নয়াদিল্লি, 22 জুলাই: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সমালোচনায় সরব হলেন বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা (Margaret Alva) ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলেই তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice Presidential Election 2022) ভোটদান থেকে বিরত থাকবে তারা ৷ তৃণমূলের যুক্তি, মার্গারেট আলভাকে প্রার্থী হিসাবে বাছাই করার আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) সঙ্গে কোনও আলোচনা করা হয়নি ৷ সেই কারণেই উপরাষ্ট্রপতি নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না ৷
তৃণমূলের এই অবস্থানেরই সমালোচনা করেছেন মার্গারেট ৷ এই বিষয়ে একটি টুইট করেছেন তিনি ৷ সেটি ট্য়াগ করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও ৷ যার সারমর্ম হল, তৃণমূলের এই সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক ৷ মার্গারেট মনে করেন, এটা 'ইগো'-র লড়াই করার বা রাগ দেখানোর সময় নয় ৷ এখন সকলকে একজোট থাকতে হবে ৷ সাহসের সঙ্গে লড়াই করতে হবে ৷ নেতৃত্ব দিতে হবে ৷ মার্গারেট তাঁর টুইটে তৃণমূলের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করলেও মমতার সুখ্য়াতিই করেছেন ৷ তাঁর মতে, মমতা সাহসের প্রতীক ৷ এবং তিনি বিরোধীদের পাশে থাকবেন বলেই আশাবাদী উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ৷
-
The TMC's decision to abstain from voting in the VP election is disappointing. This isn't the time for 'whataboutery’, ego or anger. This is the time for courage, leadership & unity. I believe, @MamataOfficial , who is the epitome of courage, will stand with the opposition.
— Margaret Alva (@alva_margaret) July 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The TMC's decision to abstain from voting in the VP election is disappointing. This isn't the time for 'whataboutery’, ego or anger. This is the time for courage, leadership & unity. I believe, @MamataOfficial , who is the epitome of courage, will stand with the opposition.
— Margaret Alva (@alva_margaret) July 22, 2022The TMC's decision to abstain from voting in the VP election is disappointing. This isn't the time for 'whataboutery’, ego or anger. This is the time for courage, leadership & unity. I believe, @MamataOfficial , who is the epitome of courage, will stand with the opposition.
— Margaret Alva (@alva_margaret) July 22, 2022
আরও পড়ুন: Adhir Chowdhury: 'মোদি-দিদির গোপন আঁতাত স্পষ্ট', উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কটাক্ষ অধীরের
প্রসঙ্গত, এবারের রাষ্ট্রপতি নির্বাচনের মতো উপরাষ্ট্রপতি নির্বাচনও 'একপেশে' হবে বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ বিশেষজ্ঞেদের বিশ্লেষণ এবং ভোটের অঙ্কের হিসাব বলছে, উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) শপথ গ্রহণ এখন শুধুই সময়ের অপেক্ষা ৷ এই প্রেক্ষাপটে তৃণমূলের ভোটপ্রক্রিয়ায় না থাকার সিদ্ধান্ত আদতে কেন্দ্রের শাসক শিবিরেরই সুবিধা করে দেবে ৷ এই অবস্থায় টুইটের মাধ্যমে আরও একবার সরাসরি তৃণমূল নেত্রীকে পাশে থাকার আবেদন জানালেন মার্গারেট ৷ কারণ, মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বাদ দিয়ে যে মোদি সরকারের বিরুদ্ধে লড়াই সম্ভব নয়, সেটা তিনি ভালোই জানেন ৷ যদিও, তারপরও তাঁর পক্ষে নির্বাচনে জেতা কঠিন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷
চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে হারাতে জোট বাঁধার কথা বলছে বিরোধীরা ৷ তৃণমূল কংগ্রেস সেই প্রস্তাবিত জোটের অন্যতম প্রধান শরিক ৷ রাষ্ট্রপতি নির্বাচনে একজোট হয়েও বিরোধীরা এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে পরাস্ত করতে পারেননি ৷ উপরাষ্ট্রপতি নির্বাচনের পরিস্থিতিও তার থেকে আলাদা কিছু নয় ৷ এই অবস্থায় তৃণমূল আগেভাগেই ময়দান ছেড়ে দেওয়ায় বিরোধীদের লড়াই আরও কঠিন হবে বলেই মত ওয়াকিবহাল মহলের ৷