ETV Bharat / bharat

Md Salim: 'গুজরাত মডেল বলা বন্ধ করুন, বলুন মোদি মডেল' ! টুইটারের তোপ সেলিমের - মহম্মদ সেলিম টুইটার

মোরবিতে সেতু বিপর্যয়ের (Gujarat Bridge Collapse) পর বিজেপি-এর তথাকথিত 'গুজরাত মডেল' (Gujarat Model) নিয়ে সরব হলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম (Md Salim) ৷ তাঁর মতে, এটি 'গুজরাত মডেল' নয়, 'মোদি মডেল' (Modi Model) !

1
1
author img

By

Published : Nov 2, 2022, 1:05 PM IST

কলকাতা, 2 নভেম্বর: 'মোদি মডেল'কে (Modi Model) 'গুজরাত মডেল' (Gujarat Model) বলা বন্ধ করুন ! গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়ের (Gujarat Bridge Collapse) পর ঠিক এই ভাষাতেই তোপ দাগলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম (Md Salim) ৷

বুধবার নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে দু'টি টুইট করেন সেলিম (Md Salim Twitter) ৷ তার একটিতে তিনি লেখেন, "একে গুজরাত মডেল বলা বন্ধ করুন ৷ যেখানে টেলিকম শিল্পের হাতে যুদ্ধবিমান তৈরি এবং ঘরোয়া জিনিসপত্র তৈরির সংস্থার হাতে সেতু নির্মাণের বরাত দেওয়া হয়, তা আদতে মোদি মডেল ৷"

আরও পড়ুন: মোরবির হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন মোদি, গেলেন এসপি অফিসে

প্রসঙ্গত, মোদি জমানায় বরাবরই তথাকথিত 'গুজরাত মডেল' নিয়ে দেদার প্রচার করেছে বিজেপি ৷ তাদের বক্তব্য, গুজরাত উন্নয়ন ও সেরা নাগরিক পরিষেবার প্রতীক ৷ তাই এই মডেলকে হাতিয়ার করেই সারা দেশে ক্ষমতা কায়েম করতে চায় বিজেপি ৷ যদিও এই মডেল নিয়ে বিরোধীদের অনেক অভিযোগ রয়েছে ৷ গুজরাতের নানা ঘটনায় বহু বৈষম্য়ের অভিযোগও উঠেছে ৷ যদিও গেরুয়া শিবির তাতে আমল দিতে নারাজ ৷ এদিকে, সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন ৷ তার ঠিক আগে মোরবিতে সেতু ভেঙে শতাধিক মানুষের মৃত্যুতে ব্যাকফুটে চলে গিয়েছে শাসকদল ৷

  • Stop calling it Gujarat Model..

    It is the Modi-Model which gives fighter jet manufacturing contract to a telecom industrialist and bridge construction contract to home appliances company. #MorbiScam

    — Md Salim (@salimdotcomrade) November 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাথমিকভাবে জানা গিয়েছে, শতাব্দী প্রাচীন এই সেতু সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল একটি ঘড়ি প্রস্তুতকারী সংস্থাকে ৷ সেই সংস্থার সেতু মেরামতের কোনও পূর্ব অভিজ্ঞতা নেই ৷ উপরন্তু, সেতু সংস্কারের পর তার মূল্যায়ন না করেই সাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছিল ৷ এছাড়াও, সেতু সংস্কার ও তার রক্ষণাবেক্ষণ সংক্রান্ত চুক্তিপত্রের একাধিক শর্ত নিয়েও নানা মহলে প্রশ্ন উঠেছে ৷ প্রশ্ন উঠেছে প্রাথমিক চার্জশিটে সংশ্লিষ্ট ঘড়ি প্রস্তুতকারী সংস্থা, তার মালিক এবং প্রশাসনের অভিযুক্ত আধিকারিকদের নাম না থাকা নিয়েও ৷

এর আগে অনিল আম্বানির সংস্থাকে যুদ্ধ বিমান তৈরির বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল মোদি সরকারের বিরুদ্ধে ৷ সূত্রের দাবি, মোরবির সেতু মেরামতির বরাত পাওয়ার নেপথ্যেও রয়েছে মালিক পক্ষের সঙ্গে গেরুয়াবাহিনীর সখ্য ৷ বিরোধীদের বরাবরের অভিযোগ, মোদি অ্য়ান্ড কোম্পানি আদতে তাদের শিল্পপতি 'বন্ধু'দের বিপুল পরিমাণ অর্থনৈতিক সুবিধা পাইয়ে দিতেই সরকার চালাচ্ছে ৷ এদিন সেলিম তাঁর টুইটে সেই কথাই আরও একবার বলার চেষ্টা করেছেন ৷

একইসঙ্গে, আরও একটি টুইট করেছেন সেলিম ৷ তাতে রয়েছে একটি ভিডিয়ো ফুটেজ ৷ মোরবিতে সেতু বিপর্যয়ের পর আহতদের দেখতে স্থানীয় হাসপাতালে যান নরেন্দ্র মোদি (Naendra Modi) ৷ তাঁর এই 'আগমন' উপলক্ষে তড়িঘড়ি হাসপাতাল সংস্কার করা হয় ৷ এ নিয়েও রাজনৈতিক মহলে সমালোচনার মুখে পড়তে হয়েছে বিজেপি-কে ৷ এই প্রসঙ্গে সেলিম লিখেছেন, "প্রধানমন্ত্রী আসার ঠিক আগে যেভাবে হাসপাতাল ও রাস্তা মেরামত করা হল, তাতে মনে হচ্ছে কোনও ব্যঙ্গাত্মক অনুষ্ঠান চলছে ৷"

