ETV Bharat / bharat

পণে বিএমডব্লিউ দাবি প্রেমিকের পরিবারের, বিয়ে ভাঙতেই আত্মহত্যা চিকিৎসক পাত্রীর - সুইসাইড নোট

Died by Suicide: সম্পর্ক ছিল দীর্ঘদিনের ৷ পাত্র-পাত্রী দুজনেই ডাক্তার ৷ পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক হওয়ার পরই বিশাল পণ দাবি করে যুবকের পরিবার ৷ পাত্রীপক্ষ তা দিতে পারবে না শুনে বিয়েতে বেঁকে বসেন পাত্র ৷ আর এই বিষয়টি মন থেকে মেনে নিতে না পেরেই আত্মহত্যা করলেন চিকিৎসক পাত্রী ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 8:19 PM IST

তিরুঅনন্তপুরম, 7 ডিসেম্বর: চিকিৎসক প্রেমিকের পরিবার পণ হিসেবে চেয়েছিল 150 ভরি সোনা, 15 একর জমি ও একটি বিএমডব্লিউ গাড়ি ৷ যা দেওয়ার মতো সামর্থ্য চিকিৎসক প্রেমিকার পরিবারের ছিল না ৷ পণ দিতে না-পারার জন্য সম্পর্ক থেকে সরে এসেছিলেন প্রেমিক ৷ বিষয়টি মেনে নিতে না-পেরে আত্মহত্যা করলেন প্রেমিকা ডাঃ শাহানা ৷ যিনি কেরলের সরকারি মেডিক্যাল কলেজের স্নাতকোত্তরের চিকিৎসক ৷

পেশায় চিকিৎসক কোল্লামের বাসিন্দা ডাঃ ইএ রুইস ছিলেন শাহানার প্রেমিক ৷ এই ঘটনায় রুইসকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে কেরল পুলিশ ৷ বৃহস্পতিবার ভোরে করুণাগাপ্পল্লিতে এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য মেডিক্যাল কলেজ থানায় নিয়ে আসে পুলিশ ৷

জানা গিয়েছে, শাহানা ও রুইস দুজনের পরিবারের সম্মতিতেই বিয়ের পরিকল্পনা এগোয় ৷ পরে রুইসের পরিবার মোটা অংকের পণ চেয়ে বসে ৷ শাহানার পরিবার জানিয়েছে, 150 ভরি সোনা, 15 একর জমি ও একটি বিএমডব্লিউ গাড়ি পণ হিসেবে চেয়েছিল রুইসের পরিবার ৷ যা ছিল তাদের আর্থিক সামর্থ্যের বাইরে ৷ বিষয়টি জানতে পেরে রুইসও বিয়ে থেকে সরে আসে ৷ আর তাতেই বিয়ে ভেঙে যায় ৷

এই ঘটনা মেনে নিতে পারেনি শাহানা ৷ অ্যাপার্টমেন্টে তাঁকে অচেতন অবস্থা পাওয়া যায় ৷ সঙ্গে ছিল কিছু খালি শিশি ৷ উদ্ধার করা হয়েছে একটি সুইসাইড নোটও ৷ সেখানে সরাসরি পণ নেওয়ার অভিযোগ না-থাকলেও পরোক্ষভাবে তা যে সেদিকেই ইঙ্গিত করছে তা বুঝতে পেরেছেন সবাই ৷ সুইসাইড নোটে লেখা ছিল, "সবাই টাকা চায় ৷ সবচেয়ে বড় জিনিস হল টাকা ৷"

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ৷ শাহানার পরিবারের বক্তব্যের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনা ও পণ নেওয়া অপরাধ আইনের ধারা যুক্ত করা হয়েছে ৷ কেরল পোস্ট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের (কেএমপিজিএ) রাজ্য কমিটির সদস্য ছিলেন রুইস ৷ এই ঘটনার পর তাঁকে সেই সদস্যপদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জও শাহানার মৃত্যুর তদন্তের নির্দেশ দিয়েছেন ৷

আত্মহত্যা কোনও সমাধান নয় :

আপনি যদি আত্মহত্যার চিন্তাভাবনা করে থাকেন, আপনার কোনও বন্ধুর জন্য চিন্তিত হন বা আপনার মানসিক সমর্থনের প্রয়োজন হয় তবে মনে রাখবেন আপনার কথা শোনার জন্যও কেউ রয়েছে । এর জন্য প্রয়োজনে ফোন করতে পারেন স্নেহা ফাউন্ডেশনে - 04424640050 (24x7 উপলব্ধ) অথবা iCall, টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস হেল্পলাইন - 9152987821 (সোম থেকে শনিবার সকাল 8 টা থেকে 10 টা পর্যন্ত উপলব্ধ)।

আরও পড়ুন :

1 ফোনে কথা বলার পরই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার! প্রেমঘটিত কারণে আত্মহত্যার অনুমান পুলিশের

