কলকাতা, 30 অক্টোবর: গুজরাতের আসন্ন বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly Election 2022) বামপন্থীদের উপস্থিতি চোখে না-পড়লেও মোদির রাজ্য়ে নির্বাচনী প্রচার চলাকালীন একটি ঘটনা নিয়ে মুখ খুলে নজর কাড়লেন সিপিএম নেতা মহম্মদ সেলিম (Md Salim) ৷ আসলে নির্বাচনী প্রচার ঘিরে কার্যত উৎসব আবহ তৈরি হয়েছে গুজরাতে ৷ বিজেপি আর আপ-এর মধ্যে জোর টক্কর চলছে ৷ এইরকম পরিস্থিতিতে শনিবার গুজরাতের নবসারিতে প্রচারে যান দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ-এর প্রধান নেতা অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷ তারপর থেকেই সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সংবাদ মাধ্যমে এ নিয়ে খবরও হয়েছে ৷ আর সেই খবর দেখেই বিরক্তি প্রকাশ করেছেন মহম্মদ সেলিম ৷ তাঁর দাবি, এই ভিডিয়ো নাকি আদতে 'অ্য়াকশন রিপ্লে' !
শনিবার ঠিক কী ঘটেছিল, বিভিন্ন সংবাদমাধ্যমে সম্প্রচারিত ভিডিয়োয় দেখা গিয়েছে, কেজরিওয়ালের কনভয় এলাকায় ঢুকতেই রাস্তার দু'ধারে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ 'চোর-চোর' স্লোগান তুলছেন ৷ একইসঙ্গে, তাঁদের মুখে 'মোদি-মোদি' স্লোগানও শোনা গিয়েছে ৷ সূত্রের দাবি, যাঁরা সেদিন বিক্ষোভ প্রদর্শন করেছেন, তাঁরা বিজেপি-এর সমর্থক ৷ আসলে গুজরাতে যে আপ-এর শিকে ছিঁড়বে না, ভোটের আগেই এমন একটি আবহ তৈরি করতে এই ধরনের বিক্ষোভের আয়োজন করা হয়েছে বলে অভিযোগ ৷ যা নতুন কিছু নয় ৷ বস্তুত, এও এক ধরনের রাজনৈতিক লড়াইয়ের কৌশল ৷
আরও পড়ুন: 'বিজেপির উদ্দেশ্য ভালো নয় !' অভিন্ন দেওয়ানি নীতি প্রসঙ্গে মন্তব্য কেজরির
সে যাই হোক, এই ভিডিয়ো ফুটেজ কেজরিওয়াল নিজেও টুইট করেছেন ৷ সেইসঙ্গে, তাঁর দাবি, গুজরাতে আপ-এর সরকার গঠিত হলে মানুষ সেরা পরিষেবা পাবে ৷ এবং আজ যাঁরা তাঁর বিরোধিতা করছেন, তাঁদেরই মন জিতে নেবেন কেজরিওয়াল ! এমনকী, ভবিষ্যতে এই বিরোধী মানুষগুলিই তাঁর দলে নাম লেখাবেন বলেও কার্যত নিজেকে চ্যালেঞ্জ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী !
-
आप चाहे किसी के नारे लगायें, मेरा आपसे वादा है - गुजरात में सरकार बनने के बाद आपके भी बच्चों के लिये मैं स्कूल बनवाऊँगा, आपके घर में कोई बीमार होगा उसका भी इलाज मैं करवाऊँगा, आपके भी बच्चों के लिये रोज़गार का इंतज़ाम करूँगा। एक दिन आपका दिल जीत कर आपको पार्टी में शामिल करूँगा https://t.co/m75N02IOfD
— Arvind Kejriwal (@ArvindKejriwal) October 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">आप चाहे किसी के नारे लगायें, मेरा आपसे वादा है - गुजरात में सरकार बनने के बाद आपके भी बच्चों के लिये मैं स्कूल बनवाऊँगा, आपके घर में कोई बीमार होगा उसका भी इलाज मैं करवाऊँगा, आपके भी बच्चों के लिये रोज़गार का इंतज़ाम करूँगा। एक दिन आपका दिल जीत कर आपको पार्टी में शामिल करूँगा https://t.co/m75N02IOfD
— Arvind Kejriwal (@ArvindKejriwal) October 29, 2022आप चाहे किसी के नारे लगायें, मेरा आपसे वादा है - गुजरात में सरकार बनने के बाद आपके भी बच्चों के लिये मैं स्कूल बनवाऊँगा, आपके घर में कोई बीमार होगा उसका भी इलाज मैं करवाऊँगा, आपके भी बच्चों के लिये रोज़गार का इंतज़ाम करूँगा। एक दिन आपका दिल जीत कर आपको पार्टी में शामिल करूँगा https://t.co/m75N02IOfD
— Arvind Kejriwal (@ArvindKejriwal) October 29, 2022
রবিবার কেজরিওয়ালের সেই টুইট রিটুইট করেন মহম্মদ সেলিম ৷ সঙ্গে লেখেন, "অ্য়াকশন রিপ্লে ! বাংলায় একুশের বিধানসভা নির্বাচনের সময়েও একই ধরনের ফুটেজ এজেন্সিগুলি প্রচুর পরিমাণে ছড়িয়ে দিয়েছিল এবং চ্য়ানেলগুলিও তা সম্প্রচার করে উত্তপ্ত বিতর্কের আয়োজন করেছিল ৷ নির্বাচনের সময় ভুয়ো দ্বন্দ্ব তৈরি করতেই এমনটা করা হয়েছিল ৷ স্ক্রিপ্ট একই রয়েছে, শুধু অভিনেতারা বদলে গিয়েছেন !" এই টুইটেই সেলিম দাবি করেছেন, আরএসএস, বিজেপি, আপ থেকে তৃণমূল কংগ্রেস, সকলেই এখন প্রচারের জন্য এজেন্সি ভাড়া করে ৷ তাই যুবসমাজের এদের প্রশ্ন করা উচিত, 'আমাদের চাকরি কোথায়' ?
-
Action replay! Similar footage the ‘agencies’ had been widely circulating and channels were engaged in fierce debate to create fake binary during 2021 Assembly election in Bengal. Same script, only actors replace. #RSS_BJP_AAP_TMC and hired agency. Youth must ask #WhereIsMyJob https://t.co/Z7x3np7Ug2
— Md Salim (@salimdotcomrade) October 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Action replay! Similar footage the ‘agencies’ had been widely circulating and channels were engaged in fierce debate to create fake binary during 2021 Assembly election in Bengal. Same script, only actors replace. #RSS_BJP_AAP_TMC and hired agency. Youth must ask #WhereIsMyJob https://t.co/Z7x3np7Ug2
— Md Salim (@salimdotcomrade) October 30, 2022Action replay! Similar footage the ‘agencies’ had been widely circulating and channels were engaged in fierce debate to create fake binary during 2021 Assembly election in Bengal. Same script, only actors replace. #RSS_BJP_AAP_TMC and hired agency. Youth must ask #WhereIsMyJob https://t.co/Z7x3np7Ug2
— Md Salim (@salimdotcomrade) October 30, 2022
প্রসঙ্গত, ভোটের প্রকৃত ফল ঘোষণার আগেই সংবাদমাধ্যম ও সোশ্য়াল মিডিয়ার প্রচারের সৌজন্যে কোনও দলকে আগাম বিজয়ী বা পরাজিত হিসাবে প্রতিষ্ঠা করার প্রয়াস ইদানীং প্রায়ই দেখা যায় ৷ বাংলায় একুশের বিধানসভা নির্বাচনের প্রচারের সময়েও এমন ঘটনা ঘটেছিল ৷ অনেকেই রাজ্যে গেরুয়া ঝড় আসার বিষয়ে নিশ্চিত ছিলেন ৷ কিন্তু, বাস্তবে তেমন কিছু ঘটেনি ৷ ওয়াকিবহাল মহলের দাবি, ভোটারদের প্রভাবিত করতেই সুকৌশলে এই ধরনের প্রচারের বন্দোবস্ত করা হয় ! গুজরাতের ঘটনা টেনে আরও একবার সেদিকেই আমজনতার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম ৷ এবং একইসঙ্গে কাঠগড়ায় তুললেন আরএসএস, বিজেপি, আপ ও তৃণমূল কংগ্রেসকে ৷