ETV Bharat / bharat

বিহারে ফের বিষ মদ কাণ্ড, মৃত 6 - বিষাক্ত মদ

Bihar Hooch Tragedy: ছটপুজোর একদিন আগে ঘটে যাওয়া ঘটনায় গোটা গ্রামে শোকের পরিবেশ। ছট উৎসব হলেও এই মৃত্যুর ঘটনায় গ্রামে কার্যত শ্মশানের নীরবতা ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷ বিষাক্ত মদ পানে ছয় জনের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করছে গ্রামবাসীরা।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 9:48 PM IST

সীতামাড়ি, 18 নভেম্বর: বিহারের সীতামাড়িতে বিষাক্ত মদ পান করে ছয় জনের মৃত্যুর খবর মিলেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি। জানা গিয়েছে, মহুয়াইনে বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতরা একসঙ্গে মদের আসরে বসেছিল। মদ্যপানের পর সকলেরই স্বাস্থ্যের অবনতি হয় বলে খবর ৷ পরবর্তীতে 6 জনেরই মৃত্যু হয়েছে বলে জানা পুলিশ সূত্রে খবর ৷ নিহতদের আত্মীয়রা ইতিমধ্যেই মৃতদেহ দাহ করেছে বলেও জানা গিয়েছে ৷ নারহা কালা গ্রামের বাসিন্দা মৃত অবধেশ যাদবের ময়নাতদন্ত করা হয়েছে ৷ এরপরে পুলিশ সুপার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুপার মনোজ কুমার তিওয়ারি, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এই ব্যাপারে প্রাথমিক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসার আগেই দু'জনের দেহ পুড়িয়ে দেয় পরিবারের সদস্যরা। একজনের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ মদ খাওয়ার বিষয়টি সামনে আসছে। যার জেরে সংশ্লিষ্ট পুলিশ কর্মীকে সাসপেন্ড করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।''

ছট পুজোর একদিন আগে ঘটে যাওয়া ঘটনায় গোটা গ্রামে শোকের পরিবেশ। উৎসবের আগে বিষমদে মৃত্যুর ঘটনায় গ্রামে কার্যত শ্মশানের নীরবতা ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷ ছট উৎসবে একসঙ্গে এত মানুষের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনেও আতঙ্ক। তবে যে সকল পরিবারের সদস্যরা মারা গিয়েছেন তাদের পরিবারের সদস্যরা কোনও মন্তব্য করতে রাজি হননি ৷

সীতামারির পুলিশ সুপার মনোজ কুমার তিওয়ারি জানান, মদ্যপানের কারণে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তার দেহের ময়নাতদন্ত করা হয়েছে ৷ তাঁর দাবি, পুলিশ আসার আগেই নিহতের পরিবারের লোকেরা দেহ পুড়িয়ে দিয়েছে। মৃত্যুর ঘটনায় ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট পুলিশকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ-প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহুয়াইনে বৃহস্পতিবার সন্ধ্যায় এরা সকলেই একসঙ্গে বসে মদ পান করে। বিষাক্ত মদের কারণে সকলেরই স্বাস্থ্যের অবনতি হতে থাকে ৷ মৃতদের নাম রাম বাবু রাই, সোলমান টোলের বিক্রম কুমার, নারহার গ্রামের সন্তোষ মাহাতো ও রোশন কুমার, নারহা কালার বাসিন্দা অবধেশ যাদব, মহেশ যাদব।

আরও পড়ুন

  1. তিন মেয়েকে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মেশানোর অভিযোগ বাবার বিরুদ্ধে, মৃত এক !
  2. যৌন-হিংসার করালগ্রাসে শৈশব, রাষ্ট্রসংঘের উদ্যোগে প্রতিরোধের সচেতন পদক্ষেপ

সীতামাড়ি, 18 নভেম্বর: বিহারের সীতামাড়িতে বিষাক্ত মদ পান করে ছয় জনের মৃত্যুর খবর মিলেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি। জানা গিয়েছে, মহুয়াইনে বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতরা একসঙ্গে মদের আসরে বসেছিল। মদ্যপানের পর সকলেরই স্বাস্থ্যের অবনতি হয় বলে খবর ৷ পরবর্তীতে 6 জনেরই মৃত্যু হয়েছে বলে জানা পুলিশ সূত্রে খবর ৷ নিহতদের আত্মীয়রা ইতিমধ্যেই মৃতদেহ দাহ করেছে বলেও জানা গিয়েছে ৷ নারহা কালা গ্রামের বাসিন্দা মৃত অবধেশ যাদবের ময়নাতদন্ত করা হয়েছে ৷ এরপরে পুলিশ সুপার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুপার মনোজ কুমার তিওয়ারি, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এই ব্যাপারে প্রাথমিক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসার আগেই দু'জনের দেহ পুড়িয়ে দেয় পরিবারের সদস্যরা। একজনের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ মদ খাওয়ার বিষয়টি সামনে আসছে। যার জেরে সংশ্লিষ্ট পুলিশ কর্মীকে সাসপেন্ড করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।''

ছট পুজোর একদিন আগে ঘটে যাওয়া ঘটনায় গোটা গ্রামে শোকের পরিবেশ। উৎসবের আগে বিষমদে মৃত্যুর ঘটনায় গ্রামে কার্যত শ্মশানের নীরবতা ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷ ছট উৎসবে একসঙ্গে এত মানুষের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনেও আতঙ্ক। তবে যে সকল পরিবারের সদস্যরা মারা গিয়েছেন তাদের পরিবারের সদস্যরা কোনও মন্তব্য করতে রাজি হননি ৷

সীতামারির পুলিশ সুপার মনোজ কুমার তিওয়ারি জানান, মদ্যপানের কারণে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তার দেহের ময়নাতদন্ত করা হয়েছে ৷ তাঁর দাবি, পুলিশ আসার আগেই নিহতের পরিবারের লোকেরা দেহ পুড়িয়ে দিয়েছে। মৃত্যুর ঘটনায় ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট পুলিশকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ-প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহুয়াইনে বৃহস্পতিবার সন্ধ্যায় এরা সকলেই একসঙ্গে বসে মদ পান করে। বিষাক্ত মদের কারণে সকলেরই স্বাস্থ্যের অবনতি হতে থাকে ৷ মৃতদের নাম রাম বাবু রাই, সোলমান টোলের বিক্রম কুমার, নারহার গ্রামের সন্তোষ মাহাতো ও রোশন কুমার, নারহা কালার বাসিন্দা অবধেশ যাদব, মহেশ যাদব।

আরও পড়ুন

  1. তিন মেয়েকে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মেশানোর অভিযোগ বাবার বিরুদ্ধে, মৃত এক !
  2. যৌন-হিংসার করালগ্রাসে শৈশব, রাষ্ট্রসংঘের উদ্যোগে প্রতিরোধের সচেতন পদক্ষেপ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.