ETV Bharat / bharat

Andhra Pradesh Train Accident: দুর্ঘটনার জেরে বাতিল বহু ট্রেন, আহত-নিহতদের আর্থিক সাহায্যের ঘোষণা - অন্ধ্রপ্রদেশ ট্রেন দুর্ঘটনা

অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় যাত্রী ভোগান্তি ৷ বহু ট্রেন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে রেল ৷ দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারপিছু আর্থিক সাহায্য ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর ও অন্ধ্রপ্রদেশ সরকার ৷ আলাদা করে আর্থিক সাহায্য করবে রেলও।

Etv Bharat
অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 8:13 AM IST

Updated : Oct 30, 2023, 8:25 AM IST

বিজয়নগরম (অন্ধ্রপ্রদেশ), 30 অক্টোবর: রবিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনার জেরে সোমবার বাতিল বেশ কিছু দূরপাল্লার ট্রেন ৷ রেলের তরফে ট্রেন বাতিলের বিষয়টি জানানো হয়েছে ৷ এদিকে ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতর থেকে শুরু করে রেল ও অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে ৷ জানা গিয়েছে, সোমবার যে ট্রেনগুলি বাতিল থাকবে সেগুলি হল - কোরবা-বিশাখাপত্তনম, পারাদ্বীপ-বিশাখাপত্তনম, রায়গড়-বিশাখাপত্তনম, পালাসা-বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম-গুনুপুর, গুনুপুর-বিশাখাপত্তনম, বিজয়নগরম-বিশাখাপত্তনম ৷

এদিকে ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় পালাসা ট্রেনের পিছনের বগিতে থাকা গার্ড এমএস রাও অবং রায়গড় ট্রেনের ইঞ্জিনে থাকা লোকো পাইলটদের ৷ যেহেতু দুর্ঘটনাস্থল বিজয়নগরম-কোট্টাভালাসা মেন রোড স্টেশন থেকে 5 কিলোমিটারেরও বেশি দূরে তাই সমস্ত ধরনের ত্রাণ পৌঁছনো কঠিন হয়ে পড়ছে ৷ তবে এনডিআরএফ ও এসডিআরএফ দল যুদ্ধ তৎপরতায় কাজ করছে ৷

  • The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh from the PMNRF for the next of kin of each deceased due to the train derailment between Alamanda and Kantakapalle section. The injured would be given Rs. 50,000. https://t.co/K9c2cRsePG

    — PMO India (@PMOIndia) October 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি ৷ নিহতদের পরিবারপিছু 2 লক্ষ টাকা ও আহতদের 50 হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ পিএমও জানিয়েছে, প্রধানমন্ত্রী দুর্ঘটনার বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনেছেন ৷

  • All injured shifted to hospitals.
    Ex-gratia compensation disbursement started - ₹10 Lakh in case of death,
    ₹2.5 Lakh towards grievous and ₹50,000 for minor injuries.

    — Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) October 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রেলমন্ত্রী সোশাল মিডিয়ায় জানিয়েছেন, আহত সকলকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ৷ নিহতদের পরিবারকে রেলের তরফে 10 লাখ টাকা আর্থিক সাহায্য করা হবে ৷ গুরুতর আহতদের আড়াই লাখ টাকা ও অল্প আঘাতপ্রাপ্তদের জন্য 50 হাজার টাকা করে আর্থিক সাহায্য বিতরণ শুরু হয়েছে ৷ দুর্ঘটনাস্থল থেকে সমস্ত যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে ৷ প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সঙ্গেও এই বিষয়ে কথা বলেছেন ৷ রেলের দলগুলি সমন্বয়ে কাজ করছে ৷

এই রেল দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি ৷ প্রশাসনের কর্মকর্তাদের ত্রাণ ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি ৷ ট্রেন দুর্ঘটনায় অন্ধ্রপ্রদেশের নিহত বাসিন্দাদের পরিবারপিছু 10 লাখ টাকা ও গুরুতর আহতদের 2 লাখ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে অন্ধ্র সরকার ৷ অন্য রাজ্যের নিহতদের ক্ষেত্রে 2 লাখ টাকা ও গুরুতর আহতদের 50 হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : মৃত বেড়ে 14, চলছে উদ্ধার কাজ; দুর্ঘটনার জন্য রেলকেই দুষলেন মমতা

