ETV Bharat / bharat

অবিলম্বে বাতিল হোক নয়া কৃষি আইন: মেহবুবা মুফতি

অবিলম্বে নয়া তিন কৃষি আইন বাতিলের দাবি জানালেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তাঁর অভিযোগ, দিল্লির হিংসায় বিজেপির হাত রয়েছে।

Mehbooba demands immediate withdrawal of farm laws
মেহবুবা মুফতি
author img

By

Published : Jan 28, 2021, 8:44 PM IST

জম্মু, 28 জানুয়ারি: অবিলম্বে নয়া কৃষি আইন বাতিলের দাবি জানালেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি। তাঁর অভিযোগ, কৃষকদের সঙ্গে আলোচনা না-করেই এই আইন আনা হয়েছে।

দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে এবং পরবর্তী স্ট্র্যাটেজি ঠিক করতে বুধবার জম্মুতে এক সপ্তাহের সফরে গিয়েছেন মেহবুবা। সেখানেই সাধারণতন্ত্র দিবসে কৃষকদের বিক্ষোভে হিংসার ঘটনা প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে মুফতি বলেন, ''আমি মনে করি অবিলম্বে সরকারের এই আইন ফিরিয়ে নেওয়া উচিত।'' কৃষকদের আন্দোলনকে খাটো করার জন্য ষড়যন্ত্র হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মেহবুবা বলেন, ''সাধারণতন্ত্র দিবস হল সংবিধানের সেলিব্রেশনের দিন। এই আইন সংবিধানের মৌলিক বিষয়গুলির বিরোধী। কৃষকদের সঙ্গে আলোচনা না-করেই কৃষি আইন আনা হয়েছে।'' দিল্লির হিংসার ঘটনায় বিজেপি কর্মীদের হাত রয়েছে বলেও তোপ দাগেন মুফতি।

আরও পড়ুন: শহিদ দিবসে অনশনের ডাক, ভাবমূর্তি উদ্ধারে তত্‍‌পর কৃষক নেতারা

জম্মু সফরে পুঞ্চ, রাজৌরি ও চেনাব উপত্যকা এলাকাতেও যাবেন মেহবুবা মুফতি। কথা বলবেন সেইসব এলাকার দলীয় কর্মীদের সঙ্গে।

জম্মু, 28 জানুয়ারি: অবিলম্বে নয়া কৃষি আইন বাতিলের দাবি জানালেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি। তাঁর অভিযোগ, কৃষকদের সঙ্গে আলোচনা না-করেই এই আইন আনা হয়েছে।

দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে এবং পরবর্তী স্ট্র্যাটেজি ঠিক করতে বুধবার জম্মুতে এক সপ্তাহের সফরে গিয়েছেন মেহবুবা। সেখানেই সাধারণতন্ত্র দিবসে কৃষকদের বিক্ষোভে হিংসার ঘটনা প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে মুফতি বলেন, ''আমি মনে করি অবিলম্বে সরকারের এই আইন ফিরিয়ে নেওয়া উচিত।'' কৃষকদের আন্দোলনকে খাটো করার জন্য ষড়যন্ত্র হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মেহবুবা বলেন, ''সাধারণতন্ত্র দিবস হল সংবিধানের সেলিব্রেশনের দিন। এই আইন সংবিধানের মৌলিক বিষয়গুলির বিরোধী। কৃষকদের সঙ্গে আলোচনা না-করেই কৃষি আইন আনা হয়েছে।'' দিল্লির হিংসার ঘটনায় বিজেপি কর্মীদের হাত রয়েছে বলেও তোপ দাগেন মুফতি।

আরও পড়ুন: শহিদ দিবসে অনশনের ডাক, ভাবমূর্তি উদ্ধারে তত্‍‌পর কৃষক নেতারা

জম্মু সফরে পুঞ্চ, রাজৌরি ও চেনাব উপত্যকা এলাকাতেও যাবেন মেহবুবা মুফতি। কথা বলবেন সেইসব এলাকার দলীয় কর্মীদের সঙ্গে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.