ETV Bharat / bharat

ইঞ্জিয়ারিং পড়তে উচ্চমাধ্য়মিক স্তরে অঙ্ক ও পদার্থবিজ্ঞান বাধ্য়তামূলক নয়, জানাল এআইসিটিই - পড়ুয়া

ইঞ্জিয়ারিং পড়তে অঙ্ক ও পদার্থবিজ্ঞান ঐচ্ছিক বিষয় হিসেবে থাকলেই চলবে৷ আগামী শিক্ষাবর্ষের জন্য় হ্য়ান্ডবুক প্রকাশ করে জানিয়েছে এআইসিটিই ৷ যে সব পড়ুয়াদের 10+2 স্তরে পদার্থবিদ্য়া বা অঙ্ক থাকবে না তাঁদের ক্ষেত্রে বিশ্ববিদ্য়ালয় গুলি স্পেশাল ব্রিজ কোর্সের ব্য়বস্থা করবে৷ যাতে পড়ুয়াদের ইঞ্জিয়ারিং ড্রয়িং করতে সুবিধা হয়৷

maths-physics-not-a-must-for-engineering-aicte
পড়ুয়া
author img

By

Published : Mar 12, 2021, 4:40 PM IST

চেন্নাই, 12 মার্চ : এবার থেকে ইঞ্জিয়ারিং পড়তে দ্বাদশ শ্রেণিতে অঙ্ক ও পদার্থবিজ্ঞান থাকা বাধ্য়তামূলক নয় ৷ 2021-22 শিক্ষাবর্ষের জন্য় একটি হ্য়ান্ডবুক প্রকাশ করেছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্য়াল এডুকেশন বা এআইসিটিই ৷ ওই হ্য়ান্ডবুকেই এই বিষয়ে জানানো হয়েছে ৷

এআইসিটিই প্রকাশিত ওই হ্য়ান্ডবুকে বলা হয়েছে, বিই বা বিটেক-এ ভর্তি হতে গেলে দ্বাদশ শ্রেণিতে অঙ্ক ও পদার্থবিজ্ঞান ঐচ্ছিক বিষয় হিসেবে থাকলেই চলবে ৷ এখনও পর্যন্ত, ইঞ্জিয়ারিংয়ে ভর্তি হতে গেলে দ্বাদশ শ্রেণিতে অঙ্ক ও পদার্থবিজ্ঞান থাকা বাধ্য়তামূলক৷

বিই বা বিটেকে ভর্তির ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে পরিবর্তনের কথা ওই হ্য়ান্ডবুকে জানিয়েছে এআইসিটিই৷ বলা হয়েছে, 10+2 স্তরে পদার্থবিদ্য়া, অঙ্ক, রসায়ন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, আইটি,বায়োটেকনোলজি,টেকনিক্য়াল ভোকেসনাল সাবজেক্ট, কৃষিবিদ্য়া, ইঞ্জিয়ারিং গ্রাফিক্স, বিজনেস স্টাডিস- বিষয়ের মধ্য়ে যে কোনও তিনটি বিষয় নিয়ে পাশ করলেই তিনি ইঞ্জিয়ারিংয়ে ভর্তি হতে পারবেন৷ একইসঙ্গে সাধারণ পড়ুয়াদের জন্য় 45 শতাংশ নম্বর থাকা বাঞ্ছনীয়৷

এতে কোনও সমস্য়া হবে না?

এই বিষয়টিও স্পষ্ট করেছে এআইসিটিই৷ ওই হ্য়ান্ডবুকে তারা জানিয়েছে, "যে সব পড়ুয়াদের 10+2 স্তরে পদার্থবিদ্য়া বা অঙ্ক থাকবে না তাঁদের ক্ষেত্রে বিশ্ববিদ্য়ালয় গুলি স্পেশাল ব্রিজ কোর্সের ব্য়বস্থা করবে৷ যাতে পড়ুয়াদের ইঞ্জিয়ারিং ড্রয়িং করতে সুবিধা হয়৷"

এআইসিটিই-এর এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেক শিক্ষাবিদ৷ এসএএসটিআরএ বিশ্ববিদ্য়ালয়ের ভাইস চ্য়ান্সেলর এস ভাইদুসুভ্রমণিয়ম জানান, ইঞ্জিয়ারিং পড়ার জন্য় অঙ্ক হল একটি ভিত্তি৷ সেক্ষেত্রে অঙ্ক ঐচ্ছিক বিষয় করে দেওয়ায় এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না তিনি৷ পাশাপাশি পদার্থবিদ্যা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, শুধু অঙ্ক নয় পদার্থবিদ্য়াও থাকা জরুরি৷

