নয়াদিল্লি, 17 নভেম্বর: ভারতে মেটার প্রধান পদে নিযুক্ত হলেন সন্ধ্যা দেবানাথন । গত কয়েকদিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ-সহ একাধিক কর্মীকে ছাঁটাই করেছে ফেসবুক-এর মূল সংস্থা মেটা (Meta India new Head Sandhya Devanathan) । তারপরেই এবার মার্ক জুকেরবার্গের সংস্থায় ভারতের ব্যবসা দেখার দায়িত্ব পেলেন সন্ধ্যা (Sandhya Devanathan new Meta head) ।
2016 সালে তিনি মেটাতে যোগ দিয়েছিলেন (Sandhya Devanathan Profile) । দক্ষিণ-পূর্ব এশিয়ায় সিঙ্গাপুর এবং ভিয়েতনাম ব্যবসা দেখার পাশাপাশি টেক জায়ান্টের ই-কমার্স উদ্যোগগুলি তৈরি করতে সাহায্য করেছিলেন (India new Meta Head) ৷ নতুন ভূমিকায়, মিসেস দেবানাথন মেটা এশিয়া-প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট ড্যান নিরির কাছে রিপোর্ট করবেন (Meta India News)।
সন্ধ্যার লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, নারী সুরক্ষা এবং নারী স্বাধীনতার পক্ষে গলা তুলতে পছন্দ করেন তিনি । কর্মক্ষেত্রে বৈচিত্র্যের প্রচার করেন ভারতের বর্তমান মেটা প্রধান । তিনি মেটাতে মহিলা অ্যাপেক উইংয়ের নির্বাহী স্পনসর । এর আগে পেপার ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের গ্লোবাল বোর্ডেও কাজ করেছেন তিনি ।
আরও পড়ুন: মেটা-টুইটারের পর এবার অ্যামাজন, কর্মী ছাঁটাইয়ের পথে আরেক বহুজাতিক সংস্থা
ভারত ডিজিটাল মাধ্যমে ব্যবসার ক্ষেত্রে অগ্রগামী । মেটা বিভিন্ন ব্যবসায়িক কলাকৌশল যেমন রিলস কিংবা ব্যবসায়িক বার্তাপ্রেরণ, ভারতেই প্রথম চালু করেছে । মেটার প্রধান ব্যবসায়িক কর্মকর্তা মার্নে লেভিন বলেন, "দেবনাথনের ব্যবসা স্কেল করার, ব্যতিক্রমী এবং অন্তর্ভুক্তিমূলক দল গঠন, পণ্য উদ্ভাবন চালানো এবং শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার একটি অভিনব ট্র্যাক রেকর্ড রয়েছে ।"
আরও পড়ুন: টুইটারের পথেই ফেসবুকের মূল কোম্পানি মেটা ! ছাঁটাই 13% কর্মী