রামগড় (ঝাড়খণ্ড), 10 জানুয়ারি: পরকীয়ার (Extra Marital Affairs) জেরে ঝাড়খণ্ডে এক বিবাহিত মহিলা আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ ৷ মৃতার নাম পায়েল কুমারী ৷ এই ঘটনায় তাঁর প্রেমিক মনজিৎ কুমারকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ওই মহিলা আত্মহত্যার সময় অভিযুক্তকে ভিডিয়ো কল করেছিলেন বলে জানা গিয়েছে ৷ অভিযুক্ত মনজিৎ ওই ভিডিয়ো কল রেকর্ড করে নেয় ৷ পরে পুলিশ তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে ৷
ঘটনাটি যেখানে হয়েছে, তা ঝাড়খণ্ডের (Jharkhand) রামগড়ের বারলাঙ্গা থানা এলাকার মধ্যে পড়ছে ৷ পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে গত 19 নভেম্বরে ৷ ওই মহিলার শ্বশুরবাড়ি স্থানীয় পুরবাতাদ গ্রামে ৷ সেখানেই তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷ মৃতার বাবার তপেশ্বর সিং এই ঘটনায় বধূ নির্যাতনের অভিযোগ করেন ৷ তিনি জামাই বিশাল সিং, শ্বশুর তেজু সিং, শাশুড়ি বুধনি দেবী ও দেওর বীরু সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷
পুলিশ আরও জানিয়েছে, মামলার তদন্ত শুরু হয় ওই অভিযোগের ভিত্তিতে । তখন জানা যায় যে মনজিৎ কুমারের সঙ্গে ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল । বিশাল যখন এই সম্পর্কের কথা জানতে পারেন, তখন তিনি রেগে যান ৷ মনজিৎ ও পায়েলকে তিনি মারধরও করেন ৷ পায়েলকে মনজিতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলেন ৷ কিন্তু পায়েল মনজিতের সঙ্গে কথা বলা বন্ধ করেননি । অন্যদিকে, মনজিৎ পায়েলের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে শুরু করেন ৷ এতে পায়েল মানসিক ভাবে ভেঙে পড়েন ৷ এর পর 26 নভেম্বর ওই যুগল একটি বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা করার পরিকল্পনা করে ৷
পুলিশ আরও জানিয়েছে, 18 নভেম্বর পায়েল মনজিৎকে ফোন করেন ৷ যেখানে তিনি জানতে পারেন যে মনজিৎ পুণে চলে গিয়েছেন । পায়েল তাঁকে ফিরে আসতে বলেন৷ কিন্তু মনজিৎ তা প্রত্যাখ্যান করেন ৷ তখনই পায়েল আত্মহত্যার হুমকি দেন ৷ অভিযোগ, পায়েলকে থামানোর পরিবর্তে মনজিৎ ভিডিয়ো কল রেকর্ড (Video Call Record) করতে শুরু করেন ৷ ভিডিয়ো কল চলাকালীন পায়েল আত্মহত্যা করেন বলে অভিযোগ ৷
মনজিৎ তাঁর ফোন থেকে স্ক্রিন রেকর্ডিং পেন ড্রাইভে (Pen Drive) স্টোর করেন ৷ তার পর তা ফোন থেকে ডিলিট করে দেন ৷ কিন্তু পুলিশি জেরায় তিনি ভেঙে পড়েন ৷ পরে সবকিছু স্বীকার করেন ৷ পুলিশ ওই পেন ড্রাইভ উদ্ধার করেছে ৷ মিলেছে সেই ভিডিয়ো রেকর্ডিংটিও ৷
আরও পড়ুন: মা বাড়ি নেই ! নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে