ETV Bharat / bharat

উমাঙ্গ অ্যাপে এবার এক ক্লিকেই মিলবে সরকারি হাসপাতাল, ব্লাড ব্যাঙ্কের সন্ধান - MOU

জনসাধারণের কাছে সরকারি প্রকল্প, সুবিধে সহজে ও দ্রুত পৌঁছে দিতে "উমঙ্গ" অ্যাপের (UMANG App) কার্যকারিতা বাড়াল তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) ৷ এর জন্য ম্যাপমাইইন্ডিয়ার সঙ্গে একটি মৌ (MOU) চুক্তি স্বাক্ষর করল কেন্দ্রীয় সরকার ৷ সরকারি হাসপাতাল থেকে বাজার, ব্লাড ব্যাঙ্ক, এরকম নানাবিধ খোঁজখবর পাওয়া যাবে এই সরকারি অ্যাপে ৷

উমঙ্গ অ্যাপ
উমঙ্গ অ্যাপ
author img

By

Published : Jul 17, 2021, 8:02 AM IST

নয়া দিল্লি, 17 জুলাই : একটা ক্লিকেই জানা যাবে কোথায় আছে কেন্দ্রীয় সরকার স্বীকৃত ব্লাড ব্যাঙ্ক, হাসপাতাল ৷ সাধারণ মানুষকে এই ধরনের খোঁজখবরের সুবিধে দিতে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক (Ministry of Electronics and Information Technology, MeitY) "ম্যাপমাইইন্ডিয়া"-র (MapmyIndia) সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ৷

তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের "উমঙ্গ" (UMANG) নামের একটি অ্যাপ রয়েছে ৷ সেখানে "ম্যাপমাইইন্ডিয়া"-র (MapmyIndia) সাহায্যে বাড়ির কাছাকাছি রেশনের দোকান "মেরা রেশন" (Mera Ration), মান্ডির জন্য "ইনাম" (eNAM), বজ্র বিদ্যুতের সম্ভাবনাময় অঞ্চলে সচেতনতামূলক "দামিনী লাইটনিং অ্য়ালার্টস"-এর (Damini Lightning Alerts) মাধ্যমে আগেভাগে আবহাওয়ার পূর্বাভাস জারি করে স্থানীয়দের জানিয়ে দেওয়া হয় ৷

এবার সরকারের আরও প্রকল্প, সুবিধা সম্বন্ধে মানুষকে জানাতে "ম্যাপমাইইন্ডিয়া"-র সঙ্গে মৌ চুক্তি (MOU) স্বাক্ষর করল কেন্দ্রীয় সরকার ৷ এই "উমঙ্গ"-এ জানা যাবে কোথায় আছে সরকারি হাসপাতাল (ESIC), ব্লাড ব্যাঙ্ক, মান্ডি-সহ আরও নানা তথ্য ৷

আরও পড়ুন : এক মাসে 20 লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ ভারতে ! জানাল হোয়্যাটসঅ্যাপ

একটি প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রকের তরফে জানানো হয়েছে, "ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম-কে (Digital India Programme) আরও বেশি ছড়িয়ে দিতে আর "আত্মনির্ভর ভারত"-এর (Atmanirbhar Bharat) কথা মাথায় রেখে তথ্যপ্রযুক্তি মন্ত্রক "ম্যাপমাইইন্ডিয়া"-র (MapmyIndia) সঙ্গে (MOU) মৌ চুক্তি স্বাক্ষর করেছে ৷ ম্যাপের মাধ্যমে উমঙ্গ (UMANG) অ্যাপের (App) কার্যকারিতা আরও বাড়বে ৷"

ম্যাপমাইইন্ডিয়ার তৈরি পদ্ধতিতে যে কোনও জায়গার রাস্তার বিস্তারিত ও সংযোগকারী রাস্তাগুলির ম্যাপ দেখা যাবে ৷ এমনকি, প্রত্যন্ত গ্রামের ক্ষেত্রেও ম্যাপ দেখা যাবে ৷ নাগরিকেরা গাড়ি চালিয়ে কতটা পথ যেতে পারবেন, সেই দূরত্ব দেখতে পাবেন ৷ পথনির্দেশ শুনতে পারবেন এবং তা দেখাও যাবে ৷ এতে ট্রাফিক আর রাস্তায় সচেতনতামূলক বার্তাও দেওয়া হবে গাড়িচালককে ৷

খুব তাড়াতাড়ি এই ম্যাপের কার্যকারিতা ইএসআইসি (ESIC), ইন্ডিয়ান অয়েল (Indian Oil), এনএইচএআই (NHAI)-তেও পাওয়া যাবে ৷ কাছাকাছি কোন থানা আছে, তা জানা যাবে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (National Crime Records Bureau, NCRB)-র মাধ্যমে ৷ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার (Pradhan Mantri Gram Sadak Yojana) "মেরি সড়ক"-এর (Meri Sadak) সাহায্যে ম্যাপমাইইন্ডিয়ার "রোড"-এ গিয়ে উমঙ্গ অ্যাপের ব্যবহারকারীরা খারাপ রাস্তার অভিযোগ জানাতে পারবেন ৷

নয়া দিল্লি, 17 জুলাই : একটা ক্লিকেই জানা যাবে কোথায় আছে কেন্দ্রীয় সরকার স্বীকৃত ব্লাড ব্যাঙ্ক, হাসপাতাল ৷ সাধারণ মানুষকে এই ধরনের খোঁজখবরের সুবিধে দিতে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক (Ministry of Electronics and Information Technology, MeitY) "ম্যাপমাইইন্ডিয়া"-র (MapmyIndia) সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ৷

তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের "উমঙ্গ" (UMANG) নামের একটি অ্যাপ রয়েছে ৷ সেখানে "ম্যাপমাইইন্ডিয়া"-র (MapmyIndia) সাহায্যে বাড়ির কাছাকাছি রেশনের দোকান "মেরা রেশন" (Mera Ration), মান্ডির জন্য "ইনাম" (eNAM), বজ্র বিদ্যুতের সম্ভাবনাময় অঞ্চলে সচেতনতামূলক "দামিনী লাইটনিং অ্য়ালার্টস"-এর (Damini Lightning Alerts) মাধ্যমে আগেভাগে আবহাওয়ার পূর্বাভাস জারি করে স্থানীয়দের জানিয়ে দেওয়া হয় ৷

এবার সরকারের আরও প্রকল্প, সুবিধা সম্বন্ধে মানুষকে জানাতে "ম্যাপমাইইন্ডিয়া"-র সঙ্গে মৌ চুক্তি (MOU) স্বাক্ষর করল কেন্দ্রীয় সরকার ৷ এই "উমঙ্গ"-এ জানা যাবে কোথায় আছে সরকারি হাসপাতাল (ESIC), ব্লাড ব্যাঙ্ক, মান্ডি-সহ আরও নানা তথ্য ৷

আরও পড়ুন : এক মাসে 20 লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ ভারতে ! জানাল হোয়্যাটসঅ্যাপ

একটি প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রকের তরফে জানানো হয়েছে, "ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম-কে (Digital India Programme) আরও বেশি ছড়িয়ে দিতে আর "আত্মনির্ভর ভারত"-এর (Atmanirbhar Bharat) কথা মাথায় রেখে তথ্যপ্রযুক্তি মন্ত্রক "ম্যাপমাইইন্ডিয়া"-র (MapmyIndia) সঙ্গে (MOU) মৌ চুক্তি স্বাক্ষর করেছে ৷ ম্যাপের মাধ্যমে উমঙ্গ (UMANG) অ্যাপের (App) কার্যকারিতা আরও বাড়বে ৷"

ম্যাপমাইইন্ডিয়ার তৈরি পদ্ধতিতে যে কোনও জায়গার রাস্তার বিস্তারিত ও সংযোগকারী রাস্তাগুলির ম্যাপ দেখা যাবে ৷ এমনকি, প্রত্যন্ত গ্রামের ক্ষেত্রেও ম্যাপ দেখা যাবে ৷ নাগরিকেরা গাড়ি চালিয়ে কতটা পথ যেতে পারবেন, সেই দূরত্ব দেখতে পাবেন ৷ পথনির্দেশ শুনতে পারবেন এবং তা দেখাও যাবে ৷ এতে ট্রাফিক আর রাস্তায় সচেতনতামূলক বার্তাও দেওয়া হবে গাড়িচালককে ৷

খুব তাড়াতাড়ি এই ম্যাপের কার্যকারিতা ইএসআইসি (ESIC), ইন্ডিয়ান অয়েল (Indian Oil), এনএইচএআই (NHAI)-তেও পাওয়া যাবে ৷ কাছাকাছি কোন থানা আছে, তা জানা যাবে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (National Crime Records Bureau, NCRB)-র মাধ্যমে ৷ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার (Pradhan Mantri Gram Sadak Yojana) "মেরি সড়ক"-এর (Meri Sadak) সাহায্যে ম্যাপমাইইন্ডিয়ার "রোড"-এ গিয়ে উমঙ্গ অ্যাপের ব্যবহারকারীরা খারাপ রাস্তার অভিযোগ জানাতে পারবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.