ETV Bharat / bharat

Maoist Blast in Jharkhand: ঝাড়খণ্ডে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হল রেললাইন, অভিযোগের তির মাওবাদীদের দিকে - Railway Track blown up

সংগঠনের নেতা প্রশান্ত বসু ওরফে কিষাণদার গ্রেফতারির প্রতিবাদে শনিবার দেশ জুড়ে বনধ ডাকেন মাওবাদীরা । ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ছত্তীসগঢ়, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্র মিলিয়ে 100টির বেশি অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত প্রশান্ত । ঝাড়খণ্ড পুলিশ তাঁর মাথার দাম রেখেছিল 1 কোটি টাকা ।

Maoists-allegedly-blow-up-railway-track-in-jharkhand
বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন চলাচল ।
author img

By

Published : Nov 20, 2021, 8:19 PM IST

চাইবাসা, 20 নভেম্বর: ঝাড়খণ্ডের দুই জেলায় রেললাইন উড়িয়ে দেওয়ার অভিযোগ মাওবাদীদের বিরুদ্ধে । বিস্ফোরণ ঘটিয়ে রেললাইনের একাংশ উড়িয়ে দেওয়ার অভিযোগ । তার জেরে শনিবার সকাল থেকে রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে সেখানে । হাওড়া-মুম্বই এবং বরকাকানা-গঢ়বা রুটে বেশ কিছুক্ষণ বন্ধ থাকল ট্রেন চলাচল ।

শুক্রবার গভীর রাতে পশ্চিম সিংভূম জেলার লাটেহার শহরের সোনুয়া এববং লোটাপাহাড় স্টেশনের মধ্যবর্তী অংশে প্রথম বিস্ফোরণটি ঘটানো হয় বলে অভিযোগ । পুলিশের সন্দেহ, নিষিদ্ধ মাওবাদী সংগঠন সিপিআই (মাওয়িস্ট) এই বিস্ফোরণ ঘটিয়েছে । যদিও সংগঠনের তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ।

আরও পড়ুন: Varun Gandhi On Farm Laws Repeal : আরও আগে বোধোদয় হলে 700 জীবন বেঁচে যেত, মোদিকে চিঠি ‘বেসুরো’ বরুণের

সংগঠনের নেতা প্রশান্ত বসু ওরফে কিষাণদার গ্রেফতারির প্রতিবাদে শনিবার দেশ জুড়ে বনধ ডাকেন মাওবাদীরা । ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার, ওডডিশা, ছত্তীসগঢ়, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্র মিলিয়ে 100টির বেশি অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত প্রশান্ত । ঝাড়খণ্ড পুলিশ তাঁর মাথার দাম রেখেছিল 1 কোটি টাকা ।

পশ্চিং সিংভূম পুলিশের জেলা সুপার অজয় লিন্ডা জানিয়েছেন, কম তীব্রতার বিস্ফোরণ ঘটানো হয় সোনুয়া এবং লোটাপাহাড়ের মাঝে । তাতে লাইনের নীচের স্লিপারগুলি ক্ষতিগ্রস্ত হয় । তার জেরে একাধিক ট্রেন আটকে পড়ে । সেগুলিকে অন্য রুট ধরে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় । প্রায় ঘণ্টা দুয়েক পরে বিপর্যয় কাটে ।

আরও পড়ুন: Priyanka Gandhi to Modi : লখিমপুর-কাণ্ডে মন্ত্রীকে বরখাস্ত করার দাবিতে মোদিকে চিঠি প্রিয়াঙ্কার

একই সঙ্গে লাটেহার জেলা রিচুঘুটা এবং দেমু স্টেশনের মাঝেও রেললাইনের একাংশ মাওবাদীরা উড়িয়ে দেন বলে দাবি পুলিশের । তার জেরে ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের ধানবাদ ডিভিশনের অন্তর্গত বরকাকানা-গঢ়বা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । এলাকায় সতর্কতা জারি করেছে পুলিশ ।

ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র পিকে মিশ্র জানিয়েছেন, বিস্ফোরণে ডিজেল ইঞ্জিনের একটি ট্রলি ক্ষতিগ্রস্ত হয়েছে । বেশ কিছু ট্রেনকে অন্য রুট দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

চাইবাসা, 20 নভেম্বর: ঝাড়খণ্ডের দুই জেলায় রেললাইন উড়িয়ে দেওয়ার অভিযোগ মাওবাদীদের বিরুদ্ধে । বিস্ফোরণ ঘটিয়ে রেললাইনের একাংশ উড়িয়ে দেওয়ার অভিযোগ । তার জেরে শনিবার সকাল থেকে রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে সেখানে । হাওড়া-মুম্বই এবং বরকাকানা-গঢ়বা রুটে বেশ কিছুক্ষণ বন্ধ থাকল ট্রেন চলাচল ।

শুক্রবার গভীর রাতে পশ্চিম সিংভূম জেলার লাটেহার শহরের সোনুয়া এববং লোটাপাহাড় স্টেশনের মধ্যবর্তী অংশে প্রথম বিস্ফোরণটি ঘটানো হয় বলে অভিযোগ । পুলিশের সন্দেহ, নিষিদ্ধ মাওবাদী সংগঠন সিপিআই (মাওয়িস্ট) এই বিস্ফোরণ ঘটিয়েছে । যদিও সংগঠনের তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ।

আরও পড়ুন: Varun Gandhi On Farm Laws Repeal : আরও আগে বোধোদয় হলে 700 জীবন বেঁচে যেত, মোদিকে চিঠি ‘বেসুরো’ বরুণের

সংগঠনের নেতা প্রশান্ত বসু ওরফে কিষাণদার গ্রেফতারির প্রতিবাদে শনিবার দেশ জুড়ে বনধ ডাকেন মাওবাদীরা । ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার, ওডডিশা, ছত্তীসগঢ়, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্র মিলিয়ে 100টির বেশি অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত প্রশান্ত । ঝাড়খণ্ড পুলিশ তাঁর মাথার দাম রেখেছিল 1 কোটি টাকা ।

পশ্চিং সিংভূম পুলিশের জেলা সুপার অজয় লিন্ডা জানিয়েছেন, কম তীব্রতার বিস্ফোরণ ঘটানো হয় সোনুয়া এবং লোটাপাহাড়ের মাঝে । তাতে লাইনের নীচের স্লিপারগুলি ক্ষতিগ্রস্ত হয় । তার জেরে একাধিক ট্রেন আটকে পড়ে । সেগুলিকে অন্য রুট ধরে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় । প্রায় ঘণ্টা দুয়েক পরে বিপর্যয় কাটে ।

আরও পড়ুন: Priyanka Gandhi to Modi : লখিমপুর-কাণ্ডে মন্ত্রীকে বরখাস্ত করার দাবিতে মোদিকে চিঠি প্রিয়াঙ্কার

একই সঙ্গে লাটেহার জেলা রিচুঘুটা এবং দেমু স্টেশনের মাঝেও রেললাইনের একাংশ মাওবাদীরা উড়িয়ে দেন বলে দাবি পুলিশের । তার জেরে ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের ধানবাদ ডিভিশনের অন্তর্গত বরকাকানা-গঢ়বা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । এলাকায় সতর্কতা জারি করেছে পুলিশ ।

ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র পিকে মিশ্র জানিয়েছেন, বিস্ফোরণে ডিজেল ইঞ্জিনের একটি ট্রলি ক্ষতিগ্রস্ত হয়েছে । বেশ কিছু ট্রেনকে অন্য রুট দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.