ETV Bharat / bharat

Marital Rape Plea in Supreme Court : বৈবাহিক ধর্ষণ কি অপরাধ ? দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে

বিয়ের পর স্ত্রীর অমতে যৌন সম্পর্ক স্থাপন কি আদৌ অপরাধ ? তাকে কি ধর্ষণ বলা যায় ? এ নিয়ে বিস্তর মতপার্থক্য রয়েছে সাধারণ থেকে বিচারপতিদের মধ্যেও ৷ 11 মে দিল্লি হাইকোর্টের দুই বিচারপতি দু'ধরনের মত প্রকাশ করেছেন (Marital Rape Plea in Supreme Court) ৷

author img

By

Published : May 17, 2022, 1:50 PM IST

Marital Rape Plea News
বৈবাহিক যৌন সম্পর্ক

নয়াদিল্লি, 17 মে : বৈবাহিক ধর্ষণ অপরাধ ৷ দিল্লি হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হল (Marital Rape criminalizing Plea moves in Supreme Court challenging the Delhi High Court's split verdict) ৷

11 মে বৈবাহিক ধর্ষণকে অপরাধ বলে দাগানো যায় কি না, এনিয়ে দিল্লি হাইকোর্টের দু'টি বিচারপতির বেঞ্চ দু'রকম রায় দিয়েছিল ৷ বিচারপতি রাজীব শাকধের বিয়ের পর ধর্ষণকে অপরাধমূলক বলেছেন ৷ কিন্তু সি হরি শঙ্কর এতে একমত হননি ৷ বিচারপতি শাকধের মতে, স্ত্রীর মত ছাড়া জবরদস্তি শারীরিক সম্পর্কে লিপ্ত হলে স্বামী অবশ্যই অপরাধী এবং তা ধর্ষণ ৷ এদিকে বিচারপতি শঙ্কর জানান, বৈবাহিক ধর্ষণ আইনের এই ব্যতিক্রম সংবিধান লঙ্ঘন করে না বলেই তাঁর বিশ্বাস ৷

আরও পড়ুন : Delhi HC on Criminalising Marital Rape: বৈবাহিক ধর্ষণ কি অপরাধ ? দ্বিধাবিভক্ত দিল্লি হাইকোর্ট, মামলা এবার সুপ্রিম দ্বারে

2015 সালে একগুচ্ছ জনস্বার্থ মামলা দায়ের করে এনজিও আরআইটি ফাউন্ডেশন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উওমেন'স অ্যাসোসিয়েশন এবং দু'জন ব্যক্তি ৷ এবার দিল্লি হাইকোর্টের দুই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল মামলাকারীরা ৷

নয়াদিল্লি, 17 মে : বৈবাহিক ধর্ষণ অপরাধ ৷ দিল্লি হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হল (Marital Rape criminalizing Plea moves in Supreme Court challenging the Delhi High Court's split verdict) ৷

11 মে বৈবাহিক ধর্ষণকে অপরাধ বলে দাগানো যায় কি না, এনিয়ে দিল্লি হাইকোর্টের দু'টি বিচারপতির বেঞ্চ দু'রকম রায় দিয়েছিল ৷ বিচারপতি রাজীব শাকধের বিয়ের পর ধর্ষণকে অপরাধমূলক বলেছেন ৷ কিন্তু সি হরি শঙ্কর এতে একমত হননি ৷ বিচারপতি শাকধের মতে, স্ত্রীর মত ছাড়া জবরদস্তি শারীরিক সম্পর্কে লিপ্ত হলে স্বামী অবশ্যই অপরাধী এবং তা ধর্ষণ ৷ এদিকে বিচারপতি শঙ্কর জানান, বৈবাহিক ধর্ষণ আইনের এই ব্যতিক্রম সংবিধান লঙ্ঘন করে না বলেই তাঁর বিশ্বাস ৷

আরও পড়ুন : Delhi HC on Criminalising Marital Rape: বৈবাহিক ধর্ষণ কি অপরাধ ? দ্বিধাবিভক্ত দিল্লি হাইকোর্ট, মামলা এবার সুপ্রিম দ্বারে

2015 সালে একগুচ্ছ জনস্বার্থ মামলা দায়ের করে এনজিও আরআইটি ফাউন্ডেশন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উওমেন'স অ্যাসোসিয়েশন এবং দু'জন ব্যক্তি ৷ এবার দিল্লি হাইকোর্টের দুই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল মামলাকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.