ETV Bharat / bharat

Masks Mandatory in UP Districts: দিল্লির কোভিড বৃদ্ধিতে যোগীরাজ্যে ফের মাস্ক বাধ্যতামূলক

দিল্লির কোভিড সংক্রমণ বৃদ্ধি (Covid Cases Rise) পাওয়ায় উত্তরপ্রদেশ সরকার মাস্ক (Masks Mandatory In Lucknow) পরাটা বাধ্যতামূলক করল লখনউ ও 6 জেলায় (Masks Mandatory in UP Districts)৷

Masks Mandatory In Lucknow and 6 UP Districts Near Delhi After Covid Cases Rise
দিল্লির কোভিড বৃদ্ধি দেখে যোগীরাজ্যে মাস্ক বাধ্যতামূলক লখনউ ও 6 জেলায়
author img

By

Published : Apr 18, 2022, 5:12 PM IST

লখনউ, 18 এপ্রিল: আবারও মাথাচাড়া দিচ্ছে কোভিড আতঙ্ক ৷ রাজধানী এলাকায় সংক্রমণ বৃদ্ধিতে নতুন করে মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে ৷ আগাম সতর্কতা নিয়ে লখনউ ও 6টি এনসিআর জেলায় মুখে মাস্ক পরা বাধ্যতামূলক বলে ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার (Masks Mandatory in UP Districts)৷

দিল্লি সংলগ্ন যে এলাকাগুলিতে কোভিডের সংক্রমণ বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে, সেগুলি সব ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের অন্তর্গত ৷ সে কথা মাথায় রেখেই কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না যোগী আদিত্যনাথের সরকার ৷ গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ, হাপুর, মেরঠ, বুলন্দশহর, বাঘপত ও রাজধানী লখনউতে পাবলিক প্লেসে মাস্ক পরাটা বাধ্যতামূলক করেছে সরকার ৷ সোমবার এ কথা জানিয়েছেন সরকারি এক মুখপাত্র ৷

গত 24 ঘণ্টায় গৌতম বুদ্ধ নগরে 65 জন, গাজিয়াবাদে 20 জন ও লখনউতে 10 জন নতুন করে সংক্রমিত হয়েছেন ৷ এই অবস্থায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কড়া নজরদারি চালানোর ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷ করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমে যাওয়ায়, চলতি মাসের শুরুতেই মাস্ক পরার নিয়মকে শিথিল করা হয়েছিল (Covid Cases Rise) ৷ তবে পরিবর্তিত পরিস্থিতিতে ফের মাস্ক পরার বিধিই ফিরিয়ে আনল উত্তরপ্রদেশ সরকার ৷

আরও পড়ুন: Corona Update in India : গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হাজারেরও বেশি

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পেশ করা রিপোর্টে দেখা গিয়েছে, গত 24 ঘণ্টায় দেশে প্রায় 90 শতাংশ বেড়েছে কোভিড সংক্রমণ ৷ নতুন করে আক্রান্ত হয়েছেন 2,183 জন ৷ কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 212 জনের ৷ দিল্লিতে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 517 জন ৷ দিল্লি ছাড়াও গাজিয়াবাদ, নয়ডায় কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে বহু ছাত্রছাত্রীর ৷

লখনউ, 18 এপ্রিল: আবারও মাথাচাড়া দিচ্ছে কোভিড আতঙ্ক ৷ রাজধানী এলাকায় সংক্রমণ বৃদ্ধিতে নতুন করে মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে ৷ আগাম সতর্কতা নিয়ে লখনউ ও 6টি এনসিআর জেলায় মুখে মাস্ক পরা বাধ্যতামূলক বলে ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার (Masks Mandatory in UP Districts)৷

দিল্লি সংলগ্ন যে এলাকাগুলিতে কোভিডের সংক্রমণ বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে, সেগুলি সব ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের অন্তর্গত ৷ সে কথা মাথায় রেখেই কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না যোগী আদিত্যনাথের সরকার ৷ গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ, হাপুর, মেরঠ, বুলন্দশহর, বাঘপত ও রাজধানী লখনউতে পাবলিক প্লেসে মাস্ক পরাটা বাধ্যতামূলক করেছে সরকার ৷ সোমবার এ কথা জানিয়েছেন সরকারি এক মুখপাত্র ৷

গত 24 ঘণ্টায় গৌতম বুদ্ধ নগরে 65 জন, গাজিয়াবাদে 20 জন ও লখনউতে 10 জন নতুন করে সংক্রমিত হয়েছেন ৷ এই অবস্থায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কড়া নজরদারি চালানোর ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷ করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমে যাওয়ায়, চলতি মাসের শুরুতেই মাস্ক পরার নিয়মকে শিথিল করা হয়েছিল (Covid Cases Rise) ৷ তবে পরিবর্তিত পরিস্থিতিতে ফের মাস্ক পরার বিধিই ফিরিয়ে আনল উত্তরপ্রদেশ সরকার ৷

আরও পড়ুন: Corona Update in India : গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হাজারেরও বেশি

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পেশ করা রিপোর্টে দেখা গিয়েছে, গত 24 ঘণ্টায় দেশে প্রায় 90 শতাংশ বেড়েছে কোভিড সংক্রমণ ৷ নতুন করে আক্রান্ত হয়েছেন 2,183 জন ৷ কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 212 জনের ৷ দিল্লিতে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 517 জন ৷ দিল্লি ছাড়াও গাজিয়াবাদ, নয়ডায় কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে বহু ছাত্রছাত্রীর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.