ETV Bharat / bharat

Love Knows No Boundaries: বিবাহিত মহিলার সঙ্গে প্রতিবেশি তরুণীর প্রেম! পালিয়েও বাড়ি ফিরলেন ওঁরা - সমকামী বিবাহ

দীর্ঘক্ষণ ফোনে চলত কথাবার্তা ৷ তাতেই বাড়ে ঘনিষ্ঠতা ৷ সেই থেকেই প্রতিবেশি তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ তারপরই স্বামীকে ছেড়ে স্ত্রী পালিয়ে যান ওই তরুণীর সঙ্গে ৷ পুলিশি সহায়তায় দু'জনেই নিজের পরিবারের কাছে ফিরলেন ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jul 28, 2023, 11:44 AM IST

তাজনগরী (উত্তরপ্রদেশ), 28 জুলাই: একজন বিবাহিত মহিলা পালিয়ে গিয়েছিলেন প্রতিবেশি তরুণীর সঙ্গে ৷ পরে তাদের দিল্লিতে খুঁজে পায় পুলিশ ৷ দু'জনকে বাড়ি ফিরিয়ে আনা হয় ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের ইতমাদুদৌল্লা থানার তাজনগরী এলাকার ৷ জানা গিয়েছে, তিনদিন আগে ওই মহিলা নিখোঁজ হলেও, প্রতিবেশি তরুণীর সঙ্গে তাঁর রহস্যময় প্রেমের ঘটনাটি পুলিশের সামনে আসে ফোন কলের বিবরণ হাতে পাওয়ার পর ৷ পুলিশ জানিয়েছে, মোবাইল ফোনে দু'জনের দীর্ঘ কথোপকথন থেকেই সম্পর্কের সূত্রপাত ৷ প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা পর্যন্ত চলত বার্তালাপ ৷ মহিলা স্বামীর সঙ্গে বাজারে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান ৷ স্ত্রীর নিরাপত্তায় উদ্বিগ্ন হয়ে স্থানীয় থানায় মিসিং ডায়েরি করেন মহিলার স্বামী ৷

এরপরই পুলিশ নিখোঁজ হওয়ার কারণ খুঁজতে ওই মহিলার ফোন কলের বিবরণ দেখার সিদ্ধান্ত নেয় ৷ ফোন কলের বিবরণ থেকেই মহিলা ও প্রতিবেশি মেয়েটির গোপন প্রেমের কাহিনি প্রকাশ্যে আসে ৷ নিখোঁজ দু'জনকে খুঁজে পেতে শুরু হয় তদন্ত ৷ দু'জনের খোঁজ পাওয়া যায় দিল্লিতে ৷ পুলিশ জানায়, বিবাহিত মহিলা ও প্রতিবেশি তরুণীর মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে ৷ প্রতিদিন তাদের দু'জনের ঘণ্টার পর ঘণ্টা কথা হত ৷ বিষয়টা দু'জনেই নিজেদের পরিবারের কাছে গোপন রেখেছিলেন ৷ তারা নিজেদের বন্ধুত্বকে নিছক নির্দোষ সাহচর্য হিসেবেই দেখেছিল ৷ তবে বাস্তবে দু'জনে একসঙ্গে নতুন জীবন শুরু করার উচ্চাকাঙ্খা পোষণ করেছিলেন ৷

আরও পড়ুন : পড়ুয়াদের সামনে ক্লাসরুমেই উলঙ্গ হয়ে ঘুম ! বরখাস্ত প্রধান শিক্ষক

বিষয়টি নিয়ে ইতমাদুদৌল্লা থানার পুলিশ আধিকারিক রাজকুমার বলেন,"আমরা বিবাহিত মহিলার নিখোঁজ হওয়ার অভিযোগটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তে করেছি ৷ জানতে পারি প্রতিবেশি মেয়েটিও নিখোঁজ ছিল ৷ যার ফলে দিল্লিতে দু'জনের অবস্থান সনাক্ত করে তাঁদের উদ্ধার করা হয় ৷"

তিনি আরও বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অবসর ভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল বলে দাবি করলেও পরবর্তীতে অতিরিক্ত জেরায় তাঁরা আসল সত্যতা স্বীকার করে ৷ বিবাহিত মহিলা জেরায় জানান, প্রতিবেশি মেয়েটি তাঁদের বাড়িতে গিয়েছিল ৷ একসঙ্গে থাকার সময় তাঁরা ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিল ৷ অবশেষে তাঁদের বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয় ৷ যার ফলে তাঁরা পালিয়ে গিয়ে একসঙ্গে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷" পরবর্তী কাউন্সেলিং সেশনে বিবাহিত মহিলা ও তরুণী উভয়েই তাঁদের ভুল স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেন ৷ তাঁদের এহেন কাজে যে পরিবার কষ্ট পেয়েছে তা তাঁরা বুঝতে পারেন ৷ এরপরই পরিবারের কাছে ফিরে যাওয়ার পথ বেছে নেন ওঁরা ৷