কলকাতা, 2 নভেম্বর: 'মোদি মডেল'কে (Modi Model) 'গুজরাত মডেল' (Gujarat Model) বলা বন্ধ করুন ! গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়ের (Gujarat Bridge Collapse) পর ঠিক এই ভাষাতেই তোপ দাগলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম (Md Salim) ৷

বুধবার নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে দু'টি টুইট করেন সেলিম (Md Salim Twitter) ৷ তার একটিতে তিনি লেখেন, "একে গুজরাত মডেল বলা বন্ধ করুন ৷ যেখানে টেলিকম শিল্পের হাতে যুদ্ধবিমান তৈরি এবং ঘরোয়া জিনিসপত্র তৈরির সংস্থার হাতে সেতু নির্মাণের বরাত দেওয়া হয়, তা আদতে মোদি মডেল ৷"

আরও পড়ুন: মোরবির হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন মোদি, গেলেন এসপি অফিসে

প্রসঙ্গত, মোদি জমানায় বরাবরই তথাকথিত 'গুজরাত মডেল' নিয়ে দেদার প্রচার করেছে বিজেপি ৷ তাদের বক্তব্য, গুজরাত উন্নয়ন ও সেরা নাগরিক পরিষেবার প্রতীক ৷ তাই এই মডেলকে হাতিয়ার করেই সারা দেশে ক্ষমতা কায়েম করতে চায় বিজেপি ৷ যদিও এই মডেল নিয়ে বিরোধীদের অনেক অভিযোগ রয়েছে ৷ গুজরাতের নানা ঘটনায় বহু বৈষম্য়ের অভিযোগও উঠেছে ৷ যদিও গেরুয়া শিবির তাতে আমল দিতে নারাজ ৷ এদিকে, সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন ৷ তার ঠিক আগে মোরবিতে সেতু ভেঙে শতাধিক মানুষের মৃত্যুতে ব্যাকফুটে চলে গিয়েছে শাসকদল ৷

  • Stop calling it Gujarat Model..

    It is the Modi-Model which gives fighter jet manufacturing contract to a telecom industrialist and bridge construction contract to home appliances company. #MorbiScam

    — Md Salim (@salimdotcomrade) November 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাথমিকভাবে জানা গিয়েছে, শতাব্দী প্রাচীন এই সেতু সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল একটি ঘড়ি প্রস্তুতকারী সংস্থাকে ৷ সেই সংস্থার সেতু মেরামতের কোনও পূর্ব অভিজ্ঞতা নেই ৷ উপরন্তু, সেতু সংস্কারের পর তার মূল্যায়ন না করেই সাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছিল ৷ এছাড়াও, সেতু সংস্কার ও তার রক্ষণাবেক্ষণ সংক্রান্ত চুক্তিপত্রের একাধিক শর্ত নিয়েও নানা মহলে প্রশ্ন উঠেছে ৷ প্রশ্ন উঠেছে প্রাথমিক চার্জশিটে সংশ্লিষ্ট ঘড়ি প্রস্তুতকারী সংস্থা, তার মালিক এবং প্রশাসনের অভিযুক্ত আধিকারিকদের নাম না থাকা নিয়েও ৷

এর আগে অনিল আম্বানির সংস্থাকে যুদ্ধ বিমান তৈরির বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল মোদি সরকারের বিরুদ্ধে ৷ সূত্রের দাবি, মোরবির সেতু মেরামতির বরাত পাওয়ার নেপথ্যেও রয়েছে মালিক পক্ষের সঙ্গে গেরুয়াবাহিনীর সখ্য ৷ বিরোধীদের বরাবরের অভিযোগ, মোদি অ্য়ান্ড কোম্পানি আদতে তাদের শিল্পপতি 'বন্ধু'দের বিপুল পরিমাণ অর্থনৈতিক সুবিধা পাইয়ে দিতেই সরকার চালাচ্ছে ৷ এদিন সেলিম তাঁর টুইটে সেই কথাই আরও একবার বলার চেষ্টা করেছেন ৷

একইসঙ্গে, আরও একটি টুইট করেছেন সেলিম ৷ তাতে রয়েছে একটি ভিডিয়ো ফুটেজ ৷ মোরবিতে সেতু বিপর্যয়ের পর আহতদের দেখতে স্থানীয় হাসপাতালে যান নরেন্দ্র মোদি (Naendra Modi) ৷ তাঁর এই 'আগমন' উপলক্ষে তড়িঘড়ি হাসপাতাল সংস্কার করা হয় ৷ এ নিয়েও রাজনৈতিক মহলে সমালোচনার মুখে পড়তে হয়েছে বিজেপি-কে ৷ এই প্রসঙ্গে সেলিম লিখেছেন, "প্রধানমন্ত্রী আসার ঠিক আগে যেভাবে হাসপাতাল ও রাস্তা মেরামত করা হল, তাতে মনে হচ্ছে কোনও ব্যঙ্গাত্মক অনুষ্ঠান চলছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.