ETV Bharat / bharat

Marriage & Chicken Story: মেনুতে চিকেন নেই কেন ? বরের বন্ধুদের ঝামেলায় বন্ধ হল বিয়ে - hyderabad news

নৈশভোজে চিকেন না-থাকায় বিয়ে বন্ধ হয়ে যাওয়ার ঘটনা শুনেছেন কখনও ? এমন কাণ্ডই ঘটিয়েছেন বরের বন্ধুরা ৷ বিয়ের মেনুতে চিকেন না থাকায় বন্ধ করে দিলেন বন্ধুর বিয়ে(Marriage & Chicken Story)৷

ETV Bharat
চিকেনের অভাবে বিয়ে বন্ধ
author img

By

Published : Nov 29, 2022, 5:05 PM IST

শাহপুরনগর, 29 নভেম্বর: পণের অভাব বা প্রেমের কারণে বিয়ে বন্ধ যেতে আমরা আকছার দেখি বা শুনি ৷ কিন্তু চিকেন না দেওয়ায় বিয়ে বন্ধের কথা কখনও শুনেছেন কি ? অবিশ্বাস্য হলেও সোমবার সকাল সকাল এমনটাই ঘটেছে হায়দরাবাদের শাহপুরনগরে(Marriage Called Off For Not Serving Chicken Items by Bride Family in Hyderabad)৷

সোমবার সকালে হায়দরাবাদের (Hyderabad News)জগৎগিরিগুট্টা রিংবস্তির এলাকার পাত্র ও কুতবুল্লাপুরের পাত্রীর বিয়ে ছিল ৷ সেই উপলক্ষে রবিবার রাতে শাহপুরনগরের একটি অনুষ্ঠান হলে নৈশভোজের আয়োজন করা হয় ৷ কনেপক্ষ বিহারের মারোয়াড়ি পরিবারের হওয়ায় তাঁরা কেবল নিরামিষ খাবারেরই বন্দোবস্ত করেছিলেন মেয়ের বিয়েতে ৷

সবশেষে বরের বন্ধুরা খেতে এলে বিপত্তি বাঁধে ৷ বিয়ের মেনুতে কেন মুরগির মাংস রাখা হয়নি এই নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন তাঁরা এবং না খেয়ে চলে যান ৷ এই নিয়ে কনেপক্ষ তাঁদের না খেয়ে চলে যাওয়ার কারণ জিজ্ঞাসা করতেই বচসা সৃষ্টি হয় ৷ যার জেরে বন্ধ করে দেওয়া হয় বিয়ে ৷ সঙ্গে সঙ্গে কনের পরিবার স্থানীয় সিআইয়ের সঙ্গে দেখা করে বিষয়টি জানান ৷ সিআই পবন তখনই দুই পরিবারকে থানায় ডেকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেন ৷ এরপর বর ও কনের পরিবার চলতি মাসের 30 তারিখ ফের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ৷

আরও পড়ুন : দেশের মধ্যে সবচেয়ে বেশি মাংস খান তেলেঙ্গানার মানুষ, বলছে সমীক্ষা

শাহপুরনগর, 29 নভেম্বর: পণের অভাব বা প্রেমের কারণে বিয়ে বন্ধ যেতে আমরা আকছার দেখি বা শুনি ৷ কিন্তু চিকেন না দেওয়ায় বিয়ে বন্ধের কথা কখনও শুনেছেন কি ? অবিশ্বাস্য হলেও সোমবার সকাল সকাল এমনটাই ঘটেছে হায়দরাবাদের শাহপুরনগরে(Marriage Called Off For Not Serving Chicken Items by Bride Family in Hyderabad)৷

সোমবার সকালে হায়দরাবাদের (Hyderabad News)জগৎগিরিগুট্টা রিংবস্তির এলাকার পাত্র ও কুতবুল্লাপুরের পাত্রীর বিয়ে ছিল ৷ সেই উপলক্ষে রবিবার রাতে শাহপুরনগরের একটি অনুষ্ঠান হলে নৈশভোজের আয়োজন করা হয় ৷ কনেপক্ষ বিহারের মারোয়াড়ি পরিবারের হওয়ায় তাঁরা কেবল নিরামিষ খাবারেরই বন্দোবস্ত করেছিলেন মেয়ের বিয়েতে ৷

সবশেষে বরের বন্ধুরা খেতে এলে বিপত্তি বাঁধে ৷ বিয়ের মেনুতে কেন মুরগির মাংস রাখা হয়নি এই নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন তাঁরা এবং না খেয়ে চলে যান ৷ এই নিয়ে কনেপক্ষ তাঁদের না খেয়ে চলে যাওয়ার কারণ জিজ্ঞাসা করতেই বচসা সৃষ্টি হয় ৷ যার জেরে বন্ধ করে দেওয়া হয় বিয়ে ৷ সঙ্গে সঙ্গে কনের পরিবার স্থানীয় সিআইয়ের সঙ্গে দেখা করে বিষয়টি জানান ৷ সিআই পবন তখনই দুই পরিবারকে থানায় ডেকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেন ৷ এরপর বর ও কনের পরিবার চলতি মাসের 30 তারিখ ফের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ৷

আরও পড়ুন : দেশের মধ্যে সবচেয়ে বেশি মাংস খান তেলেঙ্গানার মানুষ, বলছে সমীক্ষা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.