুম্বইয়ে মুকেশ আম্বানির বাড়ির কাছে যে বিস্ফোরক বোঝাই গাড়িটি উদ্ধার হয়, সেটির অন্দরসজ্জা করেছিলেন এই হিরেন ৷ সেই কাজের টাকা না পেয়ে বেশ কিছু দিন গাড়িটি নিজের কাছে রেখে দেন তিনি ৷ পরে গাড়িটি চুরি হয়ে যায় ৷

বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের পর হিরেনকে সন্দেহভাজনের তালিকায় যোগ করে পুলিশ ৷ এর কিছু দিনের মধ্যেই গত 5 মার্চ তাঁর দেহ উদ্ধার হয় ৷ পরিবারের দাবি, হিরেনকে খুন করা হয়েছে ৷ তারও তদন্ত শুরু করে মহারাষ্ট্রের পুলিশ ৷ পরে গোটা ঘটনায় সমান্তরাল তদন্ত শুরু করে এনআইএ ৷ গ্রেফতার হন মামলার অন্যতম তদন্তকারী, মুম্বই পুলিশের আধিকারিক সচিন ওয়াজে ৷ হিরেনের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীর মৃত্য়ুর পিছনে হাত রয়েছে এই সচিন ওয়াজেরই ৷

আরও পড়ুন : হেনস্থার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন হিরেন

এই প্রেক্ষাপটে শনিবার প্রশাসনের তরফে জানানো হয়, হিরেন মৃত্য়ুরহস্য়ের তদন্তভার তুলে দেওয়া হয়েছে এআইএ-র হাতে ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই পদক্ষেপ করা হয় ৷ এতদিন মহারাষ্ট্রের এটিএস (অ্যান্টি টেরোরিজম স্কোয়াড) এই মামলার তদন্ত করছিল ৷

মুম্বই, 20 মার্চ : ব্য়বসায়ী হিরেন মনসুখের মৃত্য়ুরহস্যের তদন্তভার হাতে নিল এনআইএ (জাতীয় তদন্তকারী সংস্থা) ৷ মুম্বইয়ে মুকেশ আম্বানির বাড়ির কাছে যে বিস্ফোরক বোঝাই গাড়িটি উদ্ধার হয়, সেটির অন্দরসজ্জা করেছিলেন এই হিরেন ৷ সেই কাজের টাকা না পেয়ে বেশ কিছু দিন গাড়িটি নিজের কাছে রেখে দেন তিনি ৷ পরে গাড়িটি চুরি হয়ে যায় ৷

বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের পর হিরেনকে সন্দেহভাজনের তালিকায় যোগ করে পুলিশ ৷ এর কিছু দিনের মধ্যেই গত 5 মার্চ তাঁর দেহ উদ্ধার হয় ৷ পরিবারের দাবি, হিরেনকে খুন করা হয়েছে ৷ তারও তদন্ত শুরু করে মহারাষ্ট্রের পুলিশ ৷ পরে গোটা ঘটনায় সমান্তরাল তদন্ত শুরু করে এনআইএ ৷ গ্রেফতার হন মামলার অন্যতম তদন্তকারী, মুম্বই পুলিশের আধিকারিক সচিন ওয়াজে ৷ হিরেনের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীর মৃত্য়ুর পিছনে হাত রয়েছে এই সচিন ওয়াজেরই ৷

আরও পড়ুন : হেনস্থার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন হিরেন

এই প্রেক্ষাপটে শনিবার প্রশাসনের তরফে জানানো হয়, হিরেন মৃত্য়ুরহস্য়ের তদন্তভার তুলে দেওয়া হয়েছে এআইএ-র হাতে ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই পদক্ষেপ করা হয় ৷ এতদিন মহারাষ্ট্রের এটিএস (অ্যান্টি টেরোরিজম স্কোয়াড) এই মামলার তদন্ত করছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.