ETV Bharat / bharat

Mumbai Fire : মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত 1 ; পালাতে গিয়ে নিচে পড়ল মানুষ

author img

By

Published : Oct 22, 2021, 1:01 PM IST

Updated : Oct 22, 2021, 2:04 PM IST

দক্ষিণ মুম্বইয়ের কালাচৌকি এলাকার একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ ঘটনাস্থলে দমকলের 60টি ইঞ্জিন ৷

Mumbai Fire
মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, পালাতে গিয়ে নিচে পড়ল মানুষ

মুম্বই, 22 অক্টোবর : দক্ষিণ মুম্বইয়ের কালাচৌকি কিউরি রোডের অভিগ্না পার্ক অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ ঘটনায় মৃত্যু হয়েছে 1 জনের ৷ 60 তলা ওই বিল্ডিংয়ের 20 তলায় আগুন লাগে ৷ আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে ঘটনাস্থলে দমকলের 60টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে ৷ বিল্ডিংয়ে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে ৷ এর পাশাপাশি ঘটনাস্থলের এক ভয়ঙ্কর ভিডিয়ো সামনে এসেছে ৷ ওই বহুতলের 17 তলা থেকে ঝাঁপাতে গিয়ে সোজা নিচে পড়ে গিয়েছেন এক ব্যক্তি ৷ প্রাণ বাঁচাতে জানালা থেকে বাইরে বেরিয়ে ঝুলতে থাকেন ওই ব্যক্তি ৷ তবে বেশিক্ষণ ওই অবস্থায় থাকতে পারেননি ৷ সোজা নিচে পড়ে যান ৷

আরও পড়ুন: হরিয়ানায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত একই পরিবারের আট সদস্য

দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে ৷ 20 তলা থেকে আগুন ছড়িয়ে পড়তে থাকে বিল্ডিংয়ের অন্যান্য অংশেও ৷ ঘটনাস্থলে থাকা দমকলের এক আধিকারিক জানিয়েছেন, 19 তলা থেকে আগুন গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে ৷ এই আগুন লাগার ঘটনাকে লেভেল থ্রি পর্যায়ের অগ্নিকাণ্ড বলা হয়েছে ৷ আগুন লাগার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত একজন ৷ আগুন লাগার কারণ এখনও পরিষ্কার নয় ৷

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, পালাতে গিয়ে নিচে পড়ল মানুষ

ঘটনাস্থলে রয়েছেন মুম্বই পৌরনিগমের মেয়র কিশোরী পেন্ডনকর ৷ আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

মুম্বই, 22 অক্টোবর : দক্ষিণ মুম্বইয়ের কালাচৌকি কিউরি রোডের অভিগ্না পার্ক অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ ঘটনায় মৃত্যু হয়েছে 1 জনের ৷ 60 তলা ওই বিল্ডিংয়ের 20 তলায় আগুন লাগে ৷ আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে ঘটনাস্থলে দমকলের 60টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে ৷ বিল্ডিংয়ে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে ৷ এর পাশাপাশি ঘটনাস্থলের এক ভয়ঙ্কর ভিডিয়ো সামনে এসেছে ৷ ওই বহুতলের 17 তলা থেকে ঝাঁপাতে গিয়ে সোজা নিচে পড়ে গিয়েছেন এক ব্যক্তি ৷ প্রাণ বাঁচাতে জানালা থেকে বাইরে বেরিয়ে ঝুলতে থাকেন ওই ব্যক্তি ৷ তবে বেশিক্ষণ ওই অবস্থায় থাকতে পারেননি ৷ সোজা নিচে পড়ে যান ৷

আরও পড়ুন: হরিয়ানায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত একই পরিবারের আট সদস্য

দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে ৷ 20 তলা থেকে আগুন ছড়িয়ে পড়তে থাকে বিল্ডিংয়ের অন্যান্য অংশেও ৷ ঘটনাস্থলে থাকা দমকলের এক আধিকারিক জানিয়েছেন, 19 তলা থেকে আগুন গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে ৷ এই আগুন লাগার ঘটনাকে লেভেল থ্রি পর্যায়ের অগ্নিকাণ্ড বলা হয়েছে ৷ আগুন লাগার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত একজন ৷ আগুন লাগার কারণ এখনও পরিষ্কার নয় ৷

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, পালাতে গিয়ে নিচে পড়ল মানুষ

ঘটনাস্থলে রয়েছেন মুম্বই পৌরনিগমের মেয়র কিশোরী পেন্ডনকর ৷ আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

Last Updated : Oct 22, 2021, 2:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.