নয়াদিল্লি, 17 মে: আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্ট খারিজ করে দিল ভারত সরকার ৷ ভারতের দাবি, ওই রিপোর্ট পক্ষপাতমূলক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে ৷ সোমবার ওই রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দফতর ৷ সেখানে ভারতে সংখ্যালঘুরা আক্রান্ত হয় বলে দাবি করে ভারত সরকারের সমালোচনা করা হয়েছে ৷ সেই কারণেই এই রিপোর্টকে ভারতের তরফে খারিজ করা হয়েছে ৷
এই রিপোর্ট নিয়ে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, এই ধরনের রিপোর্ট ভুল তথ্য ও ত্রুটিপূর্ণ বোঝাপড়ার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে । ভারতকে ছোট করে দেখাতে পক্ষপাতদুষ্ট কিছু মার্কিন কর্মকর্তা এই রিপোর্ট তৈরি করেছে ৷
সেই করণেই এই রিপোর্টের কোনও বিশ্বাসযোগ্যতা নেই বলে জানিয়েছেন অরিন্দম বাগচি ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব ভারত বোঝে ৷ আর আগামিদিনে ভারত সম্পর্কিত বিষয়গুলি নিয়ে ওই দেশের সঙ্গে খোলাখুলি আলোচনায় সরকারের কোনও আপত্তি নেই ৷
ইউএস স্টেট ডিপার্টমেন্ট 2022 রিপোর্ট অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম নামে প্রকাশিত হয়েছে এটি ৷ 2022 সালে সারা বিশ্বে ধর্মীয় স্বাধীনতা নিয়েই এই রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দফতর ৷ সোমবার এই রিপোর্ট প্রকাশ করেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন ৷
তিনি জানান যে এই রিপোর্ট তথ্যনিষ্ঠ ৷ সারা বিশ্বের 200টি দেশ ও অঞ্চলের ধর্মীয় স্বাধীনতা নিয়ে বিস্তারিত অনুসন্ধানের পর তৈরি করা হয়েছে ৷ তবে তিনি এই রিপোর্টের ভারতের নাম থাকার কথা উল্লেখ করেননি ৷ রিপোর্ট প্রকাশের পর ওয়াশিংটনে এই সাংবাদিকদের মুখোমুখি হন ওই দেশের অফিস অফ ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম-এর অ্যাম্বাসডর অ্যাট লার্জ রাশাদ হুসেন ৷ তাঁর কথায়, রাশিয়া, ভারত, চিন এবং সৌদি আরবের মতো অনেক দেশের সরকার সংখ্যালঘুদের স্বাধীনভাবে ধর্মাচরণে বাধা দেয় ৷
ওই রিপোর্টে ভারতে দলিতদের উপর অত্যাচার করা হয় বলে দাবি করা হয়েছে ৷ কাশ্মিরী হিন্দুদের কথাও বলা হয়েছে ৷ যেখানে দাবি করা হয়েছে, ইসলামিক মৌলবাদী জঙ্গি সংগঠনগুলি উপত্যকায় কাশ্মিরী হিন্দুদের আক্রমণ করছে ৷ তাঁদের সেখানে থাকতে দিচ্ছে না ৷ একই সঙ্গে ওই রিপোর্টে ভারতে তৈরি হয় ধর্মান্তর বিরোধী আইনেরও সমালোচনা করা হয়েছে ৷
তবে রিপোর্টে দেখা যাচ্ছে যে ভারত নিয়ে এই বছর যা তথ্য দেওয়া হয়েছে, তার সঙ্গে গত বছরের রিপোর্টের অনেকটাই মিল রয়েছে ৷ আর যা তথ্য উল্লেখ করা হয়েছে সবটাই দেশের ভিতরের বা বাইরের বিভিন্ন মিডিয়া ও অসরকারি সংগঠনের উপর ভিত্তি করে ৷ তবে হুসেন রিপোর্টে ভারতের অংশকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ৷ তাঁর মতে, এখানে সরকারি মদতে ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হয় ৷
আরও পড়ুন: পাকিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগে আমেরিকা, নজর রাখছে বাইডেন প্রশাসন