ETV Bharat / bharat

Meghalaya BJP Leader Arrested: মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার মেঘালয়ের বিজেপি নেতা - মধুচক্র

মেঘালয় বিজেপির শীর্ষনেতাকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করল পুলিশ ৷ অভিযোগ, মেঘালয় বিজেপির সহ-সভাপতি বেরনার্ড এন মারাক তাঁর খামার বাড়িতে মধুচক্র চালাচ্ছিলেন (Meghalaya BJP Leader Arrested for Accusing Run a Sex Racket in His Farm House in Garo District) ৷ গত শনিবার পুলিশ অভিযান চালায় ওই খামার বাড়িতে ৷ তবে, বিজেপি নেতা সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷

Meghalaya BJP Leader Arrested for Accusing Run a Sex Racket in His Farm House in Garo District
Meghalaya BJP Leader Arrested for Accusing Run a Sex Racket in His Farm House in Garo District
author img

By

Published : Jul 27, 2022, 10:32 AM IST

শিলং, 27 জুলাই: মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার হলেন মেঘালয়ের বিজেপি সহ-সভাপতি বেরনার্ড এন মারাক ৷ তাঁকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযোগ, মেঘালয়ে নিজের খামার বাড়িতে এই মধুচক্র চালাচ্ছিলেন বেরনার্ড (Meghalaya BJP Leader Arrested for Accusing Run a Sex Racket in His Farm House in Garo District) ৷ মেঘালয় পুলিশের তরফে জানানো হয়েছে, বেরনার্ড একজন প্রাক্তন জঙ্গি নেতা ৷

মেঘালয়ের পার্বত্য গারো জেলার তুরাতে একটি খামার বাড়ি রয়েছে বেরনার্ড এন মারাকের ৷ গত শনিবার সেই খামার বাড়িতে অভিযান চালায় পুলিশ ৷ সেই সময় বেরনার্ড সেখান থেকে পালিয়ে যান ৷ তবে, সেখান থেকে 6 জন নাবালিকাকে উদ্ধার করা হয় ৷ সেই সঙ্গে গ্রেফতার করা হয় 73 জনকে ৷ ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন এই বিজেপি নেতা ৷ কিন্তু, মঙ্গলবার মেঘালয় পুলিশ অভিযুক্ত বিজেপির সহ-সভাপতিকে গ্রেফতার করে (Meghalaya BJP Leader Arrested) ৷

গারো জেলার পুলিশ সুপার বিবেকানন্দ সিং সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘‘বেরনার্ড এন মারাক ওরফে রিমপুকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁকে তুরায় নিয়ে আসার জন্য পুলিশের একটি দলকে উত্তরপ্রদেশে পাঠানো হয়েছে ৷’’ মেঘালয় পুলিশ প্রশাসন বেরনার্ডের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে ৷ এর পরেই মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুর জেলা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷

পুলিশ সুপার জানান, বেরনার্ড যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, তার জন্যই লুকআউট নোটিস জারি করা হয়েছিল ৷ সোমবার তুরার আদালত বিজেপি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা গ্রেফতারি পরোয়ানা জারি করে ৷ প্রসঙ্গত, মেঘালয়ের শাসকদল মেঘালয় ডেমোক্রেটিক অ্যালায়েন্সের জোট সঙ্গী ৷ যে জোটের নেতৃত্ব রয়েছেন, এনপিপি নেতা তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা ৷ অভিযুক্ত বিজেপির সহ-সভাপতিকে শিলং সদর পুলিশের সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছিল ৷ কিন্তু, তিনি সেখান থেকে পালিয়ে যান ৷

আরও পড়ুন: SC on Prostitution : যৌনপেশা আইনসম্মত, পুলিশ অকারণে হস্তক্ষেপ করতে পারে না, জানাল সুপ্রিম কোর্ট

