ETV Bharat / bharat

Kannauj: অমানবিক কনৌজ ! রক্তাক্ত বালিকাকে উদ্ধারের বদলে ভিডিয়ো রেকর্ডিংয়ে ব্যস্ত জনতা

নাবালিকাকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কনৌজে ৷ কিন্তু নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেও স্থানীয়দের ভিডিয়ো রেকর্ড করার জেরে বিতর্ক বেড়েছে ৷ প্রশ্ন উঠেছে, কী করে কেউ এত অমানবিক হতে পারে ৷

men-make-videos-as-injured-minor-cries-for-help-in-uttar-pradesh-kannauj
Kannauj: অমানবিক কনৌজ ! রক্তাক্ত বালিকাকে উদ্ধারের বদলে ভিডিয়ো রেকর্ডিংয়ে ব্যস্ত জনতা
author img

By

Published : Oct 25, 2022, 1:18 PM IST

কনৌজ (উত্তর প্রদেশ), 25 অক্টোবর: বছর বারোর এক বালিকা পড়ে রয়েছে রাস্তার ধারে ৷ পুরো শরীর রক্তে ভেসে যাচ্ছে ৷ সারা শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট ৷ বাঁচার জন্য সাহায্য চাইছে মেয়েটি ৷ কিন্তু সেদিকে নজর নেই কারও ৷ ঘটনাস্থলে তখন যাঁরা উপস্থিত রয়েছেন, তাঁরা সকলেই মোবাইলে ভিডিয়ো করতে ব্যস্ত ৷ সাহায্যের জন্য কেউ এগিয়ে যাচ্ছেন না ৷ কাউকে কাউকে আবার বলতে শোনা যাচ্ছে, পুলিশকে খবর দেওয়া হয়েছে কি না !

এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কনৌজের ডাক বাংলা গেস্ট হাউজের পিছনে ৷ সেখানেই ওই বালিকা রক্তাক্ত অবস্থায় পড়েছিল ৷ অভিযোগ, ধর্ষণের (Rape) পর তাকে সেখানে ফেলে দিয়ে যাওয়া হয়েছে ৷

পরে পুলিশ ঘটনাস্থলে যায় ৷ উদ্ধার করে মেয়েটিকে ৷ স্থানীয় ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মেয়েটিকে অটোয় হাসপাতালে নিয়ে যান ৷ এই নিয়েও একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে ৷ পুলিশ মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন কনৌজের (Kannauj) পুলিশ সুপার কুমার অনুপম সিং ৷ এখনও কেউ গ্রেফতার হয়নি ৷

মেয়েটির পরিবারের দাবি, দুপুরে সে বাড়ি থেকে বেরিয়েছিল ৷ টাকা জমানোর বাক্স কিনতে সে বাড়িতে বলে গিয়েছিল ৷ কিন্তু সন্ধে পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু করা হয় ৷ পরে তারা গোটা ঘটনার কথা জানতে পারে ৷

এদিকে মেয়েটিকে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় জেলা হাসপাতালে ৷ শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেয়েটিকে নিয়ে যাওয়া হয় কানপুরে ৷ আপাতত সেখানেই মেয়েটি চিকিৎসাধীন ৷ স্থানীয়দের দাবি, মেয়েটি গণধর্ষিতা (Gang Rape) হয়েছে ৷ তার পর তাকে রাস্তার ধারে ফেলে দেওয়া হয় ৷ যদিও পুলিশের দাবি, যৌন হেনস্তার (Sexually Assault) বিষয়টি এখনই নিশ্চিত করা বলা যাচ্ছে না ৷ মেডিক্যাল রিপোর্ট এলে বিষয়টি বোঝা যাবে ৷ তাছাড়া মেয়েটির বয়ান রেকর্ডের প্রয়োজনীয়তা রয়েছে ৷

আরও পড়ুন: গাজিয়াবাদে ফিরল নির্ভয়ার স্মৃতি ! সম্পত্তি বিবাদের জেরে 'গণধর্ষিতা' দিল্লির মহিলা

কনৌজ (উত্তর প্রদেশ), 25 অক্টোবর: বছর বারোর এক বালিকা পড়ে রয়েছে রাস্তার ধারে ৷ পুরো শরীর রক্তে ভেসে যাচ্ছে ৷ সারা শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট ৷ বাঁচার জন্য সাহায্য চাইছে মেয়েটি ৷ কিন্তু সেদিকে নজর নেই কারও ৷ ঘটনাস্থলে তখন যাঁরা উপস্থিত রয়েছেন, তাঁরা সকলেই মোবাইলে ভিডিয়ো করতে ব্যস্ত ৷ সাহায্যের জন্য কেউ এগিয়ে যাচ্ছেন না ৷ কাউকে কাউকে আবার বলতে শোনা যাচ্ছে, পুলিশকে খবর দেওয়া হয়েছে কি না !

এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কনৌজের ডাক বাংলা গেস্ট হাউজের পিছনে ৷ সেখানেই ওই বালিকা রক্তাক্ত অবস্থায় পড়েছিল ৷ অভিযোগ, ধর্ষণের (Rape) পর তাকে সেখানে ফেলে দিয়ে যাওয়া হয়েছে ৷

পরে পুলিশ ঘটনাস্থলে যায় ৷ উদ্ধার করে মেয়েটিকে ৷ স্থানীয় ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মেয়েটিকে অটোয় হাসপাতালে নিয়ে যান ৷ এই নিয়েও একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে ৷ পুলিশ মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন কনৌজের (Kannauj) পুলিশ সুপার কুমার অনুপম সিং ৷ এখনও কেউ গ্রেফতার হয়নি ৷

মেয়েটির পরিবারের দাবি, দুপুরে সে বাড়ি থেকে বেরিয়েছিল ৷ টাকা জমানোর বাক্স কিনতে সে বাড়িতে বলে গিয়েছিল ৷ কিন্তু সন্ধে পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু করা হয় ৷ পরে তারা গোটা ঘটনার কথা জানতে পারে ৷

এদিকে মেয়েটিকে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় জেলা হাসপাতালে ৷ শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেয়েটিকে নিয়ে যাওয়া হয় কানপুরে ৷ আপাতত সেখানেই মেয়েটি চিকিৎসাধীন ৷ স্থানীয়দের দাবি, মেয়েটি গণধর্ষিতা (Gang Rape) হয়েছে ৷ তার পর তাকে রাস্তার ধারে ফেলে দেওয়া হয় ৷ যদিও পুলিশের দাবি, যৌন হেনস্তার (Sexually Assault) বিষয়টি এখনই নিশ্চিত করা বলা যাচ্ছে না ৷ মেডিক্যাল রিপোর্ট এলে বিষয়টি বোঝা যাবে ৷ তাছাড়া মেয়েটির বয়ান রেকর্ডের প্রয়োজনীয়তা রয়েছে ৷

আরও পড়ুন: গাজিয়াবাদে ফিরল নির্ভয়ার স্মৃতি ! সম্পত্তি বিবাদের জেরে 'গণধর্ষিতা' দিল্লির মহিলা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.