আরও পড়ুন- নজরে পায়ের আঘাত, কবে ছাড়া পাবেন মমতা? আজ বৈঠকে মেডিক্যাল বোর্ড

অন্য় এক শিক্ষক জানিয়েছেন, যদি কোনও পড়ুয়ার অঙ্ক ও পদার্থবিজ্ঞান উচ্চমাধ্য়মিক স্তরে না থাকে সেক্ষেত্রে সেই সব পড়ুয়াকে ইঞ্জিয়ারিং ভর্তি হওয়ার প্রথম বর্ষে প্রচুর অঙ্ক করতে হবে৷ এমনকী যাঁরা ডিপ্লোমা পড়ে বিটেক করতে আসেন তাঁদেরও অনেক বেশি অঙ্ক করতে হয় অন্য় পড়ুয়াদের তুলনায়৷

চেন্নাই, 12 মার্চ : এবার থেকে ইঞ্জিয়ারিং পড়তে দ্বাদশ শ্রেণিতে অঙ্ক ও পদার্থবিজ্ঞান থাকা বাধ্য়তামূলক নয় ৷ 2021-22 শিক্ষাবর্ষের জন্য় একটি হ্য়ান্ডবুক প্রকাশ করেছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্য়াল এডুকেশন বা এআইসিটিই ৷ ওই হ্য়ান্ডবুকেই এই বিষয়ে জানানো হয়েছে ৷

এআইসিটিই প্রকাশিত ওই হ্য়ান্ডবুকে বলা হয়েছে, বিই বা বিটেক-এ ভর্তি হতে গেলে দ্বাদশ শ্রেণিতে অঙ্ক ও পদার্থবিজ্ঞান ঐচ্ছিক বিষয় হিসেবে থাকলেই চলবে ৷ এখনও পর্যন্ত, ইঞ্জিয়ারিংয়ে ভর্তি হতে গেলে দ্বাদশ শ্রেণিতে অঙ্ক ও পদার্থবিজ্ঞান থাকা বাধ্য়তামূলক৷

বিই বা বিটেকে ভর্তির ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে পরিবর্তনের কথা ওই হ্য়ান্ডবুকে জানিয়েছে এআইসিটিই৷ বলা হয়েছে, 10+2 স্তরে পদার্থবিদ্য়া, অঙ্ক, রসায়ন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, আইটি,বায়োটেকনোলজি,টেকনিক্য়াল ভোকেসনাল সাবজেক্ট, কৃষিবিদ্য়া, ইঞ্জিয়ারিং গ্রাফিক্স, বিজনেস স্টাডিস- বিষয়ের মধ্য়ে যে কোনও তিনটি বিষয় নিয়ে পাশ করলেই তিনি ইঞ্জিয়ারিংয়ে ভর্তি হতে পারবেন৷ একইসঙ্গে সাধারণ পড়ুয়াদের জন্য় 45 শতাংশ নম্বর থাকা বাঞ্ছনীয়৷

এতে কোনও সমস্য়া হবে না?

এই বিষয়টিও স্পষ্ট করেছে এআইসিটিই৷ ওই হ্য়ান্ডবুকে তারা জানিয়েছে, "যে সব পড়ুয়াদের 10+2 স্তরে পদার্থবিদ্য়া বা অঙ্ক থাকবে না তাঁদের ক্ষেত্রে বিশ্ববিদ্য়ালয় গুলি স্পেশাল ব্রিজ কোর্সের ব্য়বস্থা করবে৷ যাতে পড়ুয়াদের ইঞ্জিয়ারিং ড্রয়িং করতে সুবিধা হয়৷"

এআইসিটিই-এর এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেক শিক্ষাবিদ৷ এসএএসটিআরএ বিশ্ববিদ্য়ালয়ের ভাইস চ্য়ান্সেলর এস ভাইদুসুভ্রমণিয়ম জানান, ইঞ্জিয়ারিং পড়ার জন্য় অঙ্ক হল একটি ভিত্তি৷ সেক্ষেত্রে অঙ্ক ঐচ্ছিক বিষয় করে দেওয়ায় এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না তিনি৷ পাশাপাশি পদার্থবিদ্যা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, শুধু অঙ্ক নয় পদার্থবিদ্য়াও থাকা জরুরি৷

আরও পড়ুন- নজরে পায়ের আঘাত, কবে ছাড়া পাবেন মমতা? আজ বৈঠকে মেডিক্যাল বোর্ড

অন্য় এক শিক্ষক জানিয়েছেন, যদি কোনও পড়ুয়ার অঙ্ক ও পদার্থবিজ্ঞান উচ্চমাধ্য়মিক স্তরে না থাকে সেক্ষেত্রে সেই সব পড়ুয়াকে ইঞ্জিয়ারিং ভর্তি হওয়ার প্রথম বর্ষে প্রচুর অঙ্ক করতে হবে৷ এমনকী যাঁরা ডিপ্লোমা পড়ে বিটেক করতে আসেন তাঁদেরও অনেক বেশি অঙ্ক করতে হয় অন্য় পড়ুয়াদের তুলনায়৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.