ETV Bharat / bharat

কোরোনা আক্রান্ত মেঘালয়ের মুখ্য়মন্ত্রী - কোরোনা আক্রান্ত

তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে বলে টুইটারে লিখেছেন কনরাড সাংমা । তিনি এই মুহূর্তে হোম আইসোলেশনে রয়েছেন ।

meghalaya-cm-tests-covid-19-positive
কোরোনা আক্রান্ত হলেন মেঘালয়ের মুখ্য়মন্ত্রী
author img

By

Published : Dec 11, 2020, 8:15 PM IST

শিলং(মেঘালয়), 11 ডিসেম্বর : কোরোনায় আক্রান্ত হলেন মেঘালয়ের মুখ্য়মন্ত্রী কনরাড সাংমা । নিজেই টুইট করে একথা জানিয়েছেন ।

তিনি টুইটারে জানান, তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । তিনি এই মুহূর্তে হোম আইসোলেশনে রয়েছেন । এবং সামান্য় উপসর্গ রয়েছে । একই সঙ্গে তিনি আবেদন করেন, গত পাঁচদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন নিজেদের শরীরের প্রতি খেলায় রাখেন এবং কোরোনা পরীক্ষা করিয়ে নেন ।

স্বাস্থ্য় মন্ত্রকের দেওয়া তথ্য় অনুযায়ী, মেঘালয়ে আরও 46 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । ফলে এখন সেখানে মোট সক্রিয় কোরোনা রোগীর সংখ্য়া 580 । একই সঙ্গে গত 24 ঘণ্টায় কোরোনায় একজনের মৃত্যু হয়েছে । সুস্থ হয়ে উঠেছে মোট 28 জন । মোট সুস্থের সংখ্যা 11 হাজার 883 ।

আরও পড়ুন: সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কোরোনা ভ্যাকসিনকে হিউম্য়ান ট্রায়ালের অনুমতি

শিলং(মেঘালয়), 11 ডিসেম্বর : কোরোনায় আক্রান্ত হলেন মেঘালয়ের মুখ্য়মন্ত্রী কনরাড সাংমা । নিজেই টুইট করে একথা জানিয়েছেন ।

তিনি টুইটারে জানান, তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । তিনি এই মুহূর্তে হোম আইসোলেশনে রয়েছেন । এবং সামান্য় উপসর্গ রয়েছে । একই সঙ্গে তিনি আবেদন করেন, গত পাঁচদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন নিজেদের শরীরের প্রতি খেলায় রাখেন এবং কোরোনা পরীক্ষা করিয়ে নেন ।

স্বাস্থ্য় মন্ত্রকের দেওয়া তথ্য় অনুযায়ী, মেঘালয়ে আরও 46 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । ফলে এখন সেখানে মোট সক্রিয় কোরোনা রোগীর সংখ্য়া 580 । একই সঙ্গে গত 24 ঘণ্টায় কোরোনায় একজনের মৃত্যু হয়েছে । সুস্থ হয়ে উঠেছে মোট 28 জন । মোট সুস্থের সংখ্যা 11 হাজার 883 ।

আরও পড়ুন: সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কোরোনা ভ্যাকসিনকে হিউম্য়ান ট্রায়ালের অনুমতি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.