নয়াদিল্লি, 8 এপ্রিল : নিখোঁজ আধাসেনার জওয়ান রাকেশ্বর সিং মানহাসকে ছেড়ে দিল মাওবাদীরা ৷ গত শনিবার ছত্তীশগড় আধাসেনার সঙ্গে গুলির লড়াইয়ে 22 জন জওয়ান শহিদ হন ৷ যে ঘটনার পর রাকেশ্বর সিং মানহাসের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ মনে করা হচ্ছিল তাঁকে মাওবাদীরা অপহরণ করেছিল ৷ সেই আশঙ্কাকে সত্যি করেই আজ ওই জওয়ানকে মুক্তি দিল মাওবাদীরা ৷
ছত্তীশগড় সরকারের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, অপহরণের 100 ঘণ্টার বেশি সময় পরে আধাসেনার জওয়ান রাকেশ্বর সিং মানহাসকে মুক্তি দিয়েছে মাওবাদীরা ৷ গত শনিবার প্রায় 2 হাজার আধাসেনার জওয়ানরা বীজাপুর জেলায় মাওবাদীদের নিকেশ করতে অভিযান চালায় ৷ সেই অভিযানে অতর্কিতে তিনদিক ঘিরে ফেলে হামলা চালায় মাওবাদীরা ৷ যে ঘটনায় 22 জন আধাসেনার জওয়ান শহিদ হন ৷ সেই হামলার পর থেকেই রাকেশ্বর সিং মানহাসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ প্রায় দু’দিন জঙ্গলের মধ্য়ে তাঁর খোঁজ চলার পর বাহিনী নিশ্চিত হয়, তাঁকে মাওবাদীরা সংঘর্ষ চলাকালীন অপহরণ করে ৷
আরও পড়ুন : নিখোঁজ কোবরা জওয়ানের মেয়ের আবেদন, আমার বাবাকে ছেড়ে দাও
পাশাপাশি এই হামলায় মাওবাদীরা শহিদ সেনা জওয়ানদের থেকে অস্ত্র, গুলি এমনকি তাঁদের ইউনিফর্ম ও জুতোও লুট করে নেয় ৷ এই ঘটনায় প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সবাই শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন ৷