ETV Bharat / bharat

Dhanbad Road Accident Death : ধানবাদে পথ দুর্ঘটনায় মৃত একই পরিবারের 5 সদস্য - Jharkhand road accident news

পথ দুর্ঘটনায় মারা গেলেন একই পরিবারের 5 সদস্য ৷ এর মধ্যে রয়েছে একটি বাচ্চা ও 2 জন মহিলা ৷ মঙ্গলবার সকালেই ধানবাদে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে (Dhanbad Road Accident Death) ৷

Dhanbad Road Accident
ধানবাদে গাড়ি দুর্ঘটনা
author img

By

Published : Nov 23, 2021, 8:37 AM IST

Updated : Nov 23, 2021, 11:43 AM IST

ধানবাদ, 23 নভেম্বর : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের 5 সদস্যের ৷ ঘটনাটি ঘটেছে আজ সকালে ঝাড়খণ্ডের ধানবাদে (Dhanbad Road Accident Death) গোবিন্দপুর থানার কালাডিহ মোড়ের (Govindpur Police Station, Kaladih) কাছে ৷ এতে প্রাণ হারালেন একটি বাচ্চা ও 2 জন মহিলা-সহ পাঁচজন ৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোবিন্দপুর থানার পুলিশ ৷ স্থানীয়দের সাহায্যে সবাইকে দুমড়ে যাওয়া গাড়িটি থেকে বের করে আনা হয় ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷

জানা গিয়েছে, রামগড়ের ঘাটো থানা এলাকায় বসবাসকারী ওই পরিবারের সদস্যরা আসানসোল যাচ্ছিলেন ৷ তাঁদের সুইফট ডিজায়ার গাড়িটির গতি ছিল 200 কিমি প্রতি ঘণ্টা ৷ এত তীব্র গতিতে যাওয়ার ফলে সেতু থেকে 100 ফুট নিচে খাদে পড়ে যায় ৷ গাড়িটি সম্পূর্ণ রূপে দুমড়ে মুচড়ে গিয়েছে ৷

আরও পড়ুন : Sushant Singh Rajput: শেষকৃত্য থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু সুশান্ত সিং রাজপুতের পরিবারের 6 সদস্য

ঘটনাস্থলে পৌঁছে গোবিন্দপুর থানার পুলিশ এলাকাবাসীর সাহায্যে অনেক কষ্টে গাড়ি থেকে সদস্যদের বের করে আনে ৷ পুলিশ ক্রেনের সাহায্যে খাদ থেকে গাড়িটিকে বের করে আনে ৷ সব মৃতদেহগুলি ধানবাদের হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ওয়াসিম আক্রম নামের একটি আধার কার্ড পাওয়া গিয়েছে ৷ সেই সূত্র ধরে ওই পরিবারের আত্মীয়দের খবর দেওয়া হয়েছে ৷ তাঁরা ধানবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে ৷

ধানবাদ, 23 নভেম্বর : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের 5 সদস্যের ৷ ঘটনাটি ঘটেছে আজ সকালে ঝাড়খণ্ডের ধানবাদে (Dhanbad Road Accident Death) গোবিন্দপুর থানার কালাডিহ মোড়ের (Govindpur Police Station, Kaladih) কাছে ৷ এতে প্রাণ হারালেন একটি বাচ্চা ও 2 জন মহিলা-সহ পাঁচজন ৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোবিন্দপুর থানার পুলিশ ৷ স্থানীয়দের সাহায্যে সবাইকে দুমড়ে যাওয়া গাড়িটি থেকে বের করে আনা হয় ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷

জানা গিয়েছে, রামগড়ের ঘাটো থানা এলাকায় বসবাসকারী ওই পরিবারের সদস্যরা আসানসোল যাচ্ছিলেন ৷ তাঁদের সুইফট ডিজায়ার গাড়িটির গতি ছিল 200 কিমি প্রতি ঘণ্টা ৷ এত তীব্র গতিতে যাওয়ার ফলে সেতু থেকে 100 ফুট নিচে খাদে পড়ে যায় ৷ গাড়িটি সম্পূর্ণ রূপে দুমড়ে মুচড়ে গিয়েছে ৷

আরও পড়ুন : Sushant Singh Rajput: শেষকৃত্য থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু সুশান্ত সিং রাজপুতের পরিবারের 6 সদস্য

ঘটনাস্থলে পৌঁছে গোবিন্দপুর থানার পুলিশ এলাকাবাসীর সাহায্যে অনেক কষ্টে গাড়ি থেকে সদস্যদের বের করে আনে ৷ পুলিশ ক্রেনের সাহায্যে খাদ থেকে গাড়িটিকে বের করে আনে ৷ সব মৃতদেহগুলি ধানবাদের হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ওয়াসিম আক্রম নামের একটি আধার কার্ড পাওয়া গিয়েছে ৷ সেই সূত্র ধরে ওই পরিবারের আত্মীয়দের খবর দেওয়া হয়েছে ৷ তাঁরা ধানবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে ৷

Last Updated : Nov 23, 2021, 11:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.