ETV Bharat / bharat

Navy Officers Death Penalty: কাতার মৃত্যুদণ্ড প্রাপ্ত ভারতীয়দের সাজা মকুবে আইনি পদক্ষেপ নয়াদিল্লির

MEA on Death Sentence to 8 former Indian Navy Officers: কাতারে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে নৌসেনার আটজন প্রাক্তন আধিকারিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ৷ এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য আইনি পদক্ষেপ করছে ভারত ৷ বৃহস্পতিবার জানিয়েছেন বিদেশমন্ত্রক ৷

MEA
MEA
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 7:17 PM IST

নয়াদিল্লি, 9 নভেম্বর: কাতারের আদালত ভারতের আটজন প্রাক্তন নৌসেনা আধিকারিককে মৃত্যুদণ্ড দিয়েছে ৷ এর বিরুদ্ধে সেখানে একটি আবেদন করা হয়েছে ভারত সরকারের তরফে ৷ বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে এই কথা জানানো হয়েছে ৷

এ দিন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন যে দোহায় উপস্থিত ভারতীয় দূতাবাস বন্দি নৌসেনা আধিকারিকদের সঙ্গে কথা বলার জন্য় আরও একটি কনস্যুলার অ্যাকসেস পেয়েছে ৷ নয়াদিল্লি ওই আটজনকে সমস্ত রকম আইনি সহায়তা করবে ৷

গত 26 অক্টোবর কাতারের আদালত ওই আটজন প্রাক্তন নৌসেনা আধিকারিককে মৃত্যুদণ্ড দেয় ৷ বিষয়টি সামনে আসার পর কূটনৈতিক মহলে হইচই পড়ে যায় ৷ এই নিয়ে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয় ৷ ভারত সরকার যাতে এই নিয়ে উপযুক্ত পদক্ষেপ করে, সেই দাবিও ওঠে ৷

ভারত সরকারের তরফে তখনই এই ঘটনাকে গভীর চিন্তার বলে জানানো হয় ৷ তার পর থেকে ভারত সরকার ওই রায়ের বিরুদ্ধে কী কী আইনি পদক্ষেপ করা যায়, সেই বিষয় খতিয়ে দেখা শুরু করে ৷ এ দিন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন যে ইতিমধ্যে এই বিষয়ে একটি আবেদন করা হয়েছে ৷

যে আটজনকে শাস্তি দেওয়া হয়েছে, তাঁরা আল দাহরা নামে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন ৷ গত বছরের অগস্টে তাঁদের গ্রেফতার করা হয় গুপ্তচরবৃত্তির অভিযোগে ৷ চলতি বছরের 25 মার্চ ওই আটজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয় ৷ তার পর কাতারের আইন অনুযায়ী তাঁধের বিরুদ্ধে বিচার শুরু হয় সেখানকার আদালতে ৷

তার পর গত 26 অক্টোবর তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয় ৷ এখন দেখার আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভারত সরকার ওই আটজনকে কাতার থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে পারে কি না !

আরও পড়ুন: কাতারে মৃত্যুদণ্ড আট ভারতীয় নৌসেনার! আইনি ব্যবস্থা নিচ্ছে বিদেশমন্ত্রক

নয়াদিল্লি, 9 নভেম্বর: কাতারের আদালত ভারতের আটজন প্রাক্তন নৌসেনা আধিকারিককে মৃত্যুদণ্ড দিয়েছে ৷ এর বিরুদ্ধে সেখানে একটি আবেদন করা হয়েছে ভারত সরকারের তরফে ৷ বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে এই কথা জানানো হয়েছে ৷

এ দিন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন যে দোহায় উপস্থিত ভারতীয় দূতাবাস বন্দি নৌসেনা আধিকারিকদের সঙ্গে কথা বলার জন্য় আরও একটি কনস্যুলার অ্যাকসেস পেয়েছে ৷ নয়াদিল্লি ওই আটজনকে সমস্ত রকম আইনি সহায়তা করবে ৷

গত 26 অক্টোবর কাতারের আদালত ওই আটজন প্রাক্তন নৌসেনা আধিকারিককে মৃত্যুদণ্ড দেয় ৷ বিষয়টি সামনে আসার পর কূটনৈতিক মহলে হইচই পড়ে যায় ৷ এই নিয়ে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয় ৷ ভারত সরকার যাতে এই নিয়ে উপযুক্ত পদক্ষেপ করে, সেই দাবিও ওঠে ৷

ভারত সরকারের তরফে তখনই এই ঘটনাকে গভীর চিন্তার বলে জানানো হয় ৷ তার পর থেকে ভারত সরকার ওই রায়ের বিরুদ্ধে কী কী আইনি পদক্ষেপ করা যায়, সেই বিষয় খতিয়ে দেখা শুরু করে ৷ এ দিন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন যে ইতিমধ্যে এই বিষয়ে একটি আবেদন করা হয়েছে ৷

যে আটজনকে শাস্তি দেওয়া হয়েছে, তাঁরা আল দাহরা নামে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন ৷ গত বছরের অগস্টে তাঁদের গ্রেফতার করা হয় গুপ্তচরবৃত্তির অভিযোগে ৷ চলতি বছরের 25 মার্চ ওই আটজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয় ৷ তার পর কাতারের আইন অনুযায়ী তাঁধের বিরুদ্ধে বিচার শুরু হয় সেখানকার আদালতে ৷

তার পর গত 26 অক্টোবর তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয় ৷ এখন দেখার আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভারত সরকার ওই আটজনকে কাতার থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে পারে কি না !

আরও পড়ুন: কাতারে মৃত্যুদণ্ড আট ভারতীয় নৌসেনার! আইনি ব্যবস্থা নিচ্ছে বিদেশমন্ত্রক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.