ETV Bharat / bharat

Heroin Seized: তিরুবনন্তপুরমে উদ্ধার 150 কোটি টাকার মাদক, গ্রেফতার 2 - মাদক উদ্ধার

তিরুবনন্তপুরমে উদ্ধার হল 22 কেজির মাদক (Heroin Seized)৷ যার বাজারমূল্য 150 কোটি টাকা ৷ গ্রেফতার করা হয়েছে 2 জনকে (Massive drug hunt)৷

Massive drug hunt in Thiruvananthapuram; Two youth arrested with heroin worth 150 crores
তিরুবনন্তপুরমে উদ্ধার 150 কোটি টাকার মাদক, গ্রেফতার 2
author img

By

Published : Sep 22, 2022, 12:19 PM IST

তিরুবনন্তপুরম, 22 সেপ্টেম্বর: পুলিশের জালে বিপুল পরিমাণ মাদক (Heroin Seized)৷ তিরুবনন্তপুরমে 150 কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে পুলিশ ৷ গ্রেফতার করা হয়েছে দুজনকে (Massive drug hunt)৷

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে তিরুবনন্তপুরমের নেয়াট্টিংকারার আরালুমুডের কাছে একটি বেসরকারি লজে অভিযান চালায় চেন্নাই নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ সেখান থেকে 22 কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সেই মাদকের বাজারমূল্য আনুমানিক 150 কোটি টাকা ৷

ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে 33 বছরের রমেশ ও 35 বছরের সন্তোষ নামে দুই ব্যক্তিকে ৷ রমেশ তিরুমালা কৈরালি নগর ও সন্তোষ শ্রীকারিয়ামের বাসিন্দা ৷ তাঁদের হেফাজতে নিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন: মুম্বই বন্দর থেকে কয়েক হাজার কোটির হেরোইন উদ্ধার, জানাল দিল্লি পুলিশ

জানা গিয়েছে, দু মাস আগে সেই লজ ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন দুই অভিযুক্ত ৷ তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে ৷ এর পেছনে বড় কোনও মাদকচক্রের যোগ রয়েছে বলে পুলিশের সন্দেহ ৷ এই চক্রের মাথাদের খোঁজে ধৃতদের থেকে তথ্য জোগার করতে চাইছে পুলিশ (Thiruvananthapuram drug)৷

বুধবারই মুম্বই থেকে বিপুল পরিমাণে মাদক উদ্ধার করা হয়েছিল ৷ দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল জানায়, একটি কন্টেনারে প্রায় 22 টন লাইকোরিসে হেরোইনের প্রলেপ দেওয়া ছিল ৷ আন্তর্জাতিক বাজারে এই বাজেয়াপ্ত করা হেরোইনের মূল্য 1 হাজার 725 কোটি টাকা ৷

তিরুবনন্তপুরম, 22 সেপ্টেম্বর: পুলিশের জালে বিপুল পরিমাণ মাদক (Heroin Seized)৷ তিরুবনন্তপুরমে 150 কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে পুলিশ ৷ গ্রেফতার করা হয়েছে দুজনকে (Massive drug hunt)৷

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে তিরুবনন্তপুরমের নেয়াট্টিংকারার আরালুমুডের কাছে একটি বেসরকারি লজে অভিযান চালায় চেন্নাই নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ সেখান থেকে 22 কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সেই মাদকের বাজারমূল্য আনুমানিক 150 কোটি টাকা ৷

ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে 33 বছরের রমেশ ও 35 বছরের সন্তোষ নামে দুই ব্যক্তিকে ৷ রমেশ তিরুমালা কৈরালি নগর ও সন্তোষ শ্রীকারিয়ামের বাসিন্দা ৷ তাঁদের হেফাজতে নিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন: মুম্বই বন্দর থেকে কয়েক হাজার কোটির হেরোইন উদ্ধার, জানাল দিল্লি পুলিশ

জানা গিয়েছে, দু মাস আগে সেই লজ ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন দুই অভিযুক্ত ৷ তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে ৷ এর পেছনে বড় কোনও মাদকচক্রের যোগ রয়েছে বলে পুলিশের সন্দেহ ৷ এই চক্রের মাথাদের খোঁজে ধৃতদের থেকে তথ্য জোগার করতে চাইছে পুলিশ (Thiruvananthapuram drug)৷

বুধবারই মুম্বই থেকে বিপুল পরিমাণে মাদক উদ্ধার করা হয়েছিল ৷ দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল জানায়, একটি কন্টেনারে প্রায় 22 টন লাইকোরিসে হেরোইনের প্রলেপ দেওয়া ছিল ৷ আন্তর্জাতিক বাজারে এই বাজেয়াপ্ত করা হেরোইনের মূল্য 1 হাজার 725 কোটি টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.