বিজয়নগরম (অন্ধ্রপ্রদেশ), 30 অক্টোবর: রবিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনার জেরে সোমবার বাতিল বেশ কিছু দূরপাল্লার ট্রেন ৷ রেলের তরফে ট্রেন বাতিলের বিষয়টি জানানো হয়েছে ৷ এদিকে ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতর থেকে শুরু করে রেল ও অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে ৷ জানা গিয়েছে, সোমবার যে ট্রেনগুলি বাতিল থাকবে সেগুলি হল - কোরবা-বিশাখাপত্তনম, পারাদ্বীপ-বিশাখাপত্তনম, রায়গড়-বিশাখাপত্তনম, পালাসা-বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম-গুনুপুর, গুনুপুর-বিশাখাপত্তনম, বিজয়নগরম-বিশাখাপত্তনম ৷

এদিকে ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় পালাসা ট্রেনের পিছনের বগিতে থাকা গার্ড এমএস রাও অবং রায়গড় ট্রেনের ইঞ্জিনে থাকা লোকো পাইলটদের ৷ যেহেতু দুর্ঘটনাস্থল বিজয়নগরম-কোট্টাভালাসা মেন রোড স্টেশন থেকে 5 কিলোমিটারেরও বেশি দূরে তাই সমস্ত ধরনের ত্রাণ পৌঁছনো কঠিন হয়ে পড়ছে ৷ তবে এনডিআরএফ ও এসডিআরএফ দল যুদ্ধ তৎপরতায় কাজ করছে ৷

  • The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh from the PMNRF for the next of kin of each deceased due to the train derailment between Alamanda and Kantakapalle section. The injured would be given Rs. 50,000. https://t.co/K9c2cRsePG

    — PMO India (@PMOIndia) October 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি ৷ নিহতদের পরিবারপিছু 2 লক্ষ টাকা ও আহতদের 50 হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ পিএমও জানিয়েছে, প্রধানমন্ত্রী দুর্ঘটনার বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনেছেন ৷

  • All injured shifted to hospitals.
    Ex-gratia compensation disbursement started - ₹10 Lakh in case of death,
    ₹2.5 Lakh towards grievous and ₹50,000 for minor injuries.

    — Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) October 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রেলমন্ত্রী সোশাল মিডিয়ায় জানিয়েছেন, আহত সকলকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ৷ নিহতদের পরিবারকে রেলের তরফে 10 লাখ টাকা আর্থিক সাহায্য করা হবে ৷ গুরুতর আহতদের আড়াই লাখ টাকা ও অল্প আঘাতপ্রাপ্তদের জন্য 50 হাজার টাকা করে আর্থিক সাহায্য বিতরণ শুরু হয়েছে ৷ দুর্ঘটনাস্থল থেকে সমস্ত যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে ৷ প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সঙ্গেও এই বিষয়ে কথা বলেছেন ৷ রেলের দলগুলি সমন্বয়ে কাজ করছে ৷

এই রেল দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি ৷ প্রশাসনের কর্মকর্তাদের ত্রাণ ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি ৷ ট্রেন দুর্ঘটনায় অন্ধ্রপ্রদেশের নিহত বাসিন্দাদের পরিবারপিছু 10 লাখ টাকা ও গুরুতর আহতদের 2 লাখ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে অন্ধ্র সরকার ৷ অন্য রাজ্যের নিহতদের ক্ষেত্রে 2 লাখ টাকা ও গুরুতর আহতদের 50 হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : মৃত বেড়ে 14, চলছে উদ্ধার কাজ; দুর্ঘটনার জন্য রেলকেই দুষলেন মমতা

Last Updated : Oct 30, 2023, 8:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.