নয়াদিল্লি, 3 মে : এবার মেডিকেলের ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের এবং ইন্টার্নদের কোভিড আক্রান্তদের চিকিৎসার কাজে লাগানো হবে ৷ আজ কেন্দ্রীয় সরকারের তরফে এই ঘোষণা করা হয় ৷
করোনা রোগীদের চিকিৎসার সঙ্গে যুক্ত প্রচুর চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন ৷ যার ফলে অনেক হাসপাতালে চিকিৎসার কাজে ব্য়হত হচ্ছে ৷ আর সেকারণেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷
আরও পড়ুন- রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে রাজভবনে মমতা
ওই নির্দেশিকায় বলা হয়েছে, ইন্টার্নদের ও মেডিকেলের ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের কোভিড ম্য়ানেজমেন্টের কাজে লাগানো হবে ৷ সরাসারি হাসপাতালে চিকিৎসার পাশাপাশি টেলিমেডিসিনের কাজে তাঁদের লাগানো হবে বলে জানা গিয়েছে ৷ তবে তাঁরা কোনও সিনিয়র চিকিৎসকদের পর্যবেক্ষণে কাজ করবেন ৷
শুধু চিকিৎসক নন, বিএসসি নার্স অথবা জিএনএম ডিগ্রিধারীদেরও কোভিড রোগীদের সেবা করার কাজে নিযুক্ত করা হবে ৷ তাঁরাও কোনও সিনিয়র চিকিৎসক বা সিনিয়র নার্সের তত্বাবধানে কাজ করবেন ৷
করোনা আক্রান্তের সংখ্য়া দিন দিন বাড়ছে ৷ সঙ্গে চিকিৎসকরাও আক্রান্ত হচ্ছেন ৷ এই পরিস্থিতিতে চিকিৎকরা আক্রান্ত হলে চিকিৎসা ব্য়বস্থা ভেঙে পড়তে পারে ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে ৷