ETV Bharat / bharat

Maruti Suzuki Production Dips: সেপ্টেম্বরে মারুতি সুজুকির উৎপাদন কমল 1 শতাংশ - উৎপাদন কমল যাত্রীবাহী গাড়ির

সেডান, সিয়াজের মডেলের উৎপাদন গত মাসে 2,304 ইউনিটে নেমে এসেছে । 2022 সালের সেপ্টেম্বরে এটির উৎপাদন ছিল 2,654 ইউনিট । মারুতি সুজুকির যাত্রীবাহী গাড়ির উৎপাদন গত মাসে 21 শতাংশ কমে 1লক্ষ 03 হাজার 858 ইউনিটে দাঁড়িয়েছে যা আগের বছরের এই একই সময়ে 1লক্ষ 31 হাজার 258 ইউনিট ছিল ।

Etv Bharat
মারুতি সুজুকির উৎপাদন কমল 1 শতাংশ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 1:54 PM IST

নয়াদিল্লি: উৎসবের মরশুমে গাড়ি বিক্রি বাড়লেও, উৎপাদন কমল মারুতি সুজুকির ৷ সেপ্টেম্বরে কোম্পানিটির গাড়ি উৎপাদন কমল 1 শতাংশ ৷ চলতি বছরে সেপ্টেম্বরে এই সংস্থা গাড়ি উৎপাদন করেছে 1 লক্ষ 74 হাজার 978 ইউনিট ৷ যা গত বছরের সেপ্টেম্বর মাসে ছিল 1 লক্ষ 77 হাজার 468 ইউনিট ৷

গত মাসেই মারুতি সুজুকির বেশ কয়েকটি মডেলের উৎপাদন কমেছিল ৷ যার মধ্যে ছিল অলটো এবং এস প্রেসো মডেল ৷ প্রায় 70 শতাংশ কমেছে এই গাড়িগুলির উৎপাদন ৷ মারুতি সুজুকি প্রকাশিত বার্ষিক তথ্য অনুযায়ী, চলতি বছরে এই দু'টি মডেলের উৎপাদন হয়েছে 10 হাজার 705 ইউনিট ৷ যা গত বছর ছিল 35 হাজার 887 ইউনিট ৷ এছাড়াও এই কোম্পানির তৈরি ব্যালেনো, সেলেরিও, ডিজায়ার, সুইফট, ওয়াগনার মডেলের গাড়ির উৎপাদন হয়েছে 30 হাজার 849 ইউনিট ৷ যা গত বছর হয়েছিল 92 হাজার 717 ইউনিট ৷ পাশাপাশি উৎপাদন কমেছে সেডান মডেলের গাড়িরও ৷ চলতি বছরের সেপ্টেম্বর মাসে মারুতির কোম্পানির সেডান মডেলের সিয়াজের উৎপাদন হয়েছে 2 হাজার 304 ইউনিট ৷ যা গত বছর সেপ্টেম্বর মাসে ছিল 2 হাজার 654 ইউনিট ৷ সব মিলিয়ে সমস্ত মডেলের গাড়ির উৎপাদন 21 শতাংশ কমে গিয়েছে ৷ গত বছর সেপ্টেম্বর মাসে এই সংস্থার গাড়ি উৎপাদন হয়েছিল 1 লক্ষ 31 হাজার 258 ইউনিট ৷ যা চলতি বছরে হয়েছে 1 লক্ষ 3 হাজার 858 ইউনিট ৷

আরও পড়ুন: গত ত্রৈমাসিকে 60 শতাংশ বেশি বর্গফুট জায়গার অফিস ভাড়া নেওয়া হয়েছে কলকাতায়

এছড়াও পণ্য পরিবহণকারী গাড়ি- সহ ব্রিজা, গ্রান্ড ভিটারা, আর্টিগা এবং জিমনি (Jimny) মডেলগুলির উৎপাদন বেশ উল্লেখ যোগ্যহারে বৃদ্ধি পেয়েছে ৷ চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই মডেলগুলির উৎপাদন হয়েছে 56 হাজার 579 ইউনিট ৷ যা গত বছর ছিল 29 হাজার 811 ইউনিট ৷ সমস্ত মডেলের যাত্রীবাহী গাডির উৎপাদন কমেছে ৷ মারুতি সুজুকি প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি বছতে সমস্ত মডেলের যাত্রীবাহী গাড়ির উৎপাদন হয়েছে 1 লক্ষ্য 73 হাজার 451 ইউনিট ৷ যা গত বছর ছিল 1 লক্ষ 73 হাজার 929 ইউনিট ৷ পাশাপাশি 2022 সালের সেপ্টেম্বরে বাণিজ্যিক গাড়ির উৎপাদন হয়েছিল 3 হাজার 539 ইউনিট ৷ যা চলতি বছরে কমে 1 হাজার 527 ইউনিটে নেমে এসেছে ।