তাজনগরী (উত্তরপ্রদেশ), 28 জুলাই: একজন বিবাহিত মহিলা পালিয়ে গিয়েছিলেন প্রতিবেশি তরুণীর সঙ্গে ৷ পরে তাদের দিল্লিতে খুঁজে পায় পুলিশ ৷ দু'জনকে বাড়ি ফিরিয়ে আনা হয় ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের ইতমাদুদৌল্লা থানার তাজনগরী এলাকার ৷ জানা গিয়েছে, তিনদিন আগে ওই মহিলা নিখোঁজ হলেও, প্রতিবেশি তরুণীর সঙ্গে তাঁর রহস্যময় প্রেমের ঘটনাটি পুলিশের সামনে আসে ফোন কলের বিবরণ হাতে পাওয়ার পর ৷ পুলিশ জানিয়েছে, মোবাইল ফোনে দু'জনের দীর্ঘ কথোপকথন থেকেই সম্পর্কের সূত্রপাত ৷ প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা পর্যন্ত চলত বার্তালাপ ৷ মহিলা স্বামীর সঙ্গে বাজারে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান ৷ স্ত্রীর নিরাপত্তায় উদ্বিগ্ন হয়ে স্থানীয় থানায় মিসিং ডায়েরি করেন মহিলার স্বামী ৷

এরপরই পুলিশ নিখোঁজ হওয়ার কারণ খুঁজতে ওই মহিলার ফোন কলের বিবরণ দেখার সিদ্ধান্ত নেয় ৷ ফোন কলের বিবরণ থেকেই মহিলা ও প্রতিবেশি মেয়েটির গোপন প্রেমের কাহিনি প্রকাশ্যে আসে ৷ নিখোঁজ দু'জনকে খুঁজে পেতে শুরু হয় তদন্ত ৷ দু'জনের খোঁজ পাওয়া যায় দিল্লিতে ৷ পুলিশ জানায়, বিবাহিত মহিলা ও প্রতিবেশি তরুণীর মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে ৷ প্রতিদিন তাদের দু'জনের ঘণ্টার পর ঘণ্টা কথা হত ৷ বিষয়টা দু'জনেই নিজেদের পরিবারের কাছে গোপন রেখেছিলেন ৷ তারা নিজেদের বন্ধুত্বকে নিছক নির্দোষ সাহচর্য হিসেবেই দেখেছিল ৷ তবে বাস্তবে দু'জনে একসঙ্গে নতুন জীবন শুরু করার উচ্চাকাঙ্খা পোষণ করেছিলেন ৷

আরও পড়ুন : পড়ুয়াদের সামনে ক্লাসরুমেই উলঙ্গ হয়ে ঘুম ! বরখাস্ত প্রধান শিক্ষক

বিষয়টি নিয়ে ইতমাদুদৌল্লা থানার পুলিশ আধিকারিক রাজকুমার বলেন,"আমরা বিবাহিত মহিলার নিখোঁজ হওয়ার অভিযোগটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তে করেছি ৷ জানতে পারি প্রতিবেশি মেয়েটিও নিখোঁজ ছিল ৷ যার ফলে দিল্লিতে দু'জনের অবস্থান সনাক্ত করে তাঁদের উদ্ধার করা হয় ৷"

তিনি আরও বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অবসর ভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল বলে দাবি করলেও পরবর্তীতে অতিরিক্ত জেরায় তাঁরা আসল সত্যতা স্বীকার করে ৷ বিবাহিত মহিলা জেরায় জানান, প্রতিবেশি মেয়েটি তাঁদের বাড়িতে গিয়েছিল ৷ একসঙ্গে থাকার সময় তাঁরা ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিল ৷ অবশেষে তাঁদের বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয় ৷ যার ফলে তাঁরা পালিয়ে গিয়ে একসঙ্গে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷" পরবর্তী কাউন্সেলিং সেশনে বিবাহিত মহিলা ও তরুণী উভয়েই তাঁদের ভুল স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেন ৷ তাঁদের এহেন কাজে যে পরিবার কষ্ট পেয়েছে তা তাঁরা বুঝতে পারেন ৷ এরপরই পরিবারের কাছে ফিরে যাওয়ার পথ বেছে নেন ওঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.