হায়দরাবাদ, 6 মার্চ: টানা দ্বিতীয়বারের জন্য মেঘালয়ের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন কনরাড কে সাংমা ৷ মঙ্গলবার সকাল 11টায় শিলংয়ে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান হবে ৷ কনরাডের এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ উল্লেখ্য, ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি বা ইউডিপি (UDP) ও পিপল'স ডেমোক্রেটিক ফ্রন্ট বা পিডিএফ (PDF) এর সমর্থন নিয়েই জোট সরকার গড়ছেন এনপিপি (NPP) প্রধান কনরাড সাংমা (Conrad Sangma) ৷
এনপিপি নেতৃত্বাধীন এই জোট সরকারের সঙ্গে থাকছে 45 জন বিধায়কের সমর্থন ৷ উল্লেখ্য, গতবার কনরাড সাংমা নেতৃত্বাধীন মেঘালয় ডেমোক্রেটিক অ্যালায়েন্স সরকারেও এই ইউডিপি ও পিডিএফ শরিক ছিল ৷ সেই দিক দিয়ে দেখলে মেঘালয়ে জোট সরকারের পরম্পরা এবারও বজায় থাকল ৷ উল্লেখ্য, 60 আসনের মেঘালয় বিধানসভার নির্বাচনে এবার ভোট হয়েছিল 59 আসনে (Conrad Sangma will take oath as Meghalaya CM) ৷
-
Thank you UDP and PDF for coming forward to join the NPP to form the Government. The strong support from homegrown political parties will further strengthen us to serve Meghalaya and its people. pic.twitter.com/YVJlx3BxCM
— Conrad K Sangma (@SangmaConrad) March 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thank you UDP and PDF for coming forward to join the NPP to form the Government. The strong support from homegrown political parties will further strengthen us to serve Meghalaya and its people. pic.twitter.com/YVJlx3BxCM
— Conrad K Sangma (@SangmaConrad) March 5, 2023Thank you UDP and PDF for coming forward to join the NPP to form the Government. The strong support from homegrown political parties will further strengthen us to serve Meghalaya and its people. pic.twitter.com/YVJlx3BxCM
— Conrad K Sangma (@SangmaConrad) March 5, 2023
এই 59টি আসনের মধ্যে এনপিপি পেয়েছে 26টি আসন, ইউডিপি জিতেছে 11 আসনে ৷ 2টি আসন পেয়েছে পিডিএফ ৷ অন্যদিকে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস পেয়েছে 5টি করে আসন ৷ বিজেপি জেতে 2 আসনে ৷ ইতিমধ্যেই পিডিএফ-এর তরফে দলের কার্যকরী সভাপতি বান্টেইডোর লিংডো ও দলের সভাপতি গ্যাভিন মাইলিমগ্যাপ কনরাড সাংমার সঙ্গে দেখা করে তাঁদের সমর্থনের কথা জানিয়ে এসেছেন ৷ সমর্থনের চিঠি পাঠিয়েছেন ইউডিপি মেটবাহ লিঙ্গডোও ৷
আরও পড়ুন: ব্যর্থতা ঢাকতে বিদেশে গিয়ে ভারতের বদনাম করছেন রাহুল, তোপ অনুরাগের
9 মার্চ স্পিকার নির্বাচন হবে মেঘালয় বিধানসভায় ৷ বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে ইতিমধ্যেই দায়িত্ব নিয়েছেন ডি শিরা ৷ তিনিই নতুন বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন ৷ নাগাল্যান্ডে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারও শপথ নেবে মঙ্গলবার ৷ শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ 8 মার্চ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানেও যোগ দেবেন তাঁরা ৷