তবে, বেরনার্ড এন মারাক দাবি করেছেন, তিনি নির্দোষ ৷ তাঁকে রাজনৈতিক কারণে ফাঁসানো হচ্ছে ৷ আর এর পিছনে মেঘালয়ের মুখ্যমন্ত্রী জড়িত বলে অভিযোগ করেছেন বেরনার্ড ৷ আর সেই সঙ্গে নিজের প্রাণ সংশয়ের আশঙ্কাও করছেন তিনি ৷ বেরনার্ডের দাবিকে সমর্থন করেছে মেঘালয়ের বিজেপি নেতৃত্বও ৷ বিজেপি সহ-সভাপতির বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করে উপ-মুখ্যমন্ত্রী প্রেস্টন টাইনসং অভিযোগ করেছেন, কনরাড সাংমার সরকারের কথা মতো পুলিশ কাজ করছে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে মেঘালয়ে এক রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে ৷

শিলং, 27 জুলাই: মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার হলেন মেঘালয়ের বিজেপি সহ-সভাপতি বেরনার্ড এন মারাক ৷ তাঁকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযোগ, মেঘালয়ে নিজের খামার বাড়িতে এই মধুচক্র চালাচ্ছিলেন বেরনার্ড (Meghalaya BJP Leader Arrested for Accusing Run a Sex Racket in His Farm House in Garo District) ৷ মেঘালয় পুলিশের তরফে জানানো হয়েছে, বেরনার্ড একজন প্রাক্তন জঙ্গি নেতা ৷

মেঘালয়ের পার্বত্য গারো জেলার তুরাতে একটি খামার বাড়ি রয়েছে বেরনার্ড এন মারাকের ৷ গত শনিবার সেই খামার বাড়িতে অভিযান চালায় পুলিশ ৷ সেই সময় বেরনার্ড সেখান থেকে পালিয়ে যান ৷ তবে, সেখান থেকে 6 জন নাবালিকাকে উদ্ধার করা হয় ৷ সেই সঙ্গে গ্রেফতার করা হয় 73 জনকে ৷ ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন এই বিজেপি নেতা ৷ কিন্তু, মঙ্গলবার মেঘালয় পুলিশ অভিযুক্ত বিজেপির সহ-সভাপতিকে গ্রেফতার করে (Meghalaya BJP Leader Arrested) ৷

গারো জেলার পুলিশ সুপার বিবেকানন্দ সিং সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘‘বেরনার্ড এন মারাক ওরফে রিমপুকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁকে তুরায় নিয়ে আসার জন্য পুলিশের একটি দলকে উত্তরপ্রদেশে পাঠানো হয়েছে ৷’’ মেঘালয় পুলিশ প্রশাসন বেরনার্ডের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে ৷ এর পরেই মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুর জেলা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷

পুলিশ সুপার জানান, বেরনার্ড যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, তার জন্যই লুকআউট নোটিস জারি করা হয়েছিল ৷ সোমবার তুরার আদালত বিজেপি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা গ্রেফতারি পরোয়ানা জারি করে ৷ প্রসঙ্গত, মেঘালয়ের শাসকদল মেঘালয় ডেমোক্রেটিক অ্যালায়েন্সের জোট সঙ্গী ৷ যে জোটের নেতৃত্ব রয়েছেন, এনপিপি নেতা তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা ৷ অভিযুক্ত বিজেপির সহ-সভাপতিকে শিলং সদর পুলিশের সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছিল ৷ কিন্তু, তিনি সেখান থেকে পালিয়ে যান ৷

আরও পড়ুন: SC on Prostitution : যৌনপেশা আইনসম্মত, পুলিশ অকারণে হস্তক্ষেপ করতে পারে না, জানাল সুপ্রিম কোর্ট

তবে, বেরনার্ড এন মারাক দাবি করেছেন, তিনি নির্দোষ ৷ তাঁকে রাজনৈতিক কারণে ফাঁসানো হচ্ছে ৷ আর এর পিছনে মেঘালয়ের মুখ্যমন্ত্রী জড়িত বলে অভিযোগ করেছেন বেরনার্ড ৷ আর সেই সঙ্গে নিজের প্রাণ সংশয়ের আশঙ্কাও করছেন তিনি ৷ বেরনার্ডের দাবিকে সমর্থন করেছে মেঘালয়ের বিজেপি নেতৃত্বও ৷ বিজেপি সহ-সভাপতির বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করে উপ-মুখ্যমন্ত্রী প্রেস্টন টাইনসং অভিযোগ করেছেন, কনরাড সাংমার সরকারের কথা মতো পুলিশ কাজ করছে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে মেঘালয়ে এক রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.