2 রাখাল ও বাঘের গল্প বাস্তবে ! একাধিকবার আত্মহত্যার হুমকি, 16 বারে সত্যিই লাগল ফাঁস

3 শিক্ষকের মোবাইলে ছাত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ! উদ্ধার কলেজ পড়ুয়া কিশোরীর ঝুলন্ত দেহ

তিরুঅনন্তপুরম, 7 ডিসেম্বর: চিকিৎসক প্রেমিকের পরিবার পণ হিসেবে চেয়েছিল 150 ভরি সোনা, 15 একর জমি ও একটি বিএমডব্লিউ গাড়ি ৷ যা দেওয়ার মতো সামর্থ্য চিকিৎসক প্রেমিকার পরিবারের ছিল না ৷ পণ দিতে না-পারার জন্য সম্পর্ক থেকে সরে এসেছিলেন প্রেমিক ৷ বিষয়টি মেনে নিতে না-পেরে আত্মহত্যা করলেন প্রেমিকা ডাঃ শাহানা ৷ যিনি কেরলের সরকারি মেডিক্যাল কলেজের স্নাতকোত্তরের চিকিৎসক ৷

পেশায় চিকিৎসক কোল্লামের বাসিন্দা ডাঃ ইএ রুইস ছিলেন শাহানার প্রেমিক ৷ এই ঘটনায় রুইসকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে কেরল পুলিশ ৷ বৃহস্পতিবার ভোরে করুণাগাপ্পল্লিতে এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য মেডিক্যাল কলেজ থানায় নিয়ে আসে পুলিশ ৷

জানা গিয়েছে, শাহানা ও রুইস দুজনের পরিবারের সম্মতিতেই বিয়ের পরিকল্পনা এগোয় ৷ পরে রুইসের পরিবার মোটা অংকের পণ চেয়ে বসে ৷ শাহানার পরিবার জানিয়েছে, 150 ভরি সোনা, 15 একর জমি ও একটি বিএমডব্লিউ গাড়ি পণ হিসেবে চেয়েছিল রুইসের পরিবার ৷ যা ছিল তাদের আর্থিক সামর্থ্যের বাইরে ৷ বিষয়টি জানতে পেরে রুইসও বিয়ে থেকে সরে আসে ৷ আর তাতেই বিয়ে ভেঙে যায় ৷

এই ঘটনা মেনে নিতে পারেনি শাহানা ৷ অ্যাপার্টমেন্টে তাঁকে অচেতন অবস্থা পাওয়া যায় ৷ সঙ্গে ছিল কিছু খালি শিশি ৷ উদ্ধার করা হয়েছে একটি সুইসাইড নোটও ৷ সেখানে সরাসরি পণ নেওয়ার অভিযোগ না-থাকলেও পরোক্ষভাবে তা যে সেদিকেই ইঙ্গিত করছে তা বুঝতে পেরেছেন সবাই ৷ সুইসাইড নোটে লেখা ছিল, "সবাই টাকা চায় ৷ সবচেয়ে বড় জিনিস হল টাকা ৷"

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ৷ শাহানার পরিবারের বক্তব্যের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনা ও পণ নেওয়া অপরাধ আইনের ধারা যুক্ত করা হয়েছে ৷ কেরল পোস্ট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের (কেএমপিজিএ) রাজ্য কমিটির সদস্য ছিলেন রুইস ৷ এই ঘটনার পর তাঁকে সেই সদস্যপদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জও শাহানার মৃত্যুর তদন্তের নির্দেশ দিয়েছেন ৷

আত্মহত্যা কোনও সমাধান নয় :

আপনি যদি আত্মহত্যার চিন্তাভাবনা করে থাকেন, আপনার কোনও বন্ধুর জন্য চিন্তিত হন বা আপনার মানসিক সমর্থনের প্রয়োজন হয় তবে মনে রাখবেন আপনার কথা শোনার জন্যও কেউ রয়েছে । এর জন্য প্রয়োজনে ফোন করতে পারেন স্নেহা ফাউন্ডেশনে - 04424640050 (24x7 উপলব্ধ) অথবা iCall, টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস হেল্পলাইন - 9152987821 (সোম থেকে শনিবার সকাল 8 টা থেকে 10 টা পর্যন্ত উপলব্ধ)।

আরও পড়ুন :

1 ফোনে কথা বলার পরই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার! প্রেমঘটিত কারণে আত্মহত্যার অনুমান পুলিশের

2 রাখাল ও বাঘের গল্প বাস্তবে ! একাধিকবার আত্মহত্যার হুমকি, 16 বারে সত্যিই লাগল ফাঁস

3 শিক্ষকের মোবাইলে ছাত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ! উদ্ধার কলেজ পড়ুয়া কিশোরীর ঝুলন্ত দেহ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.