ব্রহ্মপুর (ওড়িশা), 8 অগস্ট: বিদ্যুতের বিল বেশি এসেছে কেন ! রাগে মিটার দেখতে আসা বিদ্যুৎ দফতরের কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ সোমবার ঘটনাটি ঘটেছে ওড়িশার গঞ্জাম জেলার কুপাটি গ্রামে ৷ মৃত বিদ্যুৎ দফতরের কর্মীর নাম লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠি ৷ তিনি ওড়িশায় বিদ্যুৎ দফতরে মিটার রিডার হিসেবে কর্মরত ছিলেন । অভিযুক্ত যুবক ঘটনার পর থেকে পলাতক ৷ তবে অভিযুক্তের পরিচয় এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি ৷
জানা গিয়েছে, অনেকদিন ধরে বাড়িতে বিদ্যুতের অনেক বেশি বিল আসছিল ৷ তার জেরে বিদ্যুৎ দফতরের উপর ভীষণ ক্ষুব্ধ ছিলেন ৷ আর ঘটনাক্রমে এদিন তাঁর বাড়ির মিটারের রিডিং নিতে আসেন লক্ষ্মীনারায়ণ ৷ সোমবার সকালে অন্যান্য সময়ের মত তিনি কুপাটি গ্রামে এসে বৈদ্যুতিক মিটারের রিডিং নিতে থাকেন । গ্রামের বাকি বাড়ির মিটারের রিডিং নিয়ে ওই যুবকের বাড়িতে এলে তাঁকে বেশি বিল আসার বিষয়টি তিনি জানান ৷ এরপর বিদ্যুৎ বিল নিয়ে অভিযুক্ত ও লক্ষ্মীনারায়ণের মধ্যে কথা তুমুল তর্কাতর্কির রূপ নেয় । তারপরেই ক্ষোভ ও রাগের মাথায় যুবক লক্ষ্মীনারায়ণকে আক্রমণ করে বসে বলে অভিযোগ ৷ আর যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বিদ্যুৎ দফতরের কর্মীর ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে ৷ পুলিশ এসে দেখে, ওই যুবকের বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে লক্ষ্মীনারায়ণের দেহ ৷ পুলিশ দেহটিকে উদ্ধার করে নিয়ে যায় ৷ সেটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷ তবে পুলিশ যাওয়ার আগেই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় । এরপরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে মৃত ব্যক্তির নাম লক্ষ্মীনারায়ণ । পুলিশ আইপিসির 302 ধারায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ।
আরও পড়ুন: বিদ্যুৎ বিচ্ছিন্ন করে প্রেমিকের সঙ্গে অভিসারে তরুণী, ধরা পড়তেই চলল গণধোলাই
এরকমই এক ঘটনার সাক্ষী ছিল উত্তরপ্রদেশও ৷ এক উপভোক্তার 20 হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া ছিল ৷ বিদ্যুৎ দফতরের দুই আধিকারিক যখন সেই বিলের টাকা আদায় করতে যান তখন স্থানীয় এক নেতা তাঁদের হুমকি দেন ৷ এমনকী তিনি তাঁদের বন্দুক দেখিয়ে ভয়ও দেখান । তবে এই ঘটনায় কারও মৃত্যু ঘটেনি ৷