(সূত্র: পিটিআই )

নয়াদিল্লি: উৎসবের মরশুমে গাড়ি বিক্রি বাড়লেও, উৎপাদন কমল মারুতি সুজুকির ৷ সেপ্টেম্বরে কোম্পানিটির গাড়ি উৎপাদন কমল 1 শতাংশ ৷ চলতি বছরে সেপ্টেম্বরে এই সংস্থা গাড়ি উৎপাদন করেছে 1 লক্ষ 74 হাজার 978 ইউনিট ৷ যা গত বছরের সেপ্টেম্বর মাসে ছিল 1 লক্ষ 77 হাজার 468 ইউনিট ৷

গত মাসেই মারুতি সুজুকির বেশ কয়েকটি মডেলের উৎপাদন কমেছিল ৷ যার মধ্যে ছিল অলটো এবং এস প্রেসো মডেল ৷ প্রায় 70 শতাংশ কমেছে এই গাড়িগুলির উৎপাদন ৷ মারুতি সুজুকি প্রকাশিত বার্ষিক তথ্য অনুযায়ী, চলতি বছরে এই দু'টি মডেলের উৎপাদন হয়েছে 10 হাজার 705 ইউনিট ৷ যা গত বছর ছিল 35 হাজার 887 ইউনিট ৷ এছাড়াও এই কোম্পানির তৈরি ব্যালেনো, সেলেরিও, ডিজায়ার, সুইফট, ওয়াগনার মডেলের গাড়ির উৎপাদন হয়েছে 30 হাজার 849 ইউনিট ৷ যা গত বছর হয়েছিল 92 হাজার 717 ইউনিট ৷ পাশাপাশি উৎপাদন কমেছে সেডান মডেলের গাড়িরও ৷ চলতি বছরের সেপ্টেম্বর মাসে মারুতির কোম্পানির সেডান মডেলের সিয়াজের উৎপাদন হয়েছে 2 হাজার 304 ইউনিট ৷ যা গত বছর সেপ্টেম্বর মাসে ছিল 2 হাজার 654 ইউনিট ৷ সব মিলিয়ে সমস্ত মডেলের গাড়ির উৎপাদন 21 শতাংশ কমে গিয়েছে ৷ গত বছর সেপ্টেম্বর মাসে এই সংস্থার গাড়ি উৎপাদন হয়েছিল 1 লক্ষ 31 হাজার 258 ইউনিট ৷ যা চলতি বছরে হয়েছে 1 লক্ষ 3 হাজার 858 ইউনিট ৷

আরও পড়ুন: গত ত্রৈমাসিকে 60 শতাংশ বেশি বর্গফুট জায়গার অফিস ভাড়া নেওয়া হয়েছে কলকাতায়

এছড়াও পণ্য পরিবহণকারী গাড়ি- সহ ব্রিজা, গ্রান্ড ভিটারা, আর্টিগা এবং জিমনি (Jimny) মডেলগুলির উৎপাদন বেশ উল্লেখ যোগ্যহারে বৃদ্ধি পেয়েছে ৷ চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই মডেলগুলির উৎপাদন হয়েছে 56 হাজার 579 ইউনিট ৷ যা গত বছর ছিল 29 হাজার 811 ইউনিট ৷ সমস্ত মডেলের যাত্রীবাহী গাডির উৎপাদন কমেছে ৷ মারুতি সুজুকি প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি বছতে সমস্ত মডেলের যাত্রীবাহী গাড়ির উৎপাদন হয়েছে 1 লক্ষ্য 73 হাজার 451 ইউনিট ৷ যা গত বছর ছিল 1 লক্ষ 73 হাজার 929 ইউনিট ৷ পাশাপাশি 2022 সালের সেপ্টেম্বরে বাণিজ্যিক গাড়ির উৎপাদন হয়েছিল 3 হাজার 539 ইউনিট ৷ যা চলতি বছরে কমে 1 হাজার 527 ইউনিটে নেমে এসেছে ।

(সূত্র: পিটিআই )

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.