রাজকোট, 18 ডিসেম্বর: 10 বছর আগে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার আমলগুড়া গ্রাম থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দেবাশিস অজিত মণ্ডল নামে এক ব্যক্তি ৷ মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল তাঁর ৷ এত বছর পর বাংলা থেকে হারিয়ে যাওয়া ওই ব্যক্তির খোঁজ মিলল গুজরাতের রাজকোটে ৷ এখানকার এক হোটেল মালিকের সহায়তায় দেবাশিসকে খুঁজে পেলেন তাঁর বাড়ির সদস্যরা (man missing from West Bengal found in Gujarat) ৷
জানা গিয়েছে, রাজকোটের উপলেটার দুমিয়ানী টোল প্লাজার কাছে সিয়ারাম হোটেলে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে ঘুরতে দেখা যায় ৷ হোলেট মালিক মানবিকতার পরিচয় দিয়ে কয়েকদিন তাঁকে নিজের কাছে রাখেন ও তাঁর পরিচয় জানার চেষ্টা করেন ৷ চিকিৎসা করিয়ে তাঁকে সুস্থ করে তোলা হয় ৷ এরপর ওই ব্যক্তির থেকে কিছু তথ্য পেয়ে ওই হোটেল মালিক তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ৷ তারপরেই দেবাশিসের আসল পরিচয় জানা যায় (mentally unstable man missing from West Bengal)৷
আরও পড়ুন: স্ত্রী'কে কুপিয়ে খুন, তারপরেই হার্ট-অ্যাটাকে মৃত্যু স্বামীর
দেবাশিসের বয়স এখন 39 বছর ৷ 29 বছর বয়সে তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৷ এতবছর পর তাঁর খোঁজ পেয়ে খুশি দেবাশিসের মা-বাবা, ভাই-বোন-সহ গোটা পরিবার (missing Bengali man found in Gujarat)৷