নয়াদিল্লি, 7 অক্টোবর : পাকিস্তানের (Pakistan) জেলগুলিতে বন্দি ভারতীয়দের (Indian Prisoners) মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারত (India) ৷ শুক্রবার নয়াদিল্লিতে বিদেশমন্ত্রকের তরফে সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, জেলে ভারতীয় বন্দিদের নিরাপত্তা দিতে দায়বদ্ধ পাকিস্তান ৷ তাই জেলে বন্দিদের মৃত্যুর ঘটনা উদ্বেগজনক ৷
এদিন ওই সাংবাদিক বৈঠক করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ৷ তিনি বলেন, ‘‘এই সমস্যা চলছে ৷ আমরা জানতে পেরেছি যে মৎস্যজীবীদের মৃত্যুর সংখ্যা সাম্প্রতিক কালে বেড়েছে ৷ গত 9 মাসে পাকিস্তানে 6 জন বন্দি মারা গিয়েছে ৷’’ এঁদের মধ্যে 5 জনই মৎস্যজীবী বলে তিনি জানিয়েছেন ৷
তাঁর আরও অভিযোগ, ওই 6 জনের সাজার মেয়াদ পূরণ হয়ে গিয়েছিল ৷ তাঁদের ফিরিয়ে দেওয়ার জন্য বারবার প্রতিবেশি দেশকে বলা হয়েছে ৷ তার পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ বরং অবৈধ ভাবে তাঁদের আটকে রাখা হয়েছিল ৷ তাই যাঁদের সাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাঁদের দ্রুত ছেড়ে দেওয়ার কথা বলেছেন তিনি ৷
প্রসঙ্গত, গত 20 জুন আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে 20 জন ভারতীয় মৎস্যজীবীকে (Indian Fishermen) মুক্ত করেছিল পাকিস্তান ৷
আরও পড়ুন : কাশ্মীর সীমান্তে সুড়ঙ্গের হদিস, এই পথেই ঢুকছিল জঙ্গিরা ?